আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনার ফেসবুক প্রোফাইলকে সাজিয়ে নিন আপনার পছন্দের ভাষা দিয়ে! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনার ফেসবুক প্রোফাইলকে সাজিয়ে নিন আপনার পছন্দের ভাষা দিয়ে!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনার ফেসবুক প্রোফাইলকে সাজিয়ে নিন আপনার পছন্দের ভাষা দিয়ে!

Share This
আজ আর কোন কথা নয়, আজ যা দিব শুধু ভাষা দিবস উপলক্ষে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ আর শুধু আমাদের নিজের সম্পদ, গর্ব আর অহংকারের বিষয় নয়, তা এখন দেশ কালের গন্ডি পেরিয়ে পাডি জমিয়েছে, বিশ্বের পানে। পৃথিবীতে আর কোন দেশ, কোন জাতি নেই যাঁরা মাতৃভাষার জন্য জীবন দান করেছে, বাঙালীর সেই ভাবাবেগ কে সম্মান জানাতে তাই সাবা বিশ্ব আমাদের স্বীকৃতি দিয়েছে। আজ আন্তার্জাতিক মাতৃভাষার উপজীব্য হল সাংস্কৃতিক আগ্রাসনের এই যুগে কোন কোন ভাষার বিশেষ কোন ভাষা আধিপত্য নয়। সকলেরই উচিত নিজ নিজ ভাষার প্রতি ভালবাসাটাকে অন্তর দিয়ে লালন করা। জীবনের প্রতি ক্ষেত্রে সেই ভাষার ব্যবহার করা। হোউক সে ভাষা নগন্য বা অতি অল্পসংখ্যক লোকের ভাষা। পৃথিবীর সকল ভাষার প্রতি এই মমত্ববোধ বজায় থাক সবার মনেও প্রাণে। এই ভাষার আমাদের আরও শেখায় যে, আর একটি ভাষাও যেন এই সাংস্কৃতিক আগ্রাসনের যুগে হারিয়ে না যায়। 

  

আজকের এই ডিজিটাল যুগে ফেসুবুক নামক এই মাধ্যমের সাথে যুক্ত নেই এমন লোকের সংখ্যা বোধ করি খুঁজে পাওয়া দুষ্কর। এটি এখন আামাদের একটি নিত্য অনুষঙ্গ।  এটি ছাড়া আমাদের একমুহুর্ত ও চলেনা। কেমন হত যদি আপনার সাধের ফেসবুক প্রোফাইলটিকে রাখিয়ে নিতেন আপনার পছন্দের ভাষাই। আপনি যে ভাষা ভাষিই হোউন না কেন, আসুন আন্তজার্তিক মাতৃভাষা দিবসে আপনার সাধের ফেসবুক একাউন্টকে নিজের পছন্দের ভাষাতেই রাঙিয়ে নিন। আন্তজার্তিক মাতৃভাষাকে পালন করুন একটু অন্যভাবে।আজ এই ভাষা দিবসে আপনার সাধের ফেসবুক একাউন্টকে সাজিয়ে নিন, আপনার পছন্দের ভাষা দিয়ে, আর তা করতে এই খানে ক্লিক করুন
পাসওয়ার্ড চাইলে আপনার ইমেইল ও পাসওয়াড দিয়ে লগ ইন করুন,  করলেই আপনার সামনে হাজির হবে একটি পেইজ। এই খান হতে আপনি আপনার পছন্দের ভাষাটির উপর ক্লিক করুন, আর উপভোগ করুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে  একটু অন্যভাবে।  ভাল থাকবেন সবাই।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages