২০১৬ সালের প্রাথমিক বিদ্যালয়ের সকল পাঠ্য পুস্তক ! এক্ষণই সংগ্রহে রাখুন। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

২০১৬ সালের প্রাথমিক বিদ্যালয়ের সকল পাঠ্য পুস্তক ! এক্ষণই সংগ্রহে রাখুন।

২০১৬ সালের প্রাথমিক বিদ্যালয়ের সকল পাঠ্য পুস্তক ! এক্ষণই সংগ্রহে রাখুন।

Share This
মোঃ সাদমান সাহেবে পেশায় একজন প্রাথমিক স্কুল শিক্ষক। তিনি শিক্ষকতার পাশা-পাশি প্রযুক্তিমনা একজন মানুষ। তাই তার কাগজে ছাপানো বইয়ের পাশা-পাশি বইগুলোর ভারচ্যূয়াল কপি বা সফট কপিও প্রয়োজন যেন তিনি তার প্রয়োজনে সেগুলো কম্পিউটার বা ল্যাপটপে সংরক্ষণ করতে পারেন যাতে প্রয়োজনে তিনি সেগুলো দিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ডিজিটাল পন্থায়(Digitally) শিক্ষা দিতে পারেন । কিন্তু বিপত্তি সেইখানেই। বইগুলো তিনি কোথায় পাবেন। কিভাবে সংগ্রহ করবেন।? এমন হাজারো সাদমান সাহেবদের মত প্রযুক্তিমণা শিক্ষক ও কোমল মতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে ইনফোটেকলাইফ এবার আপনাদের সামনে হাজির হল প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও কোমল মতি শিশুদের জন্য অতিব প্রয়োজনীয় প্রাথমিকের ২০১৬ সালের জন্য প্রকাশিত সকল বইয়ের সফট কপি নিয়ে।
Primary Textbooks for 2016
বইগুলোর ডিজাইন ও কন্টে কিছুটা রদবদল হয়েছে। তাই অনেক শিক্ষক হয়ত বা এটি  অনেক সময় ধরে খুজ-ছিলেন। বইগলোর ঝকঝকে ছাপা আকষর্নীয় কভার পেইজ আপানাদের সকলের নজর কাড়বে বলে আমার দৃঢ় বিশ্বাস। আর সেই বিশ্বাস হতে আজ আপনাদের জন্য এই বইগুলো সংগ্রহ করে দিলাম। ভাল লাগলে কমেন্ট করতে কার্পন্য করবেন না। আপনাদের মন্তব্য পেলে আমি অনুপ্রেরণা পাব। কারো কোন বই বা অন্য সফটওয়ার লাগলে নীচের কমেন্ট বক্সে মাধ্যমে আমাদের জানান। ইনফোটেকলাইফ সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে।

২০১৬ সালের জন্য শিশু শ্রেনী হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত সকল পাঠ্য বই সমুহ

শিুশু শ্রেনী
প্রথম শ্রেনী
দ্বিতীয় শ্রেনী
তৃতীয় শ্রেনী
চতুর্থ শ্রেনী
পঞ্চম শ্রেনী
বাংলা বই
গনিত বই
ইংরেজী বই
বইগুলো পিডিএফ ডকুমেন্ট  এবং ভাইরাস প্রটেক্টেড করার জন্য রার(Win Rar) ফাইলে কম্প্রেস করে আপলোড করা, তাই এটি খুলতে প্রথমে আপনাকে Win Rar নামক সফটওয়ায়র টি নামিয়ে নিতে হবে। নামাতে এই খানে ক্লিক করুন। ডাউনলোড শেষে ইনস্টল দিন। আপনার কম্পিউটার বা ল্যাপটপে  Adobe reader না থাকলে এক্ষুনি নামিয়ে নিন এখান হতে নামিয়ে নিন। কেন না পিডিএফ ফাইল পড়তে এটি খুবই কাজের একটি সফটওয়্যার।  সবাইকে ধন্যবাদ। ভাল থাকবেন।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages