Infotech Ad Top new
Infotech ad post page Top


Home
বিজ্ঞান ও বিষ্ময়
উইকিলিকস ফাঁসকৃত তথ্য বলছেঃ এলিয়েন(Alien's Civilization) সভ্যতার অস্তিত্ব সম্পর্কে ভ্যাটিক্যান পুর্ব হতেই অবগত আছে !
উইকিলিকস ফাঁসকৃত তথ্য বলছেঃ এলিয়েন(Alien's Civilization) সভ্যতার অস্তিত্ব সম্পর্কে ভ্যাটিক্যান পুর্ব হতেই অবগত আছে !
Share This
হ্যা আপনি ঠিকই শুনেছেন ও পড়েছেন, অতি সম্প্রতি উইকিলিকস আবার কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন মেইল ফাঁস করেছে। তাতে দেখা যায় যে, এলিয়েনদের অস্তিত্ব সমপর্কে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপুর্ন সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ ভ্যাটিক্যান অনেক কিছু জানে।
এতে দেখা যায় ‘ এলিয়েনগন আমাদের মানবজাতিকে সাহায্য করতে চায়, কিন্ত তারা পৃথিবীর মানুষের উগ্র মনোভাবকে ভয়ের চোখে দেখছেন। ’ মহাকাশ চারী Edgar Mitchell কর্তৃক আমেরকান একজন রাজনীতিবিদ John Podesta কে লেখা একটি মেইলে এই তথ্য বেরিয়ে এসেছে। এতে আরও দেখা যায় যে, মহাকাশ যুদ্ধ আসন্ন এবং এই মহাজাগতি প্রানী ও বার্তা সম্পর্কে ভ্যাটিক্যান অবগত আছে। নাসার সাবেক মহাকাশচারী Edgar Mitchell আরও লিখছেন, “যেহেতু মহাশুন্যে যুদ্ধের বিষয়টি এখন অতিগুরুত্বপুর্ন হয়ে উঠছে, সেহেতু আমার মনে হয় বেশ কিছু বিষয়ে যেমন যখন আমি আর আপনি স্কাইপেতে কথা বলি তখন আমাদের আরও সতর্ক থাকার দরকার।”
ফাঁসকৃত এই সব ইমেইলে দেখা যায়, সেখানে বলা হয়েছে, মানব জাতির মঙ্গলকামী ও হিতৈষী এলিয়েনরা আমাদের সাথে জিরো পয়েন্ট এনার্জি(‘zero-point energy’) নামে একটি প্রযুক্তি শেয়ার করতে চায়। কিন্তু মানবজাতির যুদ্ধংদেহী ও উগ্র মনোভাব তাদেরকে শংকিত করে তুলছে।
যখন এই মেইলটি বিনিময় হয় তখন John Podesta বর্তমান হিলারি ক্লিনটনের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন প্রধান হওয়ার পুর্বে প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ছিলেন। এই মেইলগুলোতে Terri Mansfield কে ‘special peace force for extraterrestrial intelligence’ এর পরিচালক হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই সব নথিগুলোতে Mansfield এবং Podesta এর মধ্যে সম্ভাব্য একটি সাক্ষাতএর কথা উল্লেক করা হয়, যেখানে বলা হয় ভ্যাটিক্যান এর রয়েছে ভীন গ্রহীদের বুদ্ধিমত্তা সম্পর্কিত জ্ঞান।
Mitchell মহাজাগতিক বুদ্ধিমত্তাকে জানের সর্বোচ্চ চূড়া বলে অভিহিত করেছেন, যা কেবল সরাসরি সৃষ্টিকর্তার ইচ্ছায় কাজ করে। Mitchell সতর্ক করে দেন যে, এলিনেরা আমাদের পৃথিবীর অধীবাসিদের সাহায্য করতে চায় এবং আমাদের সাথে তাদের zero point energy এর জ্ঞান ভাগা ভাগি করতে চায়। এতে বোঝা যায় মহাশুন্য হতে অবারিত শক্তি শুষে নিয়ে সেই শক্তি তারা আমাদের সাথে ভাগাভাগি করতে চায় কিন্তু এর বিনিময়ে পৃথিবী ও মহাশুন্যে তারা কোন ধরনের সশস্ত্র যুদ্ধ বরদাশত করবেনা।
Mr. Podesta যিনি ২০০০ সালে এরিয়া ৫১ এবং ইউএফও সংক্রান্ত যাবতীয় তথ্য জনসম্মুখে প্রকাশ করার পক্ষে যুক্তি দেখিয়েছিলে তিনি সম্প্রতি প্রকাশ করেছেন তিনি বিল ক্লিনটনকে যাবতীয় গোপন নথি এবং ইউএফও সম্পর্কে তথ্য প্রকাশ করতে প্ররোরচিত করেছিলেন।
আপনাদের জ্ঞাতার্থে ফাস কৃত ইমেইলের চুম্বক অংশ তুলে ধরা হল-
Edgar Mitchell’s first email to Podesta:
“Dear John,
“Because the War in Space race is heating up, I felt you should be aware of several factors as you and I schedule our Skype talk.
“Remember, our nonviolent ETI from the contiguous universe are helping us bring zero point energy to Earth.
“They will not tolerate any forms of military violence on Earth or in space. The following information in italics was shared with me by my colleague Carol Rosin, who worked closely for several years with Wernher von Braun before his death.
“Carol and I have worked on the Treaty on the Prevention of the Placement of Weapons in Outer Space, attached for your convenience.”
মজার বিষয় হল বর্তমানে এই ভ্যাটিক্যানে ১০ জন সক্রিয় জ্যোতিঃপদার্থবিদ রয়েছেন যারা আমাদের বিশ্ব-ব্রহ্মান্ড সম্পর্কিত জ্ঞান অর্জনে সহায়ক হওয়া পরিবর্তে জ্যোর্তিঃপদার্থবিদ না হয়ে কেবল যাজকগিরি করে গেছেন।
ভ্যাটিক্যান তার একটি বিবৃতিতে উল্লেখ করেছে, ধর্ম ও বিজ্ঞানের মাঝে কোন সীমারেখা নেই বরং এই দুটি একে অপরের বিরোধিতা না করে সহাবস্থান করতে পারে। Buell Jannuzi বলেন “ আমার মনে হয় যে সকল লোকজন বিশ্বাস নিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন, তারা জ্যোতির্বিজ্ঞান, বিজ্ঞান বিষয়ে সমানভাবে আগ্রহী এবং তাদের মৌলিক জিজ্ঞাসা গুলি একই রকম।”
ভ্যাটিক্যান অবজার্ভেটরির ১৫৮২ সালের একটি জিজ্ঞাসা ছিল, আর তা হল “ সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, কেবলই কি আমাদের?” দেখুন এই সালটি ১৫৮২ আপনি যতটুক কল্পনা করতে পারেন তার থেকেও আগের এই কথাটি আমাদের কোনদিকে নিয়ে যায়? অবশ্যই এটি অস্টম পোপ লিও যখন আনুষ্ঠানিকভাবে ১৮৯১ সালে ভ্যাটিক্যান অবজার্ভেটরি প্রতিষ্ঠা করেন তারও অনেক আগে। আর এটি আমাদের একটি পরিস্কার ধারনা দেয় যে, রোমান ক্যাথলিক চার্চ ও কখনো প্রকৃত বিজ্ঞানের বিরোধীতা করেন নি।
Tags
# বিজ্ঞান ও বিষ্ময়
Share This

About Goljar- The Patroblogger
বিজ্ঞান ও বিষ্ময়
Ярлыки:
বিজ্ঞান ও বিষ্ময়
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment