Infotech Ad Top new
Infotech ad post page Top


Home
ডাউনলোড
প্রাথমিক শিক্ষা
প্রাথমিক সমাপনী
শিক্ষা-শিক্ষকতা
প্রকাশিত হল প্রথম থেকে দশম শ্রেনীর বইয়ের ডিজিটাল সংস্করণ( আপডেট ) ! সংগ্রহ করে রাখতে এই পোস্টটি পড়ুন ও শেয়ার করুন!
প্রকাশিত হল প্রথম থেকে দশম শ্রেনীর বইয়ের ডিজিটাল সংস্করণ( আপডেট ) ! সংগ্রহ করে রাখতে এই পোস্টটি পড়ুন ও শেয়ার করুন!
Share This
'সবার জন্য ব্যবহার উপযোগী বই' এই মূলমন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বাস্তবায়নাধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং হাক্কানী পাবলিশার্সের যৌথ উদ্যোগে সকল শিক্ষার্থীর ব্যবহার উপযোগী বই তৈরির কার্যক্রম নেয়া হয়েছে। এর অংশ হিসেবে এনসিটিবির পাঠ্যপুস্তক অনুযায়ী প্রণীত দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর জন্য ব্যবহার উপযোগী প্রথম থেকে নবম-দশম শ্রেণির সকল বই 'মাল্টিমিডিয়া বই' আকারে ডিজিটাল (ডিভিডি ও মেমোরি কার্ডসহ এমপিথ্রি প্লেয়ারের মাধ্যমে) সংস্করণের সোমবার অমর একুশে গ্রন্থমেলা ২০১৬-তে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং হাক্কানী পাবলিশার্সের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তাফা ডিজিটাল সংস্করণের মোড়ক উন্মোচন করেন।
ডেইজি স্ট্যান্ডার্ডে তৈরি করা এই বইগুলো দৃষ্টি-প্রতিবন্ধিসহ সকল শিক্ষার্থীর ব্যবহার উপযোগী একটি Full text Full Audio মাল্টিমিডিয়া বই। বর্তমানে প্রাথমিক শিক্ষা স্তরের ৩৩টি ও মাধ্যমিক স্তরের ৭২টি বই মাল্টিমিডিয়া বই হিসেবে প্রকাশিত হয়েছে।
এছাড়া এই বইগুলো যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল অথবা এমপিথ্রি প্লেয়ারে অডিও হিসেবে শোনা এবং ডেইজি রিডার (Daisy Reader) অ্যাপ দিয়ে বিনামূল্যে পড়তে পারবেন। ইউনিকোডে প্রণীত এই বইগুলো বিনামূল্যে বাংলা স্ক্রিন রিডিং সফটওয়্যার এনভিডিএ (NVDA) অথবা আমিস (AMIS) সফটওয়্যার দিয়ে কম্পিউটারে পড়া ও শোনার উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে।
ইতোমধ্যে, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং হাক্কানী পাবলিশার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এটুআই প্রোগ্রামের কারিগরি সহায়তায় এবং এটুআই থেকে দেয়া কন্টেন্ট এর আলোকে হাক্কানী পাবলিশার্স থেকে প্রকাশিত বইসমূহ প্রতিবন্ধিদের অভিগম্যতা (Accesibility) নিশ্চিত করবে।
এনসিটিবির ১ম থেকে ৯ম-১০ম শ্রেণির সকল একসেসিবল বইগুলোর জন্য হাক্কানী পাবলিশার্স অতিরিক্ত কোন মূল্য ধার্য করছে না। তবে ডিভিডি এবং মেমোরি কার্ডসহ এমপিথ্রি প্লেয়ার সংস্করণগুলোতে আগ্রহী যে কেউ সুলভ মূল্যে অমর একুশে গ্রন্থ মেলায় হাক্কানী পাবলিশার্স এর স্টল থেকে (স্টল নং ২২১-২২২) কিনতে পারবেন।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রাথমিক স্তরের সকল বই এর ডিজিটাল সংস্করণ এবং ব্রেইল বই দৃষ্টি-প্রতিবন্ধি শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এই বছর মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে মাল্টিমিডিয়া বই ও ব্রেইল বই বিতরণ করা হয়।
সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এরই প্রেক্ষিতে এটুআই-এর সার্ভিস ইনোভেশন ফান্ডের (এসআইএফ) সহায়তায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সকল পাঠ্যবই দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থীদের উপযোগী করে তৈরি করেছে। আপনি চাইলেই আপনার প্রয়োজনীয় বইগুলো নামিয়ে নিতে পারবেন এই ওয়েব সাইট হতে -- http://digitalcontent.ictd.gov
Tags
# ডাউনলোড
# প্রাথমিক শিক্ষা
# প্রাথমিক সমাপনী
# শিক্ষা-শিক্ষকতা
Share This

About Goljar- The Patroblogger
শিক্ষা-শিক্ষকতা
Ярлыки:
ডাউনলোড,
প্রাথমিক শিক্ষা,
প্রাথমিক সমাপনী,
শিক্ষা-শিক্ষকতা
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
3 comments:
এই লিংকে http://www.infokosh.gov.bd/infokosh-talkingbooks
প্রবেশ করা যাচ্ছে না দেখাছে
Page not found
The requested page "/infokosh-talkingbooks" could not be found.
একটু সবুর করুন এইখানেই আপলোড দেওয়া হবে। পত্রিকা থেকে এই সংবাদটি সংগৃহীত।
আমরা করব বিশ্ব জয়
Post a Comment