ইংরেজী সন ও তারিখ হতে সপ্তাহের দিন বা বারের নাম বলার কৌশল! যা আপনার কাজে আসবেই । - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

ইংরেজী সন ও তারিখ হতে সপ্তাহের দিন বা বারের নাম বলার কৌশল! যা আপনার কাজে আসবেই ।

ইংরেজী সন ও তারিখ হতে সপ্তাহের দিন বা বারের নাম বলার কৌশল! যা আপনার কাজে আসবেই ।

Share This

আজ আমি আপনাদের ইংরেজি তারিখ থেকে সপ্তাহের দিন বা বারের নাম বলার কৌশল উপস্থাপন করব।  তাই কৌশলগুলো মনোযোগ সহকারে পড়ুন, কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করুন।   বিষয়টি আয়ত্ত করার মাধ্যমে আপনি যে কাউকে চমকে দিতে পারেন আর বন্ধুদেরকে কৌশলগত ভাবে বারের নাম উপস্থাপন করে যা ইচ্ছা খেতে পারেন।  আমারটা কিন্তু আপনাদের কাছে পাওনা রইল।  পহেলা বৈশাখে পান্তা আর ইলিশ খাওয়াইতে ভুল্লেইনা কিন্তু।
বুঝতে পারছি।  খাওয়ানোর কথা বললে মাথা গরম হয়ে যায়। আচ্ছা কুঞ্জুস ভাইয়েরা খাওয়াতে হবেনা।  ”যাহা দিলাম তাহা সত্ব ত্যাগ করিয়াই দিলাম।” পুরাটাই ফ্রি .................. !!!!!!

এখানে আমি একটি কৌশল উপস্থাপন করছি, যতদুর সম্ভব এই কৌশলটি আমি একটি ইংরেজী বই যার নাম Mind Performance Hacks সেখান হতেই আয়ত্ব করেছিলাম।  এই কৌশলটি আপনি যদি একবার কোন মতে আয়ত্ব করতে পারেন তবে, যে কোন সনের তারিখ হতে সহজেই ঐ দিনটি কি বার ছিল তা বলে দিতে পারবেন।

ফর্মুলা বা সুত্র:

(বছরের কোড+ মাসের কোড+শতাব্দী কোড+ তারিখের সংখ্যা- অধিবর্ষ কোড)- মোড ৭

ফর্মুলাটি যেভাবে কাজ করে!

ফর্মুলাটি কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে আমি ১৮৯৭ সালের ১৪ ই মার্চ অর্থাৎ অর্থাৎ আইনস্টাইনের জন্ম কি বারে হয়েছিল তা বের করার চেষ্টা করব।

বছরের কোড- 

বছরের কোড টি বের করতে নীচের সুত্র বা ফর্মুলাটি ব্যবহার করুন। 
YY + (YY div ৪) mod ৭
৯৭+(৯৭ ÷৪) mod ৭  
 YY হল বছর বা সনের শেষের দুটি ডিজিট।  যেমন ১৮৯৭ সালের শেষের দুটি ডিজিট হল ৯৭ ।  
উপরের সুত্র অনুযায়ী আমরা প্রথমে এই শেষের দুটি ডিজিট অর্থাৎ ৯৭ কে ৪ দ্বারা ভাগ করব।  অবশিষ্ট কত থাকল তা দেখার দরকার নেই।   ৯৭ ÷ ৪= ২৪ অর্থাৎ ভাগফল পেলাম ২৪।  এই ২৪ কে আগের ৯৭ এর সাথে যোগ করি।  যার যোগফল হল ১২১।  এখন পরের ধাপটি হল ১২১ মোড(mod)৭ যার এই মোড মানে হল ১২১ কে ৭ দিয়ে ভাগ কর, আর ভাগফল যাই হোক কেবল ভাগশেষটা নাও।  এখানে ১২১ কে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল ১৭ ভাগশেষ থাকে ২ ।  আমরা এখানে শুধু এই ২ কে নেব।   এখানে এই ২ সংখ্যাটিই হল আমাদের কাঙ্খিত বছরের কোড।  

