Ayuwage থেকে অর্থ উপার্জনের নিয়ম! পর্ব-২ - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

Ayuwage থেকে অর্থ উপার্জনের নিয়ম! পর্ব-২

Ayuwage থেকে অর্থ উপার্জনের নিয়ম! পর্ব-২

Share This
সকলকে ইনফোটেকলাইফ.কম এর পক্ষ হতে শুভেচ্ছা। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে Ayuwage.com এ একাউন্ট খুলতে হয়। আজ আমরা আলোচনা করব কিভাবে এ সাইট হতে আয় করা যায়।  তো চলূন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি।


AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys

Ayuage.com হতে টাকা ইনকাম করার নিয়ম: 

এখানে ১০ রকমের ট্যাব আছে । যেমনঃ View ,Regular,Explore ইত্যাদি । উপরের স্কিনশর্ট দেখুন ।

আজকে আমি এই ১০ টা ট্যাব এর থেকে দুই টা ট্যাব নিয়ে আলচোনা করব । ট্যাব দুটি হচ্ছে VIEW , REGULAR

১ । View

View নাম শুনেই বুঝা যাচ্ছে যে এখানে আপনাকে এড দেখতে হবে । View দুই পাশে (ডানে এবং বামে) দুই রকমের এড দেখায় । বাম পাশের এডের মান ০.০০৩ এবং ডান পাশের এডের মান ০.০০১ । এখানে এড দেখার কিছু নিয়ম আছে ।


 

 এড ক্লিক করার পর অটোমেটিক একটা ট্যাব ওপেন হবে । নিচের চিত্রটি দেখুন-




Continue to website এর নিচে তাদের শর্ত গুলা দেওয়া আছে , ভাল করে পড়বেন এবং যা করতে বলছে তা ঠিক ভাবে করবেন। Continue to website এ ক্লিক করার পর আপনাকে একটা Blog/Website এ নিয়ে যাবে।


 এখানে আপনার কাজ হচ্ছে ওই Blog/Website এ ২০ সেকেন্ড থাকা ( Full Load) হতে দেওয়া । কাজ ঠিক মতো করলে আপনার একাউন্টে ক্রেডিট জমা হবে।

২ । Regular

View এর মতো এখানে দুই ধরনের এড দেখায় । বাম পাশের এড এর মান ০.০১৫ আর ডান পাশের এডের মান ০.০০৫ । যেহেতু View তুলনায় এখানে এডের মান বেশি সেহেতু কাজও একটু বেশি করতে হবে।

 এডে ক্লিক করলে অটোমেটিক নতুন একটি ট্যাব ওপেন হবে।


Continue to website এর নিচে তাদের শর্ত গুলা দেওয়া আছে , ভাল করে পড়বেন এবং যা করতে বলছে তা ঠিক ভাবে করবেন। Continue to website এ ক্লিক করার পর আপনাকে একটা Blog/Website এ নিয়ে যাবে।

Regular ট্যাবের কাজ করার শর্তঃ

১। বাম পাশের এডের জন্য
* ব্লগ / ওয়েভ সাইটে ১০ সেকেন্ড থাকতে হবে ।
* ব্লগ / ওয়েভ সাইটে থাকা যে কোন Google Ads ক্লিক করতে হবে
২। ডান পাশের এডের জন্য
* ব্লগ / ওয়েভ সাইটে ১০ সেকেন্ড থাকতে হবে ।
* ব্লগ / ওয়েভ সাইটে থাকা যে কোন  Link/Banner/Contents/Ads ক্লিক করতে হবে।

 সবকিছু ঠিক থাকলে আপনার একাউন্টে ক্রেডিট জমা হবে ।
কিভাবে একাউন্ট খুলতে হয় তা জানতে আমার আগের পোস্টটি দেখুন । আগের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন
আজ এ পর্যন্তই । আগামী পর্বে বাকি গুলার কাজ নিয়ে আলচোনা করবো ।
বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করুন,সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য।
সবাই ভালো থাকুন , সুস্থ থাকুন , আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
ফেইসবুকে আমি

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages