যতনে রাখিব যন্ত্র (কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা- ১০ম পর্ব) - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

যতনে রাখিব যন্ত্র (কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা- ১০ম পর্ব)

যতনে রাখিব যন্ত্র (কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা- ১০ম পর্ব)

Share This


কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভাল। পাশাপাশি আপনার শখের যন্ত্রটিও ভাল থাক এই কামনায় আজ আবারো আমি আপনাদের সামনে হাজির হলাম "যতনে রাখিব যন্ত্র" এর দশম পর্বটি নিয়ে। আজকের পর্বে আমি আলোচনা করব আপনার ব্যাবহৃত ল্যাপটপ বা মম্পিউটারটির হার্ড ডিস্ক এর পার্টিশন নিয়ে। 

আজকের বিষয়: কিভাবে Disk Partition করতে হয় 

Disk Partition হচ্ছে কম্পিউটার এর Hard Disk কে প্রয়োজনীয় ভাগে বিভক্ত করাএটা একটু সতর্কতার সাথে করা ভালো ,কারণ কোনো ভুল হলে আপনাকে নতুন করে Windows Setup দিতে হতে পারে .তাই নিচের নির্দেশনা গুলো ভালোভাবে লক্ষ্য করুন ....
Hard Disc
 i.  Computer Icon এ Mouse এর Right Button ক্লিক করে Manage অপশন চাপুন .
অথবা Start > Control Panel > System and Maintenance >Administrative Tools > Computer Management এ যেতে পারেন .(আপনাকে অবশ্যই Administrative Account থেকে log in করতে হবে ).




  ii. Disk Management এ ক্লিক করে আপনার কম্পিউটার এর যে Disk থেকে Partition করতে চাচ্ছেন সেখানে Right button ক্লিক করুন . Shrink Volume নামে একটা অপশন দেখতে পাবেন ,সেটা নির্বাচন করুন .
এই ধাপে আপনার Disk Size অনুযায়ি একটু সময় লাগতে পারে .ধৈর্য ধরে অপেক্ষা করুন.


iii. আপনি যতটুকু জায়গা নিয়ে Partition করতে চাচ্ছেন তা নির্ধারণ করে Shrink চাপুন .এক্ষেত্রে মনে রাখবেন 1024 MB = 1 GB .
উদাহরণ স্বরূপ আমি 1024 MB অর্থাৎ 1 GB Disk Size নির্বাচন করলাম .


iv. দেখা যাবে নতুন একটা Part আপনার দেয়া Size অনুযায়ি চলে এসেছে .এখন সেখানে Mouse এর Right Button ক্লিক করে New Simple Volume নির্বাচন করুন .

v. একটি Wizard চলে আসবে ,Next বাটনে ক্লিক করুন .

vi. Volume size নির্ধারণ করে Next চাপুন. 1024 MB = 1 GB .

vii. যেকোনো একটি Drive Letter নির্বাচন করুন . আপনি Letter না চাইলে Do not assign a drive letter নির্বাচন করতে পারেন .তারপর Next চাপুন .

viii. Format this volume with the following setting নির্বাচন করে Volume এর নাম লিখে Perform a quick format এ টিক দিন .আবারও Next চাপুন .

ix. Partition নিশ্চিত করার জন্য Finish চাপুন .

x. Disk Partition সম্পন্ন হয়ে গেছে এবং এটা দেখতে নিচের Screen Shot এর মতো হবে .

উপরে প্রদত্ত পদ্ধতিতে আপনি সহজেই আপনার Hard Disk- টিকে ভিবিন্ন ভাগে বিভক্ত করতে পারবেন। তারপরও যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানালে যথাসাধ্য সমাধান দেয়ার চেষ্টা করব।

এছাড়া আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন  ফেসবুকে আমি

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages