সবাইকে ইনফোটেক লাইফ.কমের পক্ষ থেকে সকলকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা। আজকে একটু ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করব। আমরা আমাদের হাতের লেখা নিয়ে ১০০ ভাগ কেহই হয়তবা সন্তুষ্ট নই। কেমন হত আমাদের হাতের লিখাটা যদি আর একটু ভাল হত! নিজের হাতের লিখার ব্যপারটা না হয় বাদই দিলাম। আপনার সন্তানের হাতের লেখা ভাল হউক তা নিশ্চয় চাইবেন আপনি? আজকের এই লেখার কৌশলটা আমার নিজের নয়। একটি একটি সংগ্রহ তাই কৃতিত্ত্বাটা তাঁরই। এই মহান ব্যক্তির নাম
Sanwar Jahan Bhuiyan. তার
ফেসবুক পেজ থেকে একবার ঘুরে আসতেই পারেন কি বলেন? তো আসুন কথা না বলে দেখি সুন্দর হাতের লেখার কৌশল-
সুত্র-১ঃ “ কলম, কালি, মন; লিখে তিনজন!”
➣ ভাল কলম,কালি আর গভীর মনোযোগ এতিনটিকে এক করতে পারলেই হাতের লেখা সুন্দর হতে বাধ্য।
সুত্র-২ঃ “সমকাত,সমপাত
সম অন্তর,সম আয়তন।।”
➣ ২.১ঃ সমকাত- অনেকেই একটু কাত বা সামান্য হেলান লিখা লিখতে পছন্দ করেন। আপনি যখন লিখছেন তখন খেয়াল রাখুন আপনার লেখা সকল অক্ষর সমুহ যেন একইভাবে সমানুপাতে কাত হয়।
যেমনঃ
➣ ২.২ঃ সমপাত- সমপাত বলতে আমরা যেটা বুঝি সেটা হল, লেখার অক্ষর বসানোর সময় খেয়ালা রাখবেন মাত্রা যেন উপর নীচ না হয়। যেমনঃ-
➣ ২.৩ঃ সম-অন্তর- সম-অন্তর বলেতে বুঝা্য় সমান দুরত্ব। অর্থাৎ লেখার সময় খেয়াল রাখবেন যেন, প্রতিটি অক্ষরের মাঝে সমান দুরত্ব হয়। যেমনঃ
➣ ২.৪ঃ সম আয়তন- লেখার সময় এবিষয়টিও খেয়াল রাখবেন যেন প্রতিটি অক্ষরের আয়তন ও মাপ যেন একই হয় কোনটি বড় আবার কোনটি ছোট না হয়। যেমন-
শেষ কথাঃ উপরের নিয়মগুলো ভাল করে অনুশিলন করুন, আপনি টিচার, অফিসার বা গৃহ কর্তা যাই হউন না কেন। আপনি অনুশীলন করুন আপনার সন্তানকে এই কৌশল গুলো রপ্ত করান দেখবেন হাতের লেখা সুন্দর হবে।
উপরের নিয়ম মেনে প্রতিটি অক্ষর পারফেক্টলি চেষ্টা করুন। প্রথমে সময় একটু বেশি লাগবে। তবে দিন দিন মনোযোগ দিয়ে চেষ্টা করলে আপনার হাতের লেখার স্পীড বাড়বে আর আপনি দ্রুত লিখতেও পারবেন।
হাতরে লেখা ভাল হলে-
- পরীক্ষায় ভাল ফলাফল তথা নম্বর বেশি পাওয়া যায়।
- যাদের হাতে লেখা সুন্দর তাদের টিচার বা শিক্ষকগন ভালবাসেন।
- যাদের হাতের লেখা সুন্দর তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন অনেকদিন মনে রাখেন।
No comments:
Post a Comment