আজ যে পশ্চিমা দুনিয়া বিজ্ঞানের জয়গান করে তার মুলে কি ছিল? নাস্তিকতা বিজ্ঞানের উপর ভরে সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রতি আঙ্গুলি তুলছে, সেই বিজ্ঞান কার দান কোথা থেকে এল? তা জানতে ধারা-বাহিকভাবে লেখা ৪ টি পর্বে The Origin Of Science -(বিজ্ঞানের উৎপত্তি) পড়ুন। লেখাটি ইনফোটেকলাইফের নিজস্ব নয়। এটি সর্ব প্রথম প্রকাশিত হয় http://askislambd.weebly.com
প্রথম পর্ব পড়ুন
গত পর্বে দেখেয়িছিলাম যে ইদরীস (আঃ)-ই হলেন Hermes Trismegistus । ইদরীস (আঃ) এর লেখাগুলো যে কতটা শক্তিশালী ছিল তা এখনো Corpus Hermeticum পড়লে বুঝা যায় যদিও এই বইটা বিকৃত হয়ে গিয়েছে।
মিশরের Alexandria শহরে জন্ম নেয়া আর্কিমিডিসকে আমরা বিজ্ঞানীরূপে দেখছি মূলত ইদরীস ( আঃ) এর শিক্ষার কারণে। একটা শিক্ষিত ও তৎকালীন সময়ের সবচেয়ে আধুনিক রাজ্য (মিশর) জয়ের মাধ্যমে যে একটা জাতির কতটা উন্নতি হতে পারে সেটা দেখিয়েছিল আলেক্সজান্ডার।
No comments:
Post a Comment