প্রাথমিক সমাপনী পস্তুতি পর্ব-২০: এবার সকল Letter লেখা যাবে একটি Letter দিয়েই, সংগ্রহে রাখুন না হলে আপসোস করবেন! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

প্রাথমিক সমাপনী পস্তুতি পর্ব-২০: এবার সকল Letter লেখা যাবে একটি Letter দিয়েই, সংগ্রহে রাখুন না হলে আপসোস করবেন!

প্রাথমিক সমাপনী পস্তুতি পর্ব-২০: এবার সকল Letter লেখা যাবে একটি Letter দিয়েই, সংগ্রহে রাখুন না হলে আপসোস করবেন!

Share This
আবারও সবাইকে শুভেচ্ছা। চিঠিতো আমরা সবাই কম-বেশি একটু আধটু লিখতে পারি, তাই নয় কি? কিন্তু এই চিঠি যদি লিখতে বলা হয় পঞ্চম শ্রেনীর কোন ছাত্র-ছাত্রীকে তাও আবার ইংরেজীতে! তাহলে কী হবে বলুনতো? হ্যাঁ একটু সমস্যায় বটে। এই স্তরে পঞ্চম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের জন্য ইংরেজীতে চিঠি লেখাটা একটু কঠিন বইকি? কিন্তু সঠিক নির্দেশনা ও কৌশল জানলে এই কাজটি আবার কোন কঠিন কাজও নয়। কিন্তু আমাদের শিশু শিক্ষার্থীরা এবিষয়ে কোন প্রকার নির্দেশনা আমাদের শিক্ষকদের নিকট হতে পায়না। যার ফলে তারা না বুঝে লেটার মুখস্থ করে। বলি মুখস্থ বিদ্যা দিয়ে আপনার শিক্ষাথীদের আর যাই হোক চিঠি লেখার যোগ্যতা অর্জন করাতে পারবেননা। পারলেও তা সাময়িক। তাই চিঠি লেখা শিখতে হলে জানতে হবে একটি ব্যক্তিগত পত্রের (Personal Letter) কয়টি অংশ আছে ও তা কি কি? আমার এই লেকচার শিটটিতে আমি সাধ্যমত চেষ্টা করেছি চিঠির বিভিন্ন অংশ ভেঙ্গে দেখাতে। এবং এই প্রত্যেকটি অংশ লেখার কৌশল শেখাতে। তো আর দেরী নয় এক্ষনই ডাউনলোড করুন আমার এই মূল্যবান শিটটি। 



নিচের  এই  শিটটি ডাউনলোড করতে, পপ আউট বাটনটিতে ক্লিক করুন, 

দেখবেন আপনি Pdf পেইজটিতে পৌছেগেছেন, সেইখানেই ডাউনলোড লিংক পাবেন। ডান পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন।

[ বি:দ্র:- অবশ্যই প্রিন্ট করার সময় 8.5"/11" সাইজের কাগজ  দিয়ে প্রিন্ট করবেন।]






No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages