সর্ট-কাট(Short-Cut Virus)ভাইরাসের জ্বালায় অতিষ্ট, এবার সর্ট-কাট ভাইরাস রিমুভ হবেই হবে! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

সর্ট-কাট(Short-Cut Virus)ভাইরাসের জ্বালায় অতিষ্ট, এবার সর্ট-কাট ভাইরাস রিমুভ হবেই হবে!

সর্ট-কাট(Short-Cut Virus)ভাইরাসের জ্বালায় অতিষ্ট, এবার সর্ট-কাট ভাইরাস রিমুভ হবেই হবে!

Share This
কম্পিউটার আছে অথচ শর্টকাট ভাইরাসের নাম শুনেননি এমন লোকের সংখ্যা হয়তবা একটি ও পাওয়া যাবেনা। কারন আমরা যারা কম্পিউটারে হরহামেশায় পেন-ড্রাইভের ব্যবহার করি, তারা সকলেই জানি এই ভাইরাসটি কতখানি আমাদের কাছে বিপত্তির কারন। কোন ভাবে এই ভাইরাসটি একবার কিম্পিউটারে ছড়িয়ে পড়লে আর রক্ষা নাই, সমস্ত ফোল্ডারে অটোমেটিক্যালি এটি নিজের জায়গা দখল করে থাকে। ডিলিট করলেও ডিলিট হয় না বা বার-বার ফিরে আসে। অনেকেই ইদানিং শর্টকাট ভাইরাসের জ্বালাতনে অতিষ্ঠ। অনেকেই পোস্ট করেন এটি রিমুভের বিষয়ে। এটা আসলে কোন ভাইরাস নয়, এটা একটি "VBS Script"।

শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে রিমুভের জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম!

অনাক্রান্ত কম্পিউটারের জন্য:

১. RUN এ যান।

২. wscript.exe লিখে ENTER চাপুন।

৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।

এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।

আক্রান্ত হলে যেভাবে প্রতিকার করবেন:

আক্রান্ত কম্পিউটারের জন্য:

১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।

২. PROCESS ট্যাবে যান।

৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।

৪. End Process এ ক্লিক করুন।

৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।

৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।

৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।

৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।

৯. এখন RUN এ যান।

১০. wscript.exe লিখে ENTER চাপুন।

১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।

ব্যাস হয়ে গেল আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাস মুক্ত। এবার অন্য কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।

আক্রান্ত পেনড্রাইভের জন্য:

১. আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন।

২. এবার cmd তে যান।

৩. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। (যেমন: I:)

৪. নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন।

৫. কোডঃ attrib -s -h /s /d *.*

৬. ইন্টার কী চাপুন।

৭. এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা?

৮. এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন।

হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages