হয়ত আপনিও একদিন মহাকাশে যেতে পারবেন ভ্রমনে! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

হয়ত আপনিও একদিন মহাকাশে যেতে পারবেন ভ্রমনে!

হয়ত আপনিও একদিন মহাকাশে যেতে পারবেন ভ্রমনে!

Share This

বর্তমান পৃথিবীতে জ্ঞান-বিজ্ঞান ও অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতে প্রতিযোগীতায় এগিয়ে সারা বিশ্বকে এক নতুন আশার আলো দেখাচ্ছে।চীন।  শুধু তাই নয় প্রতিদিন নতুন নতুন সহজলভ্য আর সস্তায় প্রযুক্তি আবিস্কারে তাদের জুড়ি নেই।  একবার ভাবুনতো ৫/৭ বছর আগের কথা, নোকিয়া বা স্যামসাং এর একটি যেন তেন মোবাইলের দাম কত ছিল, আর সেই ধরনের একটি সেটের বর্তমান মূল্য কত? এই অসাধ্য সাধন করেছে এককথায় চীন।  শুধু তাই নয় চীনা বিজ্ঞানীরা বর্তমানে গবেষণা করছে কিভাবে সাধারণ আমজনতাকে মহাকাশ ভ্রমণের সুযোগ দেওয়া যায়।  সেদিন আর হয়ত দুরে নয়, রাস্তার ধারে বড় বড় বিল বোর্ড হয়ত বা লেখা থাকবে  “মহাকাশ ভ্রমণে যেতে চান? রকেটে চড়ে বা মহাকাশযানে করে সেখানে যেতে হবে কে বলেছে? বেলুনে চড়েও মহাকাশে ভ্রমণ করে আসা যায়” ।   হ্যাঁ প্রিয় পাঠক বৃন্দ অন্তত চীনের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান সে রকমই ভেবেছে। 

 
চীনের স্পেস ভিশন নামের ওই উদ্যোক্তা প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে মানুষকে বেলুনে চড়িয়ে মানুষকে মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এতে স্ট্রাটোস্ফিয়ার পর্যন্ত যাওয়া যাবে। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার (সাড়ে সাত মাইল; ৩৯,০০০ ফুট) ওপর থেকে শুরু হয়ে পর্যন্ত ৫০ থেকে ৫৫ কিলোমিটার (৩১-৩৪ মাইল; ১৬০,০০০- ১৮০,০০০ ফুট) পর্যন্ত বিস্তৃত। এই স্তরের নিচে ট্রপোস্ফিয়ার এবং ওপরে মেজোস্ফিয়ার স্তর রয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারে শীর্ষে বায়ুমণ্ডলে চাপ সমুদ্রপৃষ্ঠের এক হাজার ভাগের এক ভাগ। ওজোন স্তর দ্বারা অতিবেগুনি রশ্মির বিকিরণ শোষণ বৃদ্ধির কারণে উচ্চতার সঙ্গে সঙ্গে এই স্তরের তাপমাত্রাও বাড়ে।
উচ্চ প্রযুক্তিসম্পন্ন এই বেলুনে করে মহাকাশে গিয়ে আবার বিশেষ প্যারাস্যুটে করে পৃথিবীতে ফিরে আসতে ৭৭ হাজার মার্কিন ডলার খরচ হবে।  বেইজিংভিত্তিক ওই প্রতিষ্ঠানটি এ লক্ষ্যে বিশেষ প্যারাস্যুট স্যুইট তৈরি করেছে। এতে আছে রাডার, ভূমি থেকে যোগাযোগব্যবস্থা ও ছবি স্থানান্তরের সুবিধা। চায়না ডেইলির এক খবরে বলা হয়েছে, আগামী কয়েক মাসে উপকরণ পরীক্ষা ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেবে স্পেস ভিশন।

প্রথমবারে একজন উদ্যোক্তা, একজন প্যারাস্যুট প্রশিক্ষক ও একজন বৈমানিক প্রকৌশলী এ অভিযানে যাবেন।


তথ্যসূত্র : পিটিআই।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages