সোনায় মোড়ানো প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাইভেট বোয়িং বিমান 757 ! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

সোনায় মোড়ানো প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাইভেট বোয়িং বিমান 757 !

সোনায় মোড়ানো প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাইভেট বোয়িং বিমান 757 !

Share This
বর্তমানে পৃথিবীর একটি আলোচিত নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকল জনমত জরিপ, হিলারি আকাশচুম্বী জনপ্রিয়তাকে পায়ে ঠেলে মার্কিন ভোটিং সিস্টেমের ফাইয়দা উঠিয়ে তিনিই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যত প্রেসিডেন্ট। বিলাসী জীবন-যাপন, বিতর্কিত ব্যাক্তিত্ব এবং একজন জাত ব্যবসায়ী হিসেবেই সকলেই মার্কিন মুলুকে তাঁকে চিনত। রাজনীতির  ‘র’ না জেনেও যিনি এখন মার্কিন প্রেসিডেন্ট বনেগেছেন। ব্যপক বৈচিত্রে ভরা এই ব্যাক্তিটির সম্পর্কে যাই লেখা হউক না কেন, তা তার যথেষ্ট নয়( হা! হা! হা!) ........... ৯৮০ কোটি মার্কিন ডলারের এই বিজনেস টাইকুনের একটি প্রাইভেট প্লেন থাকতেই পারে। কিন্তু কি এমন রয়েছে এই প্লেনে!  যা তাকে আর দশটা প্লেন থেকে আলাদা করেছে? হ্যাঁ প্রিয় পাঠক, ইনফোটেক লাইফ.কম আজ আপনাদের জানাবে ডোনাল্ড ট্রাম্পের ব্যবহৃত ব্যাক্তিগত প্লেন বোয়িং 757 সম্পর্কে যা জানলে আপনিও অবাক হবেন। তো আসুন শুরু করা যাক---


১. ডোনাল্ড ট্রাম্পের প্রাইভেট বোয়িং 757 বিমানটি হল পৃথিবীর অষ্টম ব্যয়বহুল বিমান যার মুল্য $100 মিলিয়ন(ডলার)। 

২. বোয়িং 757 এ পাইলটদের জন্য রযেছে Glass Cockpit সুবিধা, যেটিকে বিশাল কম্পিউটারাইজড স্ক্রিন সম্বলিত একটি এয়ারক্রাফ্ট ককপিট হিসেবেও মনে করতে পারেন যাতে ফ্লাইটের যাবতীয় তথ্য এক নজরে দেখে নেওয়া যাবে। জরুরী প্রয়োজনে কোন সম্যস্যা দেখাদিলে বিমানটি নিজেই তার ফিডব্যাপ লুপ(Feedback loops and Self checking alert!) ও স্বয়ংক্রিয় চেকিং এলার্টের মাধ্যমে পুর্বে তার পাইলটকে জানিয়ে দেবে। 

3.  ডোনাল্ড ট্রাম্পের বোয়িং 757 বিমানটি পৃথিবীর দ্রুততম বিমানগুলোর মধ্যে একটি। Rolls-Royce Engine এর জন্য এটি সর্বোচ্চ ৫০০ মাইল বেগে ছুটতে পারে। 

৪. সাধারন বোয়িং 757 বিমাগুলো ২৩৯ জন যাত্রী বহনে সক্ষম হলে ডোনাল্ড ট্রাম্পের এ বিমানটিতে মাত্র ৪৩ জনের আসন ব্যবস্থা। 

৫. প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের এই বিমানটিতে রয়েছে বহুবিধ সুবিধা যেমন, বেডরুম, ডাইনিং রুম একটি প্রাইভেট গেস্টরুম। ২৪ ক্যারেটের সোনা ‍দিয়ে মোড়ানো একটি একটি গোসল খানাও রয়েছে।  সিনেমা সিস্টেম সম্বলিত একটি ভিডিও রুমও রয়েছে চিত্ত বিনোদন ও আরাম আয়েশের জন্য।  

৬. এই বিমানটিতে ভ্রমন মোটেও সস্তা নয়, শুনে অবাক হবেন যে, এতে প্রতি ঘন্টায়  জ্বালানীসহ খরচ পড়ে ১০৮০০ ইউএস ডলার। 

৭. বিলাস বহুল এই বিমানটি নির্মিত হয়েছিল ১৯৯১ সালে যার প্রকৃত মালিক ছিলেন, মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা পল এ্যালেন। পরবর্তীতে ২০১১ সালে ডোনাল্ড ট্রাম্প এটি কিনে নেন। 

৮. শুনতে খারাপ লাগলেও ডোনাল্ড ট্রাম্পের এই বিমানটি এয়ার ফোর্সের বোয়িং বিমানের ন্যায় ততটা লম্বা ও প্রশস্ত নয়। 

৯. মোদ্দা কথা ট্রাম্পের  এই বিমানটি এতটাই বিলাসবহুল যে, এটি তার নির্বাচনী প্রচারনায় বলা সেই বিখ্যাত উক্তিটিকেই বার বার আমাদের স্মরণ করিয়ে দেয় “ We will make America Great again!"
বিমানটি সম্পর্কে আরও জানতে এই ভিডিওটি একবার দেখুন-


ভাল থাকবেন সবাই।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages