অনেক জল্পনা-কল্পনার অবসান শেষে প্রাথমিকে পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষা এবছর থেকেই বাতিলের সিদ্ধান্ত! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

অনেক জল্পনা-কল্পনার অবসান শেষে প্রাথমিকে পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষা এবছর থেকেই বাতিলের সিদ্ধান্ত!

অনেক জল্পনা-কল্পনার অবসান শেষে প্রাথমিকে পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষা এবছর থেকেই বাতিলের সিদ্ধান্ত!

Share This
অবশেষে চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সরকারের উচ্চ মহলের ইঙ্গিত পেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সোমবার (২০জুন) এ সিদ্ধান্ত নেয়। আনুষ্ঠানিক ও চূড়ান্ত ঘোষণার জন্য গণশিক্ষা মন্ত্রণালয় তাদের এ সিদ্ধান্ত মন্ত্রীসভায় পাঠাবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল মন্ত্রিসভায়।
 
 
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘এ বছর থেকেই পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে না।’
গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হুমায়ূন খালিদ বলেন, আজ (সোমবার) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান তাঁকে বলেছেন এ বছর থেকে সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার জন্য যেন মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানো হয়।
এর আগে সরকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এ পরীক্ষাটি ২০১৭ সাল থেকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল। পরে অভিভাবক ও শিক্ষাবিদদের দাবির মুখে চলতি বছরেই এ পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, ইতিমধ্যে সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করেছে।
গত ১৮ মে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করে সরকার। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী বছর থেকে অষ্টম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল।

কিন্তু গত কিছুদিন ধরে এ বছর থেকেই পঞ্চম শ্রেণি থেকে সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন অভিভাবকেরা। পাশাপাশি একই বিষয়ে আদালতে একটি রিটও করা হয়েছে।


 
 
 
সেখানে কেন এ বছর থেকে এ পরীক্ষা বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এমন প্রেক্ষাপটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্ত নিল।

তখন তিনি আরও বলেছিলেন, যেহেতু মন্ত্রিসভার সিদ্ধান্তে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু হওয়ায় তা বিলুপ্তের চূড়ান্ত সিদ্ধান্তও মন্ত্রিসভা থেকেই নেওয়া হবে।

প্রাথমিক সমাপনী পরীক্ষা চালুর পর ক্ষুদে শিশুদের এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মুখে ঠেলে দেওয়ায় তা নিয়ে শিক্ষাবিদদের অনেকে আপত্তি জানিয়ে আসছিলেন। অভিভাবক সংগঠনের পক্ষ থেকেও তা বাতিলের দাবি জানানো হচ্ছে।

জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে গত ১৮ মে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে সরকার।

প্রাথমিকের আওতা সম্প্রসারণের কথা তুলে ধরে ফিজার বলেন, “সবার বিবেচনায় এটা আসবে যে, প্রাথমিক সমাপনী পরীক্ষা একটাই থাকার কথা। আমরাও সেই বিবেচনা করব, প্রাথমিক সমাপনী একটাই হবে।

 
“প্রাথমিক সমাপনী পরীক্ষার (অষ্টম শ্রেণির) নাম কী হবে, সেটা সরকারের বিবেচনার জন্য মন্ত্রণালয় মতামত পাঠাবে। পিএসসি বা অন্য নামে হতে পারে, এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, শিগগিরই এসব বিষয়ে মতামত মন্ত্রিসভায় পাঠানো হবে।”

মন্ত্রিসভার সিদ্ধান্তে ২০০৯ সালে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রচলন শুরু হয়। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় জেএসসি পরীক্ষা।তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করায় এ বছর থেকেই পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে না তবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আগের নিয়মেই হবে বলে জানা গেছে। ইতিমধ্যে সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করেছে। জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে গত ১৮ মে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে সরকার।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages