পিটিস সাইট হতে অনলাইন আয় করার পুর্নাঙ্গ গাইড লাইন : পর্ব-২ - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

পিটিস সাইট হতে অনলাইন আয় করার পুর্নাঙ্গ গাইড লাইন : পর্ব-২

পিটিস সাইট হতে অনলাইন আয় করার পুর্নাঙ্গ গাইড লাইন : পর্ব-২

Share This
সকলকে ইনফোটেক লাইফ.কম এর পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা। আশা করি সকলে ভাল আছেন। প্রথম পর্বে আমরা আলোচনা করে ছিলাম অনলাইনে আয় সম্পর্কে। না পড়ে থাকলে পড়ে আসুন নিচের লিংকে ক্লি করে।
 অনলাইন আয়ের এ পথ সে পথ, আপনি কোন পথে যাবেন? : পর্ব-১
নাতিদীর্ঘ আলোচনায আমি আপনাদের কিছু তথ্য দিয়ে ছিলাম, সেখানে ছিল ফ্রি-ল্যান্সিং কি? ফ্রি-ল্যান্সিং করতে কি কি থাকা দরকার। আমার আলোচনার একটি উল্লেখ যোগ্য জুড়ে ছিল অনলাইনের আয় করা টাকা কিভাবে উত্তোলন করতে পারি। এ বিষয়ের অবতারনা করতে গিয়ে বিভিন্ন পেমেন্ট সিস্টেম যেমন পেপাল, পেওনিয়ার, পায়জা ইত্যাদি নিয়ে আমি আলোচনা করেছিলাম।  আমি উক্ত পেমেন্ট সিস্টেম গুলোতে আপনার রেজিস্ট্রেশন করতে বলে ছিলাম আশা করি আপনারা আমার কথামত কাজ করেছেন। কারন আমি আপনাদের অনলাইন আয় কিভাবে করা যায় তা ধাপে ধাপে শেখাবো বলেছিলাম। তাই আমি ধরে নিলাম আপনি প্রথম পর্বটি ভালভাবে পড়েছেন সে অনুযায়ী কাজ করেছেন। 


অনলাইনে কোন প্রকার কাজের পুর্ব অভিজ্ঞতা ছাড়াই কিভাবে আপনি আয় করতে পারবেন সেই বিষয়ের আলোচনা করতে গিয়ে আমি PTC(Paid to Click) সাইটের কথা বলেছিলাম। যেখানে আপনার কাজ হবে শুধু মাত্র এড(Ads) দেখে আয় করা। অনলাইনে আপনি প্রচুর PTC সাইট পাবেন যার ৯০ শতাংশই ভুয়া। এই সাইটগুলোর সমস্যা হল এরা ঠিকমত, পেমেন্ট দেয়না, দুদিন যেতে না যেতে স্ক্যাম করে। অনেকে আবার পিটিসি সাইটের কথা শুনে নাকঁ সিটকাতে পারেন। আমি বলব অনলাইনে স্থায়ী ইনকামের উপায় বের করার আগে এই কাজটি হতে পারে আপনার একটি বড় সহায়। কারন অনলাইনে প্রথমে যখন কেউ আসে তখন কাজ শিখে আসেন না, এসে শিখেন। তাই আমি বলব অনলাইন আয়ের প্রাথমিক ধাপ হল পিটিসি সাইট। আমি এমন অনেকজনকে চিনি যারা অনলাইনে আয়ের  অন্য সব  রাস্তায় না গিয়ে কেবল এই পিটিসি সাইটকে তাদের আয়ের একমাত্র অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন। এই কাজ কের লক্ষ্ লক্ষ টাকা মাসে আয় করছেন। তাই অবহেলা না করে প্রথমে পিটিসি সাইট দিয়ে শুরু করুন। আর ধৈর্য্য ও সাধনা নিয়ে সামনে এগিয়ে যান, সফলতা আসবেই। আজকের এই লেখায় আমি বেশ কিছু বিশ্বস্থ পিটিসি সাইট নিয়ে আলোচনা করব যারা অত্যন্ত বিশ্বস্ত সাইট। আপনি হয়ত বলবেন বিশ্বস্ত না ভুয়া কিভাবে বুঝব? যে সাইটগুলো দীর্ঘ দিন যাবত পেমেন্ট দিয়ে আসছে, যারা খুব পুরোনো সাইট, যাদের এ্যালেক্সা র‌্যাংকিং অত্যন্ত ভাল, একাধিক পেমেন্ট সিস্টেমে যারা পে করে তারাই অর্থাৎ সেগুলোই হল ট্রাস্টেড বা বিশ্বস্ত সাইট। আপনি অনলাইনে নতুন হলে এতসব কিছু বুঝবেন না, সেক্ষেত্রে বলব আপনি কোন বড়ভাই বা মুরব্বী( এক্ষেত্রে আমিই আপনাদের মুরব্বী হা হা হা!) ধরুন যে আপনার পরিচিত, প্রয়োজনে তার নিকট হতে হেল্প নিন। কাজে আসবে।

আজকে আমি পৃথিবীর সেরা কতকগুলো পিটিসি সাইট নিয়ে আলোচন করব যাতে আপনি চোখ বন্ধ করে কাজ করতে পারেন।  কারন এরা উপরের মানদন্ড অনুযায়ী খুবই বিশ্বস্ত সাইট। যারা কোন ঝামেলা ছাড়াই পেমেন্ট দেয়। নীচের বিশ্বস্ত সাইট গুলোর মধ্যে আমি ব্যাক্তিগত ভাবে উপরের তিনটি সাইটকে প্রথম স্থানে রাখব। তাছাড়া আপনি নিচের সাইটগুলোতেও কাজ করতে পারেন। তবে আমি বলব একাধিক পিটিসি সাইটের লোভ না করে লক্ষ্য স্থীর করে দুটি বা তিনটি পিটিসি সাইট নিয়ে কাজ করুন। আমার এই লেখায় আমি আপনাদের যে সকল পিটিসি সাইট সম্পর্কে জানাব সেগুলোকে আমি দুটি ভাগে ভাগ করে তুলে ধরব।
  • আর্নিং পিটিসি সাইট:
  • আর্নিং এন্ড ইনভেস্টমেন্ট পিটিসি সাইট
১। আর্নিং পিটিসি সাইট: এই সাইটগুলোকে আমি আনিং সাইট বলছি কারন এই সাইট গুলো থেকে আপনি যা আর্ন করবেন সাথে সাথে তা আপনার পেমেন্ট সিস্টেম অর্থাৎ পে-পাল  অথবা পাযজা তে উইথড্র করে রাখুৃন। কারন এই সাইগুলোর বৈশিষ্ট্য ও গতি প্রকৃতিই বলে দেয় যে এরা নির্ভর যোগ্যতার দিক হতে মাঝামাঝ অবস্থানে। এরা যে কদিন পেমেন্ট দিবে তা ইনস্ট্যান্ট, কিন্তু এরা যে কোন সময় স্ক্যাম অর্থাৎ সটকে পড়তে পারে। কারন এরা একেবারেই নতুন। তাছাড়া এদের অনলাইন জগতে এ্যালেক্সা র‌্যাংকিং সন্তোষ জনক নয়। এখানে আয় করে কখনো এখানেই বেশি পরিমানে বিনিয়োগ বা ইনভেস্ট করতে যাবেন না।  তাহলে আপনি নিশ্চিত ভবিষ্যত ক্ষতির সম্মুখীন হবেন। ইনভেস্ট করলেও অল্প পরিমানে করবেন এবং ম্যাচিউর হলে সঙ্গে সঙ্গে উইথড্র করে নেবেন। 

Traffimonsoon সাঁড়া জাগানো এক নাম: 

আপনারা যাঁরা অনলাইন জগতে থাকেন তারা কোন না কোন ভাবে এই সাইটটির  নাম হয়তবা শুনে থাকবেন। বর্তমানে পেমেন্ট ও এড ভ্যালূর ‍দিক হতে এরাই সেরা। এখানে আপনি প্রচুর  .01 ডলারের প্রচুর এড পাবেন। প্রায় প্রতিঘন্টায় এদের এড আপডেট হয়। প্রতি ঘন্টায় ৩০/৩৫ টা এড যা সার্ফ করলে আপনি ৩০ সেন্ট করে আর্ন করবেন। তবে ইদানিং এই সাইটটি তাদের এডের পরিমান কমিয়ে দিয়েছে। তবু ও যা দেয় তাই  যথেষ্টে। এই সাইটের বড় সুবিধা হল একই কম্পিউটার হতে একাধিক একাউন্ট খোলা যায়, যা তাদের টার্ম এন্ড পলিসির সরাসরি লংঘন। আমার পরিচিত অনেকে আছেন যাদের Trafficmonsoon এ একাধিক অর্থাৎ ১০/১১ একাউন্ট আছে। যারা প্রতিদিন এই সাইট হতে এড দেখে ১০/১৫ ডলার ইনকাম করেন। আপনি এখনই এত বড় ঝুকিতে যাবেন না, নিচের ব্যানার বা ছবির উপর ক্লিক করে আপাতত একটি একাউন্ট খুলুন। এটি আমার রেফারেল লিংক এখানে ক্লিক করে একাউন্ট করলে আমার নিকট হতে যাবতীয় হেল্প পাবেন। সাইন আপ করে এই সাইটে লগ ইন করলে  আপনিও আমার মত রেফারেল লিংক পাবেন যেটি দ্বারা আপনি আপনার বন্ধ্ ও পরিচিতজনে যারা অনলাইনে আয় করতে আগ্রহী তাদের সাইন আপ করাতে পারবেন। এবং তারা যা আয় করবেন আপনি আপনার আয় সহ তাদের আয়ের ১০০% রেফারেল কমিশন পাবেন। আসল মজা তো এখানেই। এভাবেই আপনি আস্তে আস্তে বিখ্যাত হবেন। সাইন আপ করতে এই লিংকেও ক্লিক করতে পারেন: https://trafficmonsoon.com/?ref=Amiodhara

Share Up To 110 % - 10% Affiliate Program


RevenueShareFive.com অনেক কাজের কাজী:

এই সাইটটিও ট্রাফিক মুনসুনের মত, .01 থেকে শুরু করে .015 বা .02 ডলার মুল্যের এড দেয় যা দিয়ে অতি সহজেই আপনি $১ ডলার আয় করতে পারবেন। এই এক ডলার দিয়ে এখান থেকে ৫ টি রেন্ট রেফারেল কিনুন আর নিয়মিত এড দেখতে থাকুন । দেখবেন খুব তাড়াতাড়ি আবার ১ ডলার আয় হবে এভাবে আবার ৫ টি করে রেন্ট রেফারেল কিনুন। ১০/২০ ডলার হলে তাদের শেয়ার প্যাক কিনুন, এরা মাত্র সাত দিনে ১০০% ভাগ ম্যাচুরিটি দেয়। ১০ ডলার ইনভেস্ট করলে সাতদিন পর ২০ ডলার হবে। এভাবে সাত দিন পর পায়জাতে উইথড্র দিন। নিজের আর্নিং সুরক্ষিত রাখুন। নিচে আমার রেফারেল লিংক অর্থাৎ ব্যানারে ক্রিক করে সাইন আপ/রেজিস্টার করুন। রেন্ট রেফারেল এর পাশা-পাশি আপনি ডাইরেক্ট রেফারেল ও কিনতে পারবেন। এই সাইটে লগইন করলে আপনি ও আমার মত একটি রেফারেল লিংক পাবেন যা একান্তই আপনার, এই লিংকের মাধ্যমে আপনি যদি কাউকে জয়েন করান তবে তাদের আয়ের ১০০% কমিশন আপনি পাবেন। তবে তা পেতে হলে আপনাকে অবশ্যই দিনের একটি নির্দিষ্ট সময়ে ৪ টি এড দেখতে হবে। সাইন আপ করতে এই লিংকে ক্লিক করুন: http://revenuesharefive.com/?ref=Goljar 


Clixlife.com আর একটি সাইট যা পেমেন্ট দেয় ইনস্ট্যানট:

এটিও একটি হাই পেয়িং সাইট যা হতে আপনি .008, .004, .01, .02 ডলার মুল্যমানের এড পাবেন। এখানেও আপনি রেন্ট রেফারেল ও ডাইরেক্ট রেফারেল কিনতে পারবেন যারা আপনার হয়ে আপনাকে সহায়তা করবে। তাছাড়া ফেসবুক, টইটারে আপনার রেফারেল লিংকটি শেয়ার করুন। আপনার ডাইরেক্ট রেফারেল ও বাড়বে। মিনিমাম ২ ডলার হলেই পে আউট করতে পারবেন। তো আর দেরী কেন, এখনই নিচের ব্যানারে ক্লিক করে সাইন আপ করুন এই বিখ্যাত সাইট হতে। অথবা এই লিংকে ক্লিক করে সাইন আপ করুন: http://www.clixlife.com/?ref=Goljar


উপরের সাইট গুলো নতুন বিধায় এখানে বড় ধরনের কোন বিনিয়োগ করতে যাবেন না, কারন আমার মনে হয় এই  সাইট গুলোর সিকিউরিটিতে কিছুটা গলধ আছে। কারন তারা তাদের পলিসিতে বলে একাধিক একিউন্ট খোলা যাবেনা, খুললে তা ব্যান করা হবে। কিন্তু অনেকেই আছেন যারা এই সাইটগুলোতে একাধিক কোন কোন ক্ষেত্রে ১০/১১ টি একাউন্ট খুলে কাজ করেন।  আর দিব্যি ডলারও ইনকাম করেন। তাই এগুলো স্ক্যাম করাই স্বাভাবিক।


Ad2Prosper সাম্প্রতিক কালের সাড়া জাগানো এক পিটিসি সাইট: 

এটি সাম্প্রতিক কালে বেশ আলোড়ল সৃষ্টি করেছে।  এই সাইট টি তার সদস্যদের সিম্পল কিছু কাজ করার বিনিময়ে পে করে থাকে। বিজনেস মডেল হিসাবে নেটওয়ার্ক মার্কেটিং পন্থাকে অবলম্বন করে এই সাইটটি কোন রকম পুর্ব কাজের অভিজ্ঞতা ছাড়াই একজন ব্যাক্তিকে তার অবসর সময় কাজে লাগিয়ে কিভাবে মান্থলি ইনকাম করতে তা বলে দেয়। তার মানে আপনার যত ডাউনলােইন মেম্বার অর্থাঃ রেফারেল বাড়বে তত আপনার আয় ও বাড়বে। Ad2Prosper কে PTC সাইট মনে করে ভুল করে। অবশ্য এড একবারে নেই তা নয়, তবে এতে ক্লিক করে আপনি আহা মরি কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না।  এতে সাইন আপ করলেই আপনি একটি বোনাস প্যাকেজ পাবেন যাতে রয়েছে-
  • 1 Direct referral (প্রকৃত অর্থেই একটি ডাইরেক্ট রেফারেল)
  • $5.10 Prosper Balance – এই ব্যালান্স আপনি পে-আউট করতে পারবেন না, এটি দিয়ে আপনি কেবল ডাইরেক্ট রেফারেল ক্রয়, মেম্বারশিপ আপগ্রেডেশেন এবং বিভিন্ন গেম খেলায় অংশ নিতে পারবেন।
  • $5 Advertiser Balance –আপনার পছন্দের কোন সাইটকে এই ব্যালান্স দিযে প্রমোট করতে পারবেন।
তবে এই বোনাস পেতে আপনাকে আপনার মেম্বার এরিয়া বা ড্যাসবোর্ডে প্রবেশ করে ২০ টি এড সার্ফ করতে হবে। তো আর দেরী না করে এখনই জয়েন করুন এই ওয়েব সাইটে। সাইন আপ করতে নীচের ছবির উপর ক্লিক করুন আর সেরজিস্ট্রেশন করে ফেলূন অথবা এই লিংকে ক্লিক করে সাইন আপ করুন: https://ad2prosper.com/index.php?ref=Goljar



২। আর্নিং এন্ড ইনভেস্টমেন্ট পিটিসি সাইট: যারা পিটিসি সাইটে কাজ করে প্রতি সপ্তাহে বা মাসে হাজার হাজার ডলার( নিশ্চিতভাবে একদিনে নয় ধীরে ধীরে) ইনকাম করেন তাদের সকলেই নিচের সাইট গুলোতে কাজ করেন। এই সাইট গুলো তাদের প্রতিষ্ঠাকাল হতে অদ্যবধি দীর্ঘ সুনামের সহিত পেমেন্ট দিয়ে আসছে। এদের রয়েছে পে-পাল, পায়জা, মানিবুকার, নেটলার এর মত মাল্টি-পেমেন্ট সিস্টেম। এই সাইটগুলোর এলেক্সা র‌্যাংকিং রীতিমত ইর্ষনীয়। এই সাইটগুলোতে আপনি দীর্ঘ মেয়াদী সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন চোখ বন্ধ করে। আপনি হয়তবা বলবেন, এই সাইটগুলোর এড ভ্যালূ তো একবারে কম যেমন ধরুন বেশীর ভাগ এড 0.0001 ডলার মুল্যের। আমি বলি শুধু এড সার্ফ করে আপনি এই সাইট হতে কমই আয় করতে পারবেন। এড সার্ফ সহ এদের যে, মাল্টি আর্নিং সিস্টেম বা ওয়ে রয়েছে তা ‍যদি আপনি নিয়ম মত ফলো করেন তাতে আপনি দৈনিক ১০ ডলার হতে ২০০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। যেহেতু এই সাইটগুলোতে আমার কাজ করার অভিজ্ঞতা আছে,  তাই এগুলোতে কোন কৌশল নিয়ে কাজ করলে আপনি ও সফলতা পাবেন তা নিয়ে আমি আলাদাভাবে আলোচলা করব কথা দিলাম আজ আপাতত সাইন-আপ বা রেজিস্ট্রেশ করুন আপাতত চোখ বন্ধ করে কত ইনকাম আসল তা না দেখে ১৫ দিন অর্থাৎ দু’সপ্তাহ প্রতিদিন নিয়মিত ৩০ মিনিট সময় নিযে এড দেখুন। এই সাইটগুলো আসল মজা পেতে হলে আপনাকে এই ১৫ দিন অপেক্ষা করতেই হবে। আর হ্যা ভুল করেও এই সাইটগুলোতে ডাবল বা একাধিক একাউন্ট করার চেষ্টা করবেন না। তাহলে আর জীবনেও কাজ করতে পারবেন না। সঙ্গে সঙ্গে ব্যান খাবেন। 

Neobux যাকে বলে King of All PTC sites:

উপরের শিরোনাম থেকে নিশ্চয় বুঝে গেছেন, Neobux কী? পিটিসি আর্নিং এর যতগুলো Elite বা  Legit সাইট আছে তার মধ্যে Neobux সবার উপরে। এর সারা পৃথিবী ব্যাপি এর এ্যালেক্সা র‌্যাংকিং ৪৪৯ এবং এর নিজ দেশ পুর্তগালে এদর এ্যালেক্সা র‌্যাংকিং ১১৩ তম। এই সাইটের গুনগান আমি নিজে করব না আপনি নিজেই একবার এই পোস্টটি পড়ুন আর স্বচক্ষে দেখুন। এই সাইটের আসল মজা পেতে হলে শুধু এড সার্ফিং এর নির্ভর করলে চলবেনা। আপনাকে একটি টিম গড়ে তুলতে হবে্। আর এই টিম আপনি দুভাবে গড়তে পারেন যেমন:
  • রেন্টেড রেফারেলের মাধ্যমে।
  • ডাইরেক্ট রেফারেল এর মাধ্যমে।
অবশ্য এই সাইটের আসল মজা পেতে হলে এই সাইটে রেজিস্ট্রেশনের পর হতে আপনাকে গুনে গুনে ১৫ দিন অপেক্ষা করতে হবে। এই ১৫ দিন আপনার এড দেখা ছাড়া কোন কাজ নেই্। ধৈর্য হারাবেন না এই ১৫ দিনে আপনার আয় খুবই সামান্য হবে মাত্র 0.60 ডলার বা ৬০ সেন্ট এর মত। কিন্তু এই ৬০ সেন্ট দিযেই আপনার জিবনের মোড় ঘুরবে। আপনি অনলাইন আয়ের প্রাথমিক পরীক্ষায় পাস করে মাধ্যমিকে ভর্তি হবেন। ১৫ দিন পর আপনি একটি পারসোনাল রেফারেল লিংক পাবেন, যেটি একান্তই আপনার এই লিংকের মাধ্যমে আপনি যতজন জয়েন করাতে পারবেন তারাই হবেন আপনার ডাইরেক্ট রেফারেল। তাদের আয়ের একটি অংশ আপনার আয়ের সঙ্গে যোগ হবে। আপনার আয়ের ঐ 0.60 ডলার বা 60 সেন্ট দিয়ে আপনি তিনটি রেফারেল ভাড়া করুন ১ মাসের জন্য( রেন্টেড রেফারেল)। এক মাস পর কি আমাকে আবার রেফার ভাড়া করতে হবে? সেটা আপনার মর্জি। তবে আমার পরামর্শ হল আপনাকে আর মেয়াদের চিন্তা করা লাগবেনা। রেফারেল কিনার পর Autopay সেট করেদিন, আপনার প্রতিদিনের ক্লিকের আয়ের একটা অংশ তারা স্বয়ংক্রিয় ভাবে কেটে রাখবে। আপনাকে আর রেফারেলের মেয়াদ শেষ হওয়া নিয়ে টেনশন করতে হবে। এখন আর আপনি একা নন। আপনার হয়ে আরও ৩ জন এখানে কাজ করছেন এবং তাদের আয়ের একটি অংশ আপনি পাচ্ছেন সাথে আপনার এড সাফিংএর আয়ও যোগ হচ্ছে। এভাবে এখন ১৫ দিন নয় মাত্র সাতদিনে আরও ৬০ সেন্ট আয় করবেন। তা দিয়ে আও ৩ টি রেফার কিনুন। উপরের ইনকামিং সাইট হতে আর্নিং করা কিছু ডলার যদি আপনার পায়জা, পেপালে থাকে তবে তা দিয়ে এখানে রেফার কিনুন। দেখবেন আর আপনার আয় করা তুলনামুলকভাবে সহজ হযে গেছে। তো আর দেরী কেন এখনই নীচের ব্যানার বা ছবির উপর ক্লিক করে এই বিশ্ব বিখ্যাত পিটিসি সাইটে রেজিস্টেশন করে ফেলুন আর আয় শুরু করুন আজ হতেই আপনি এই লিংকে ক্লিক করে সাইন আপ করুন: https://www.neobux.com/?r=GoIncome


Wad.ojooo.com সেরা রাশিয়ান PTC সাইট:   

Ojooo একটি রাশিয়ান পিটিসি সাইট। এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এতে খুব সহজে একাউন্ট খোলা যায় ও খুব সহজে এ্যাড দেখে আয় করা যায়। এই সাইটে প্রতিদিন ৩০ থেকে ৬০ টির বেশি এ্যাড এবং প্রতিটি এ্যাড দেখলে ০.০০১ থেকে সবোচ্চ ০.০১ প্রদান করে। একটি এ্যাড দেখতে ৫ থেকে ৬০ সেকেন্ড সময় লাগে। সময় যত বেশি প্রেমেন্ট ও তত বেশি (যেমনঃ ৫ সেকেন্ডের এ্যাডে ০.০০১, ৩০ সেকেন্ডের এ্যাডে ০.০০৫ ও ৬০ সেকেন্ডের এ্যাডে ০.০১)। এটি paypal, payza ও okpay এর মাধ্যমে Payment দেয়। Ojooo মাত্র ২ ডলার হলেই Payment দেয়। কিন্তু প্রথমে টাকা নাতুলে ধীরে ধীরে অল্প অল্প করে এখানে বিনিয়োগ করুন।  Neobux এর মত এখানেও আপনাকে টিম মেম্বার বাড়াতে হবে আয় বাড়াতে হলে। তবে Neobux এর মত আপনাকে এখানে ১৫ দিন অপেক্ষা করা লাগবেনা । সাইন আপ বা রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আপনি রেফার লিংক পাবেন সেটি মাধ্যমে আপনি আপনার বন্ধু ও পরিচিত জনকে জয়েন করাতে পারেন। এরা আপনার ডাইরেক্ট রেফারেল বলে পরিগনিত হবেন।  ডাইরেক্ট রেফারেলের পাশাপাশি Neobux এর ন্যায় রেফারেল ভাড়া করতে পারবেন। প্রতি রেফারেল 0.20 ডলার বা ২০ সেন্ট। উপরের আর্নিং সাইটগুলোতে যদি আপনি ইতি মধ্যে কাজ শুরু করে থাকেন এবং পায়জা পে-পালে যদি ২/৫ ডলার অলস পড়ে থাকে তবে তা এখানে রেন্টেড রেফারেল কিনতে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। তাতে আয়ে করা আরও সহজ তর হবে। তো আর কথা না বাড়িয়ে নিচের ব্যানার বা ছবির উপর ক্লিক করে রেজিস্ট্রেশন বা সাইন আপ করে ফেলূন  অথবা এই লিংকে ক্লিক করুন: http://wad.ojooo.com/register.php?ref=Goljar


Clixsense ফাদার অব অল PTC সাইট:

PTC সাইটগুলোর মধ্যে clixsense অন্যতম। মার্কিন মুল্লুকে বাঘা বাঘা টেলিভিশন এর এড প্রচার করে। বিশ্বাস না হলে একবার গুগুল মামাকে জিজ্ঞেস করে পেয়ে যাবেন। আপনি goole best ptc site লিখে সার্চ দিয়ে দেখতে পারেন।
এই সাইট থেকে বেশি আয় করনে যেভাবে: আপনি প্রতিদিন সকালে click করবেন 10টার আগে, মানে আজ 4/5 এর এড আগামীকাল 10টা প্রযন্ত থাকে। আপনি যদি 10টার পর যে কোনো সময় ক্লিক করেন তাহলে এড কম করে পাবেন আর সকালে করলে এক সাথে 25 থেকে 35টা এড পাবেন। এ সাইটে ছোট ছোট কিছু কাজ আছে তা করেও আয় করতে পারেন।আর হে এই সাইট থেকে মিনিমাম 8 ডলার হলেই টাকা তুলতে পারবেন। এ সাইট থেকে আপনি paypal/alertpay [ এখন AlertPay এর নাম Payza ] এবং চেকেও টাকা তুলতে পারবনে। এই সাটইটে রেজিষ্ট্রিশনকরতে কোন টাকা লাগেনা একদম ফ্রি। Clixsense এ আয় বৃ্দ্ধি করার পদ্ধতিটি হচ্ছে Referrals। আপনি যত বেশি Referrals করতে পারবেন আপনার তত বেশি আয় হবে। ১ জন রেফারেন্স করলে আপনি প্রতিদিন পাবেন তার আয় এর ১০%। এখন যদি আপনার ১০০ রেফারেন্স থাকে তাহলে আপনি পাবেন প্রতিদিন ১জন মেমবারের ১০% × ১০০ = ১০০০% আয়। তাহলে একজন যদি আয় করে মাজে ০.০৩ × ৩০ = ০.৯ সেন্ট তাহলে আপনার আয় হবে ০.৯ × ১০০০% = ৯ ডলার + আপনার মাসিক আয়। এখন আপনি যদি আরও বেশি রেফারেন্স বানাতে পারেন তাহলে আপনার আয় আরও বৃদ্ধি পাবে। এবং আপনার একাউন্ট যদি আপগ্রেড করে ফেলেন তাহলে আপনার আয় আরও বৃদ্ধি পাবে। সাইন করতে নীচের ব্যানারের উপর ক্লিক করুন অথবা এই লিংকে ক্লিক করুন: https://www.clixsense.com/?9109503

1 comment:

Unknown said...

পি টি সি

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages