সকলকে ইনফোটেকলাইফ.কমএর পক্ষ হতে জানাই একরাশ শুভেচ্ছা। আশা করি ভাল আছেন সবাই। পেশা গত প্রয়োজনে ও ব্যস্ততা থাকায় বেশ কিছুদিন হল ব্লগে নিয়মিত হতে পারিনি। তাই বলে আপনাদের সাথে আমার যে সম্পর্ক তাতে ছেদ পড়েনি একটু্ও। আপনারাই আমার সব, পাঠক না থাকলে একজন রাইটারের স্বার্থকতা কোথায় বলেন। তাই আপনাদের মাঝে আবার ফিরে আসলাম অবিকল সেই আমি।
বর্তমান যুগটাই সকলে এখন এন্ড্রয়েড জ্বরে আক্রান্ত। আবাল বৃদ্ধ-বনিতা কার হাতে নেই এই মহা মোহনীয় এই ডিভাইসটা! আসলেই তাই, আমরা সকলেই এখন এই যন্ত্রটার প্রেমে পড়ে গেছি। আরও প্রেম পড়ে যাবেন যখন জানবেন এই যন্ত্রটিকে আপনি টিভি রিমোট হিসাবে ইউজ করতে পারবেন। তাও আবার যেন তেন রিমোট নয়। এটি দিয়ে আপনার আশে যে কোন ব্রান্ডের টিভি বা টেলিভিশন নিজের মত করে নিয়ন্ত্র করতে পারবেন। একটি উদাহরন দিলে ব্যাপারটি বুঝতে পারবেন। ধরুন আপনি আপনার কোন বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছেন। বন্ধরা তাদের পছন্দমত কোন চ্যানেল দেখছে। আপনি হঠাৎ আপনার এন্ড্রয়েড ফোনটা দিয়ে টিভিটা বন্ধ বা চ্যানেল পরিবর্তন করে দিলেন। তারা কিছুটা অবাক হবেন এবং হয়তবা ভাববেন এটা কি করে সম্ভব। রিমোটতো তাদের হাতে। হ্যা বন্ধুরা আজ আমি আপনাদের সেই জাদুর কাঠিটায় উপহার দিবো। বর্তমানে কিছু কিছু সেট যেমন স্যামসাং গ্যালাক্সি(Samsun Galaxy), ওয়ালটন প্রিমো(Walton Primo), এবং সিম্ফোনির কযেকটি সেটে সেন্সর সুবিধা দেয়া আছে যারা এটি কোন পরিবর্তন ছাড়াই রিমোট হিসাবে ব্যবহার করতে পারে। কিন্তু বাকী যারা তারা কি এই সুবিধা ভোগ করতে পারবেনা। তারা ও যাতে নিজের সাধের এন্ড্রয়েড সেটটিকে রিমোট কন্টোলারা হিসাবে ব্যবহার করতে পারেন। আমরা আজ সেই টি জানার চেষ্টা করব।
তাহলে আসুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি।
যা যা প্রয়োজন হবে:
১। আমরা বিভিন্ন সাউন্ড বক্স বা লাউড স্পীকারে প্রায় জ্যাক পিন ব্যবহার করি। কী বুঝতে পারলেন না, না বুঝলে নীচের ছবিটার দিকে একবার তাকান আর বুঝে নিন সেটা আবার কি?
২। কী মশাই বুঝেছেন? এবার দুটি আইআর(IR=Infra Red) বা ইনফ্রারেড লাইট বা বাল্ব সংগ্রহ করুন দাম মাত্র ২ টাকা। দেখতে মিউজিক বাল্ববের মত হলেও এগুলোর কিন্তু আলো জ্বলেনা। আসলে আলো জ্বলে ঠিকই কিন্তু আপনি তা চর্ম-চক্ষু দিয়ে দেখতে পান না। ক্যামেরা দিয়ে দেখলে ঠিকিই দেখতে পাবেন এগুলোতে আলো জ্বলে। আরে মশাই এত কিছু আপনার ভাবার দরকার নেই । আপনি তো আর বিজ্ঞানী হবেন না, হলে না হয় এত ব্যাখ্যা দিতাম। ইলেকট্রনিক্স এর দোকানে গিয়ে বলুন আইআর লাইট দরকার। না বুঝলে বলুন টিভি রিমোটে যে সেন্সর লাইট ব্যবহার করা হয় সেই বাল্ব দিতে।
৩। এর পর যে জিনিসটা আপনার লাগবে তা হল সোল্ডারিং আইরন বা তাতাল যা দিয়ে আপনি আপনি জ্যাক পিন এর সাথ IR লাইটের দুটোপয়েন্টের ঢালায় দিবেন। এটির দাম ৯০-১১০ টাকা মত লাগতে পারে। খরচ করতে না চাইলে কোন দক্ষ মেকানিককে দিয়ে কাজটি সারিয়ে নিতে পারেন তবে নিদেশনা হবে সম্পুর্ন আপনার।
নিচের ছবির উপর ক্লিক করে এবার ZaZa Remote নামের এই এন্ড্রয়েড সফটওয়ারটি নামিয়ে নিন। আর আপনার এন্ড্রযেড ফোনে install দিয়ে ফেলুন।
যেভাবে তৈরী করবেন সাধের রিমোট:
প্রথমে আপনার কেনা IR লাইটের নেগেটিভ ও পজিটিভ পয়েন্ট সনাক্ত করে নিন। একাজে কোন মেকানিকে সাহায্য নিলে ভাল হয়। আমার অভিজ্ঞতা বলে বড় পা টি হল পজিটিভ। প্রযোজনে নিশ্চিত হযে নেওয়াটাই শ্রেয়।
এখন নিচের মত করে Audio Jack বড় দাঁতটি কেটে ফেলুন। থাকল মাঝখানের দুইটি দাঁত যা দিয়ে আমাদের খেলা শুর হবে।
এখন নিচের মত করে আপনার কেনা IR light দুটির একটি পজিটিভ পয়েন্ট অপরটির নেগেটিভ পয়েন্টের সঙ্গে মুড়ে নিন।
যা দেখতে ঠিক নীচের ছবির মত হবে। ভাল করে ছবিটি লক্ষ করুন।
এখন উপরের ছবির মত করে Audio Jack এর দুই দাঁতের সাথে মুড়ে নিন
এখন অডিও জ্যাকের কভারে উপরের অংশটুকু কেটে এইভাবে লাগিয়ে নিন।
হয়ে গেল আপনার সাধের IR Blaster । আপনার এন্ডয়েড সেটের হেড ফোন পোর্টে এবার IR Blaster টি প্রবেশ করান
আপনার বাসায় থাকা টিভি সেট টির পাওয়ার কর্ড লাগন এবং অন করুন। আর দেখুন মজা(নিশ্চয় আপনার এন্ড্রয়েড সেটে ZaZa Remote install দেওয়া থাকতে হবে।)
No comments:
Post a Comment