যেমন ধরুন, বর্তমান সময়ের ক্রেজ পিটিসি সাইট TrafficMonsoon এর কথাই বলি, তাদের হাই ভ্যালূড (high valued $0.01, $0.02) Ads, হাই ভ্যালূড Ad Pack, ইনস্ট্যান্ট পেমেন্ট, পে-পাল ও পায়জার মত মাল্টি পেমেন্ট সিস্টেমের কারনে বর্তমান সময়ের আর দশটা পিটিসি সাইটকে পেছনে ফেলে অতি অল্প সময়েই এই সাইটটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু কিছু দিন যেতে না যেতেই পে-পাল এই সাইটটির পেমেন্ট আটকে দেয়। দেবেই না বা কেন, TrafficMonsoon মালিক তিনি এর পুর্বে দুটি পিটিসি সাইটের মালিক ছিলেন, হাজার সদস্যকে পথে বসিয়ে এই ২ টি সাই্টই স্ক্যাম করে। স্ক্যামের এই মহানায়ক ও নতুন সৃষ্ট TrafficMonsoon প্রতিষ্ঠানটি একারনেই কিছুটা বিপাকে পড়ে যায়, সাইট আপগ্রেডেশেন ও নিজস্ব পেমেন্ট কার্ড চালু করার নামে তারা বেশ কিছুদিন এড দেওয়া বন্ধ রাখে। কিছুদিন বিরতি দিয়ে আবার সাইটিটি ফিরে আসে অনলাইনে কিন্তু এর সিকিউরিটি সিস্টেমে বাগ(Bug) থেকেই যায়, ফলে এর ত্রুটি সম্পর্কে ইউজাররা ওয়াকিবহাল হয়ে যায়। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে একজন ইইজার একই কম্পিউটারে একাধিক( ২০-২৫ টি) একাউন্ট খুলে কাজ করে। আর শুধু মাত্র এড দেখেই একজন ইউজার এখানে দিনে ৩০-৩৫ ডলার ইনকাম করে। ফলে উচ্চ মুল্য দিয়ে তাদের এড প্যাক কেনা কমে যায়। সাইটটি বর্তমানে অার্থিক সংকটে পড়ে আবার তাদের এড দেওয়া বন্ধরাখে তবে ১০-১২ দিন অন্তর অন্তর ২-৩ দিন ধরে এড দেয়। আর এভাবে চলতে থাকলে কোম্পানীটি কম্প্লিট সাট ডাউনে চলে যাবে নিশ্চিত। অার না হয় ধরেই নিলাম সা্ট ডা্উন হলনা, তারা তাদের সাইটের বাগ ফিক্স করল এর ফলে কি হবে, হাজারও ইউজার তাদের অবৈধভাবে একাধিক একাউন্ট খোলার দায়ে ব্যান খাবে বা তাদর একাউন্ট সাসপেন্ড হবে। এর থেকে স্ক্যাম করাই লাভ বেশি কারন এর মালিকের তো এটাই স্বভাব। যাই হোক অনেক বক বক করে ফেললাম। আবার ফিরে আসি Neobux এর কথায়।
এই সাইটি ২০০৭ সাল হতে অনলাইন মার্কেটে রাজত্ব করে আসছে, সফলতার সাথে এর হাজার হাজার ইউজারকে কোন রকম সমস্যা ছাড়াই পেমেন্ট করে আসছে। এর সিকিউরিটি সিস্টেম এতটাই টাইট যে, এক কম্পিউটার হতে দুইটি একাউন্ট খোলা তো দুরের কথা একই কম্পিউটার হতে দইটি একাউন্ট অপারেট করলে দুটি একাউন্টই একসাথে বাতিল হবে। তাছাড়া এদের মাল্টি পেমেন্ট সিস্টেম এদেরকে আর দশটা পিটিসি সাইট হতে আলাদা করেছে। আর একারনে এই সাইটটিকে King of PTC sites বলা হয়। যাই হোক এবার মুল আলোচনাই ফিরে আসি-
Neobux Rented Referral Management:
- আপনি এই কোম্পানীর একটি ইউনিক রেফারেল লিংক পাবেন যেটি একান্তই আপনার যা দিয়ে আপনি আপনার বন্ধ-বান্ধব সহ অন্যদের এই সাইটে রেজিস্ট্রেশন করাতে পারবেন এবং তাদের আয়ের একটি অংশ আপনি পাবেন। এরাই আপনার ডাইরেক্ট রেফারেল।
- আপনার আয় করা ৬০ সেন্ট দিয়ে আপনি ৩ জন্য রেফারেলকে ভাড়া করতে পারবেন। তারা আপনার হয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করবে। এরাই হল আপনার রেন্টেড(Rented Referral)
- প্রতিদিন প্রায় একই সময় আপনার নিওবাক্সের হলুদ বা কমলা রঙের এডগুলো দেখুন।
- প্রতিদিন সবগুলো এডস দেখুন তা না হলে বা দেরী হলে আপনি রেফারেল দের নিকট হতে কোন আয় আদার করতে পারবেন না।
- যখন আপনি ২ ডলার আয় করবেন, তখন আপনার ৫ জনের একটি রেফারেল প্যাক কিনুন যার মুল্য ১ ডলার। বাকি ১ ডলার এই রেফারেল গুলোকে ম্যানেজ করার জন্য রাখুন। Neobux রেফারেলগুলো সাধারনত সকাল 05.00 am এবং 05.00 pm EST (server time). যখনই আপনি নতুন রেফারেল কিনবেন তখন আপনার ব্যালান্সে কিছু অতিরিক্ত ডলার রেখে দিন। কারন রেফারেল কিনলেই সব শেষ হল না আপনার কেনা রেফারেলগুলো সব সময় একটিভ নাও থাকতে পারে বা তাদের মেয়াদ শেষ হতে পারে সেক্ষেত্রে এগুলোকে Renew, Recycle এবং আরও অনেক কাজে এই অতিরিক্ত ডলার আপনার দরকার হবে। কখনোই একসাথে অনেকগুলো রেফারেল কিনবেন না কারন পরবর্তীতে এগুলোকে ম্যানেজ করা আপনার জন্য কঠিন হযে পড়বে। তাই অল্প অল্প করে রেফারেল কিনুন আর তাদের গতিবিধি বুঝে এগুলোকে ম্যানেজ করুন। কারন নতুন করে রেফার কেনার থেকে বিদ্যমান রেফারগুলোকে ম্যানেজ করা খরচ অনেক কম। আর এতে আপনি সবগুলো একটিভ রেফারেল পাবেন। যখন দেখবেন আপনার কেনা রেফারেল গুলোর সবগুলোই প্রায় একটিভ তখনই কেবল নতুন করে রেফার কিনুন। তা না হলে দেখবেন আপনার কেনা রেফারেলগুলোর বেশির ভাগই ইন-একটিভ থেকে যাবে। এতে করে রেফা্র হতে আয়ের শতভাগ আপনি আদায় করতে পারবেন।
- Autopay ফাংশন On/Enabled করে রাখুন কারন যখন এই ফাংশনটি অন থাকবে তখন যে রেফার গুলো ক্লিক করবে অর্থাৎ এক্টিভ থাকবে তাদেরই কেবল পরের দিনের জন্য পে করা হবে। যারা কোন ক্লিক করবে না
তাদের জন্য আপনাকে কোন খরচ দিতে হবে না। আবার ৩০ ক্লিক দিবসে আপনি ১০% ভাগ ডিসকাউন্ট পাবেন। যদিও ৯০ দিনের জন্য রিনিউ (Renew) ডিসকাউন্ট ২০% তবুও যেহেতু রেফারেল কেনার প্রথম দিনগুলোতে আপনার অনেকগুলো রেফারেল থাকতে পারে যাদের সম্পর্কে আপনি হয়তবা কোন সিদ্ধান্তই নেননি। এগুলোর মধ্যে অনেক রেফার ইনএকটিভ থাকতে পারে যাদের আপনি স্বভাবত একটিভ রেফার পাওয়ার জন্য Recycle করেছেন, তাই এক্ষেত্রে আমার পরামর্শ হল আপনার Autopay ফাংশন অন রাখুন।পরবর্তীতে আপনার কেনা রেফারুগুলো যখন যথেষ্ট পরোনো হবে এবং তারা নিয়মিত ক্লিক করবে তখন সুয়োগ বুঝে Autopay অফ করুন, নচেৎ নয়। - Recycle প্রক্রিয়া: রেফারেল কেনার দিন হতে প্রতি সাতদিনের একটিদিন আপনার রেফারেল গুলোকে রিসাইকেল করার জন্য গভীরভাবে পর্যবেক্ষণ করুন। দেখুন যে সকল রেফারেলগুলোর সাতদিনে গড়ে ক্লিক ২.০ বা তার নিচে তাদের রিসাইকেল করার জন্য বেছে নিন। এই সিলেকশন গুলোর মধ্যে যে রেফারগুলোর ক্লিক ০ বা তার কিছু উপরে সেগুলোকে আগের রিসাইকেল করুন। আর যে গুলোর গড় ক্লিক ২.০ তার উপরে তাদের উপরে সতর্ক দৃষ্টি রাখুন।
A. There are the excellent clickers: A good and hard-working user who religiously never misses a day of clicking. These are hard to find, especially when they have no referrals to work for.
B. There are the once-upon-a-time clickers: We can easily divide these in two groups: The ones that click every other day (either because they click twice in a day or because they share an account) and the ones that click half (or about) the minimum advertisements available (also account sharing takes place as many daily normal activities people have with friends and family).
C. There are the never-never clickers: These are the funny ones. They register but either never login or login but never click. These mostly come from referral's exchange and are here just to look at the funny pretty colors.
D. There are click-and-got-tired clickers: These ones click on the first day(s) and then, all of the sudden, they get tired. Usually, it's not a wrist strain or a non working mouse but the deception of seeing only 1 cent per click. Daddy always gives them more as an allowance.
E. There are the I-got-my-wife/mother-in-law/dog/boss on my back ones: These are the folks you see in the street rushing to work in the morning and getting home late at night. They do try to click but fail sometimes because there's something else more important to do.
F. There are the crazy ones: These are classified as miscellaneous behavior individuals... you never know what they'll do next.”
এগুলো সিলেক্ট করার পর নিচে একটি ড্রপ-ডাউন ল্সিট অপশন দেখতে পাবেন। সেখান থেকে নিচের মত করে “I wan to change the color of the flag" অপশনটিতি ক্লিক করুন।
লাল ব্যাকগ্রাউন্ড যুক্ত রেফারেলগুলোকে Red Flag দ্বারা চিহ্নিত করুন। হলুদ ব্যাকগ্রাউন্ডযুক্ত রেফারেলগুলোকে Orange Flag দ্বারা চিহ্নিত করুন। সারির শুরুর দিকে Flag এর উপর ক্লিক করে আপনি একজন বিশেষ রেফারেলকে বিশেষ বিশেষ রঙের Flag দ্বারা চিহ্নিত করতে পারবেন।
নিচের পদ্ধতি ব্যাবহার করে আমরা সকল রেফারেলকে Flag দ্বারা চিহ্নিত করব। যেমন-
Red flag = avg < 1.6
Orange Flag = 1.6 -- 1.7
Yellow Flag = 1.7 -- 1.8
Green Falg= 1.8 --1.9
Blue Flag= 1.9 -- 2.0
No comments:
Post a Comment