মাসের কোড -

 এই কোড খুব সোজা কোন প্রশ্ন জিজ্ঞেস না করে, শুধু এই কোড গুলো মুখস্থ্য করুন- ০৩৩৬১৪৬২৫০৩৫
যখন-
  • জানুয়ারী = ০
  • ফেব্রুয়ারী=৩
  • মার্চ =৩
  • এপ্রিল=৬
  • মে  =১
  • জুন =৪
  • জুলাই =৬
  • আগস্ট =২
  • সেপ্টেম্বর=৫
  • অক্টোবর= ০
  • নভেম্বর=৩
  • ডিসেম্বর=৫
তো আর কি করার এখন তো আমরা মাসের কোড ও পেয়ে গেলাম যেমন এখানে আইনিস্টাইনের জন্ম মার্চ মাসে যার কোড ৩
উপরের কোডটিকে আপনার মোবাইল নাম্বার মনে করে মুখস্থ করে রাখুন।  কথা দিচ্ছি ক্ষতি হবেনা ।

 শতাব্দী কোড-

আপনার এখন প্রয়োজন হবে শতাব্দী কোড ব্যবহার করা।  গ্রেট-ব্রিটেনে এবং আমেরিকাতে যে কাজটি হয়েছিল তা হল, ১৭৫২ সালের ২ রা সেপ্টেম্বর তারা জুলিয়ান(Jullian) ক্যালেন্ডার হতে গ্রীগরিয়ান(Gregorian) ক্যালেন্ডার সিস্টেমে চলে গিয়েছিল।  কিন্তু গ্রীগরিয়ান(Gregorian) ক্যালেন্ডার সিস্টেম শুরু হয় ১৭৫২ সালের ১৪ ই সেপ্টেম্বর যার ফলে ১১ দিন বাদ পড়ে গিয়েছিল।

গ্রীগরিয়ান(Gregorian)  তারিখসমুহ:

গ্রীগরিয়ান(Gregorian)  ক্যালেন্ডার এর জন্য এই কোডটি মনে রাখুন-৪২০৬৪২০
  • 1700s = 4
  • 1800s = 4
  • 1900 = 0
  • 2000s = 6
  • 2100s = 4
  • 2200s = 2
  • 2300s = 0

ধরুন আপনার বন্ধুর জন্মদিন বিংশ শতাব্দির মধ্যে পড়ে যদি আপনার ব্ন্ধুর জন্মদিনে আপনি শুধু এই গ্রীগরিয়ান(Gregorian) কোডগুলোকেই প্রয়োগ করেন, তবে আপনি তখন আপনি একোডগুলো বাদ দিলেও সমস্যা নেই কারন দেখুন ১৯০০(বিংশ শতাব্দী) সালের
 ০(শুন্য)।  এটিকে বাদদিলেও হিসেবে কোন হের-ফের হবেনা।  কারন Nothing comes out of Nothing! একটু রসিকতা করলাম।

জুলিয়াল(Julian) তারিখ-

আপনি জুলিয়ান ডেটস এর ক্ষেত্রে এটিকে কাজে লাগাতে চান তবে- ফর্মুলাটি হবে শতাব্দীর সালে শেষের দুটি অংক বাদ দিয়ে প্রথমে যা থাকে তা নিন এবং ১৮ হতে একে বিয়োগ করুন।  এবং এই বিয়োগফল ৭ দিয়ে মোড(Mod) করুন।

উদাহরণ ১- যেমন ধরুন সালটি হল ৮৫২CE, তাহলে শেষের দুটি অংক বাদ দিলে থাকে ৮ একে ১৮ হতে বিয়োগ করলে বিয়োগফল পাওয়া গেল ১০।  তাহলে ১০ Mod ৭=৩ তাহলে এখানে শতাব্দী কোড পেলাম-৩
উদাহরন ২- ধরুন সালটি হল ১৬২৫CE, তাহলে শেষের দুটি অংক বাদ দিলে থাকে ১৬।  একে ১৮ হতে বিয়োগ করলে বিয়োগফল পাওয়া গেল ২।  তাহলে ২ Mod ৭= ২ তাহলে এখানে শতাব্দী কোড পাওয়া গেল ২

