iii. আপনি যতটুকু জায়গা নিয়ে Partition করতে চাচ্ছেন তা নির্ধারণ করে Shrink চাপুন .এক্ষেত্রে মনে রাখবেন 1024 MB = 1 GB .
উদাহরণ স্বরূপ আমি 1024 MB অর্থাৎ 1 GB Disk Size নির্বাচন করলাম .
iv. দেখা যাবে নতুন একটা Part আপনার দেয়া Size অনুযায়ি চলে এসেছে .এখন সেখানে Mouse এর Right Button ক্লিক করে New Simple Volume নির্বাচন করুন .
v. একটি Wizard চলে আসবে ,Next বাটনে ক্লিক করুন .
vi. Volume size নির্ধারণ করে Next চাপুন. 1024 MB = 1 GB .
vii. যেকোনো একটি Drive Letter নির্বাচন করুন . আপনি Letter না চাইলে Do not assign a drive letter নির্বাচন করতে পারেন .তারপর Next চাপুন .
viii. Format this volume with the following setting নির্বাচন করে Volume এর নাম লিখে Perform a quick format এ টিক দিন .আবারও Next চাপুন .
ix. Partition নিশ্চিত করার জন্য Finish চাপুন .
x. Disk Partition সম্পন্ন হয়ে গেছে এবং এটা দেখতে নিচের Screen Shot এর মতো হবে .
উপরে প্রদত্ত পদ্ধতিতে আপনি সহজেই আপনার Hard Disk- টিকে ভিবিন্ন ভাগে বিভক্ত করতে পারবেন। তারপরও যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানালে যথাসাধ্য সমাধান দেয়ার চেষ্টা করব।
এছাড়া আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি
No comments:
Post a Comment