অনলাইনে এইচএসসি(HSC) পরীক্ষা ২০১৬-র ফলাফল ও মোবাইলে যে ভাবে ফলাফল পাবেন! আপনার ফলাফল জানুন এখানেই । - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

অনলাইনে এইচএসসি(HSC) পরীক্ষা ২০১৬-র ফলাফল ও মোবাইলে যে ভাবে ফলাফল পাবেন! আপনার ফলাফল জানুন এখানেই ।

অনলাইনে এইচএসসি(HSC) পরীক্ষা ২০১৬-র ফলাফল ও মোবাইলে যে ভাবে ফলাফল পাবেন! আপনার ফলাফল জানুন এখানেই ।

Share This
সকল প্রতিক্ষার প্রহর পেরিয়ে আজ প্রকাশিত হতে যাচ্ছে এই্চ এসসি পরীক্ষার ফলাফল।  এই পরীক্ষার ফলাফল জানার জন্য আমরা কত জায়গায় না সন্ধান চালাই।  ইনফোটেক পরিবারের সম্মানিত সকল শুভানুধ্যায়ী ও সদস্য সহ সকলে আজ এই পেজে ফলাফল দেখতে পাবেন।   ফলাফল দেখতে নীচে প্রথমে পরিক্ষা সিলেক্ট করুন।  এরপর আপনার পরিক্ষার সন সিলেক্ট করুন অর্থাৎ ২০১৬ নির্বাচন করুন।  সাল নির্বাচন করার পর যথাক্রমে আপনার শিক্ষাবোর্ড, রোল নং, রেজিস্ট্রেশন নং এবং সবশেষে নিচের মত একটি ক্যাপচা কোড পুরন করে Submit বাটনে ক্লিক করুন।  পেয়ে যাবেন আপনার কাঙ্খিত সোনার হরিণ।


এবার আসুন কিভাবে মোবাইলের মেসেজ অপশন হতে আপনি আপনার কাঙ্খিত ফলাফল পাবেন সে সম্পর্কে জানি।

মোবাইলেই পান এইচ.এস.সি পরীক্ষার ফলাফল: 

প্রতিবারের মতো এবারেও মোবাইল এসএমএস মাধ্যমে পাবেন এইচএসসি রেজাল্ট ২০১৬।  চলুন জেনে নেয়া যাক কিভাবে এইচএসসি রেজাল্ট ২০১৬ দেখা যাবে মোবাইল এসএমএস মাধ্যমে।

৮টি সাধারণ শিক্ষা বোর্ডর এইচএসসি পরীক্ষার্থীদের জন্যঃ 

প্রথমেই আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HSC <স্পেস> আপনার শিক্ষা বোর্ডের প্রথম তিনটি অক্ষর ইংরেজীতে <স্পেস> রোল নম্বর <স্পেস> 2016 আর মেসেজটি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।  সকল মোবাইল অপারেটরের ক্ষেত্রেই প্রযোজ্য।  ফিরতি মেসেজে পেয়ে যাবেন আপনার এইচএসসি ফলাফল।  মেসেজের উদাহরনঃ HSC DIN 814580 2016

আলিম পরীক্ষার্থীদের জন্যঃ

প্রথমেই আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন Alim <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> 2016 আর মেসেজটি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।  সকল মোবাইল অপারেটরের ক্ষেত্রেই প্রযোজ্য।  ফিরতি মেসেজে পেয়ে যাবেন আপনার এইচএসসি ফলাফল। মেসেজের উদাহরনঃ Alim MAD 814580 2016

টেকনিকাল বোর্ডের পরীক্ষার্থীদের জন্যঃ

প্রথমেই আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HSC <স্পেস> TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> 2016 আর মেসেজটি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।  সকল মোবাইল অপারেটরের ক্ষেত্রেই প্রযোজ্য। ফিরতি মেসেজে পেয়ে যাবেন আপনার এইচএসসি ফলাফল।  মেসেজের উদাহরনঃ HSC TEC 814580 

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages