
সকলকে আমার পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা রইল আশা করি ভাল আছেন সকলে। প্রাথমিক সমাপনী পরিক্ষা প্রস্তুতির ১৭ তম পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে বিষয় প্রাথমিক সমাপনীর ১২ নং প্রশ্ন অর্থাৎ Rearrange/Arranging Words or letter to make sense! বিষয়টি প্রাথমিকের ছাত্র-ছাত্রীদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং বৈকি! সঠিক নির্দেশনা ও নিয়ম না জানার কারনে আমাদের কোমল মতি শিক্ষার্থীরা ভালমত Rearranging ভাল মত করতে পারেনা। আমার এই শিট টিতে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি স্বল্প পরিসরে আমাদের কোমল মতি শিক্ষার্থীদের একটু দিক নির্দেশনা দিতে। আপনার শিক্ষার্থীদের Rearrange করতে দেয়ার আগে তাদের ভালভাবে Sentence এর গঠন সম্পর্কে একটু পরিস্কার ধারনা দেওয়ার চেষ্টা করুন। এর পর আমার এই শিটটির সাথে দেওয়া Excercise গুলো তাদের দিয়ে বার বার করান। দেখবেন তারা একসময় ঠিকই দক্ষতার সাথে Rearrange করতে পারছে। তো আর কথা না বাড়িয়ে আসুন ঝটপট নামিয়ে অর্থাৎ ডাউনলোড করে নিন আমার এই শিটটি। আশা করি আপনার আর আপনার শিক্ষার্থীদের এটি খুব কাজে দেবে।
নিচের এই শিটটি ডাউনলোড করতে, পপ আউট বাটনটিতে ক্লিক করুন,
দেখবেন আপনি Pdf পেইজটিতে পৌছেগেছেন, সেইখানেই ডাউনলোড লিংক পাবেন। ডান পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন।
[ বি:দ্র:- অবশ্যই প্রিন্ট করার সময় 8.5"/11" সাইজের কাগজ দিয়ে প্রিন্ট করবেন।]
No comments:
Post a Comment