Ayuage.com হতে টাকা ইনকাম করার নিয়ম:
এখানে ১০ রকমের ট্যাব আছে । যেমনঃ View ,Regular,Explore ইত্যাদি । উপরের স্কিনশর্ট দেখুন ।আজকে আমি এই ১০ টা ট্যাব এর থেকে দুই টা ট্যাব নিয়ে আলচোনা করব । ট্যাব দুটি হচ্ছে VIEW , REGULAR
১ । View
View নাম শুনেই বুঝা যাচ্ছে যে এখানে আপনাকে এড দেখতে হবে । View দুই পাশে (ডানে এবং বামে) দুই রকমের এড দেখায় । বাম পাশের এডের মান ০.০০৩ এবং ডান পাশের এডের মান ০.০০১ । এখানে এড দেখার কিছু নিয়ম আছে ।
এড ক্লিক করার পর অটোমেটিক একটা ট্যাব ওপেন হবে । নিচের চিত্রটি দেখুন-

Continue to website এর নিচে তাদের শর্ত গুলা দেওয়া আছে , ভাল করে পড়বেন এবং যা করতে বলছে তা ঠিক ভাবে করবেন। Continue to website এ ক্লিক করার পর আপনাকে একটা Blog/Website এ নিয়ে যাবে।
২ । Regular
Continue to website এর নিচে তাদের শর্ত গুলা দেওয়া আছে , ভাল করে পড়বেন এবং যা করতে বলছে তা ঠিক ভাবে করবেন। Continue to website এ ক্লিক করার পর আপনাকে একটা Blog/Website এ নিয়ে যাবে।
Regular ট্যাবের কাজ করার শর্তঃ
১। বাম পাশের এডের জন্য* ব্লগ / ওয়েভ সাইটে ১০ সেকেন্ড থাকতে হবে ।
* ব্লগ / ওয়েভ সাইটে থাকা যে কোন Google Ads ক্লিক করতে হবে
২। ডান পাশের এডের জন্য
* ব্লগ / ওয়েভ সাইটে ১০ সেকেন্ড থাকতে হবে ।
* ব্লগ / ওয়েভ সাইটে থাকা যে কোন Link/Banner/Contents/Ads ক্লিক করতে হবে।
আজ এ পর্যন্তই । আগামী পর্বে বাকি গুলার কাজ নিয়ে আলচোনা করবো ।
বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করুন,সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য।
সবাই ভালো থাকুন , সুস্থ থাকুন , আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
ফেইসবুকে আমি
No comments:
Post a Comment