সকলকে আমার পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন! আশা করি ভাল আছেন সবােই আমি ও ভাল আছি, আর ভাল আছি বলে আবার ফিরে এলাম অনলাইনে আয় বিষয়ক ধারাবাহিক প্রকাশনা Ayuage.com এর তৃতীয় পর্ব নিয়ে। আজ আমরা জানবা বাংলাদেশ হতে যে কাজটি প্রচুর পরিমানে পাওয়া যায় সেই কাজ অর্থাৎ Explore ট্যাব নিয়ে। আর যারা এই সম্পর্কে আরও জানতে চান তারা অ্ন্যান্য ধারাবাহিক পর্ব দুটি ও পড়ে নিতে পারেন। পড়তে নিচের লিংক দুটিতে ক্লিক করুন আর পড়ে আসুন তাহলে সব কিছু বুঝতে পারবেন।
Explore ট্যাবের কাজ করার নিয়মঃ
উপরের ছবিতে দেখুন তিনটা এড একসাথে আসছে । এটি হচ্ছে মূল পেইজ। এখন এখান
থেকে আপনার ইচ্ছা মতো একটা এডে ক্লিক করুন । অটোমেটিক একটা ট্যাব ওপেন হবে ।
নিচের ছবি মতো …
Continue to Website ক্লিক করুন । আপনাকে একটা Blog/Website এ নিয়ে যাবে । নিচের ছবির মতো…
এখন এড্রেসবার থেকে Blog/Website এর URL টা কপি করে মূল ট্যাবে ফিরে এসে ১ম বক্সে পেস্ট করুন । আবার ফিরে আসুন ২য় ট্যাবে ( Blog/Website এ ) । এই সাইটের ভিতরে যে কোন একটা পোস্ট বা হোম পেইজে ক্লিক করুন । এড্রেসবার থেকে URL টা কপি করে মূল ট্যাবে ফিরে এসে ২য় বক্সে পেস্ট করুন । নিচের ছবির মত…
আবার ২য় ট্যাবে ( ব্লগ/ওয়েভ সাইটে ) ফিরে আসুন । এখন আপনাকে বলা হয়েছে Google Ads ক্লিক করতে ।
এড্রেসবার থেকে URL টা কপি করুন, মূল ট্যাবে ফিরে এসে ৩য় বক্সে পেস্ট করুন ।
এইরকম ৩টা URL হবে । এখন Submit এ ক্লিক করুন ।
সব কিছু ঠিক থাকলে ক্রেডিট আপনার একাউন্টে যোগ হয়ে যাবে ।কিভাবে একাউন্ট খুলতে হয় তা জানতে আগের পোস্টটি দেখুন । আজ এ পর্যন্তই । আগামী পর্বে Search & Special কিভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করবো ।
বুঝতে কোন সমস্যা হলে কমেন্ট করবেন । আমাকে পাবেন
ফেইসবুকে । সবাই ভালো থাকুন , সুস্থ থাকুন , আমাদের সাথে থাকুন ।
No comments:
Post a Comment