এখন আইনস্টাইন এর জন্ম সাল ১৮৯৭ বিবেচনায় আনলে এর শতাব্দীকোড হয় ২, কারন উপরের চার্টে ১৮৯৭ সাল গ্রিগোরিয়ান (Gregorian) তারিখের মধ্যে পড়ে।

লীপ-ইয়ার(Leap Year)কোড: 

আপনাকে আর একটি জিনিস বা বিবেচনায় রাখতে হবে যখন আপনি লীপ-ইয়ার বা অধিবর্ষ নিয়ে কাজ করবেন।  ‍যদি তারিখটি লীপ-ইয়ার অধিবর্ষের জানুয়ারী ও ফেব্রুয়ারী মাস হয় তবে আপনাকে মোট হিসেবে মধ্যে থেকে ১ বাদ দিতে হবে। 

গ্রীগোরিয়ান ক্যালেন্ডারে অধিবর্ষ-

আপনি যদি একটি গ্রীগরিয়ান বর্ষকে ৪ দ্বার ভাগ করেন এবং তা যদি নিঃশেষে বিভাজ্য হয় তবে তা অধিবর্ষ, যদি তা ১০০ দ্বারা বিভাজ্য না হয়।   কিন্তু যদি তা ৪০০ দ্বারা বিভাজ্য হয় তবে তা অবশ্যই অধিবর্ষ।
১৯৯২ সালটি ৪ দ্বারা বিভাজ্য তাই এটি অধিবর্ষ।
১৯০০ সালটি ১০০ দ্বারা বিভাজ্য তাই এটি অধিবর্ষ নয়।
২০০০ সালটি ৪০০ দ্বারা বিভাজ্য তাই এটি অধিবর্ষ। 

জুলিয়ান অধিবর্ষ-

কোন জুলিয়ান শতাব্দীর সালকে ৪ দ্বারা বিভাজ্য হলে তা অবশ্যই অধিবর্ষ হবে।
আইনস্টাইন এর জন্মসাল ১৮৯৭ সাল এটি কোন অধিবর্ষ নয় তাই এটি এই হিসাবের আওতায় পড়বেনা।  

দিন বা বার বের করার চুড়ান্ত কৌশল!

এবার আমরা মুল ফর্মুলায় ফিরে যাব-

(বছরের কোড+ মাসের কোড+শতাব্দী কোড+ তারিখের সংখ্যা- অধিবর্ষ কোড)- মোড ৭

উদাহরন হিসেবে আমরা আইনস্টাইন এর জন্ম তারিখ ১৮৯৭ সালের ১৪ ই মার্চ তারিখ কি বার ছিল তা বের করব-
এখানে,
  • বছরের কোড- ২
  • মাসের কোড-৩
  • শতাব্দী কোড-২
  • তারিখ- ১৪ ই মার্চ অর্থাৎ ১৪
  • লিপ-ইয়ার- ০
তাই- উপরের সুত্র প্রয়োগ করলে- (২+৩+২+১৪) Mod ৭= ০
এখন ফলাফলটি নীচের বারগুলোর সাথে মেলান আপনি সপ্তাহের নাম পেয়ে যাবেন-
  • ০ = রবিবার
  • ১ = সোমবার
  • ২ = মঙ্গলবার
  • ৩ = বুধবার
  • ৪ = বৃহষ্পতিবার
  • ৫ = শুক্র বার
  • ৬ = শনি বার
তাহলে আমরা পেলাম আইনস্টাইন রবিবারে জন্মেছিলেন।  এভাবে আপনি যে কোন সনের সপ্তাহের দিনের নাম বলে দিতে পারবেন।
তো আজ এই পর্যন্তই আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তবে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি সাধ্যমত চেষ্টা করব।
এরকম আরও কিছু সটকার্ট মেথড জানতে মেন্টাল উইকি নামের এই বইটি পড়তে পারেন।

1 comment:

Rahamat Ali said...

এত বড় জিনিস কিভাবে অায়ত্ত করব

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages