আবার ফিরে আসুন প্রকৃতিতে : পুরুষত্বহীনতা, উচ্চ রক্তচাপ, বাত ও গ্যাস্ট্রাইটিস একেবারে নির্মূল করার মহৌষধ ! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

আবার ফিরে আসুন প্রকৃতিতে : পুরুষত্বহীনতা, উচ্চ রক্তচাপ, বাত ও গ্যাস্ট্রাইটিস একেবারে নির্মূল করার মহৌষধ !

আবার ফিরে আসুন প্রকৃতিতে : পুরুষত্বহীনতা, উচ্চ রক্তচাপ, বাত ও গ্যাস্ট্রাইটিস একেবারে নির্মূল করার মহৌষধ !

Share This
চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধিত হলেও আজও মানব জাতি বিভিন্ন রোগ-ব্যাধির নিকট বড় অসহায়। নতুন নতুন অনেক রোগের চিকিৎসা আবিষ্কৃত হলেও এখন অবধি অনেক পুরোনো রোগ পুরোপুরি নির্মুল সম্ভব হয়নি। যেমন:- এ্যাজমা বা হাঁপানী, বাতও গ্যাস্ট্রাইটিস। এগুলো ওষধ খেলে সাময়িক হয়তবা উপকার পাওয়া যায়, কিন্তু দীর্ঘ মেয়াদে একেবারে নির্মুল সম্ভব হয়নি। তাই মানুষ আবার তার নিরাময়ের জন্য প্রকৃতির দিকে অর্থাৎ ভ্রেষজ চিকিৎসার দিক ঝুকছে। সম্প্রতি একটি বিষয় সারা বিশ্বে সাঁড়া ফেলে দিয়েছে। তিব্বতের লামাদের প্রাচীন ভেষজ ওষুধ নানা প্রকার সাধারন এবং ক্রনিক বা জটিল রোগই সারিয়ে তুলতে পারে। বিশ্বের বাঘা-বাঘা চিকিৎসা বিজ্ঞানীরাই এই ভেষজ ঔষধের কার্যকারীতা স্বীকার করেছেন। সেরকমই একটি ভেষজ রেসিপি-র সন্ধান মিলেছে তিব্বতের একটি বৌদ্ধমঠে। রেসিপি-টি প্রায় ৫ হাজার বছরের প্রাচীন। পরীক্ষা করে দেখা গিয়েছে, এই মিশ্রণটি ৫ বছরে একবার করে খেলেই ফুসফুসের যে কোনও রোগ, পুরুষত্বহীনতা, উচ্চ রক্তচাপ, বাত ও গ্যাস্ট্রাইটিস একেবারে নির্মূল হয়ে যাবে। ৫ হাজার বছর আগের প্রাচীন এই মহৌষধের গুণাগুণ দেখে চোখ কপালে বিজ্ঞানীরাও রীতিমত হৎচকিত। প্রাচীন ভেষজ রেসিপি-টি সাড়া ফেলে দিয়েছে তামাম দুনিয়ায়। কী দিয়ে তৈরি ওই প্রাচীন মিশ্রণ, যা ৫ বছরে একবার খেলেই নিরোগ হয়ে যাবে শরীর? বাড়িতেও এই মিশ্রণটি তৈরি করা যায় খুব সহজেই। তো আসুন দেখি কিভাবে কি দিয়ে তৈরী করা যায় এই সহজলভ্য মহৌষধটি।

তিব্বতি মহৌষধ


উপকরণ :-

  • সাড়ে ৩০০ গ্রাম খোসা সমেত রসুন
  • ২০০ মিলিগ্রাম অ্যালকোহল বা রাম
রসুন

এলকোহল বা রাম অথবা হোমিওপ্যাথিতে RS নামে পরিচিত দ্রবণ

মিশ্রণ :- প্রথমে রসুন ভালো করে থেঁতো করে নিতে হবে। তার সঙ্গে অ্যালকোহল বা রাম মিশিয়ে নিন। পুরো মিশ্রণটি একটি পরিষ্কার পাত্রে ঢেলে রাখতে হবে। ১০ দিন ওই মিশ্রণ রাখার পর তৈরি তরলটি একটি আলাদা পাত্রে ঢেলে রাখুন। এরপর ওই তরল ফ্রিজে টানা ২ দিন রাখতে হবে। এই মিশ্রণ ১২ দিনের ওষুধ।


কী ভাবে খেতে হবে :- প্রতিদিন ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আগে এক গ্লাস জলে কয়েক ফোঁটা ফেলে জলটি খেয়ে নিলেই কেল্লাফতে। তবে ব্রেকফাস্টের আগে এক ফোঁটা, লাঞ্চের আগে দু’ফোঁটা ও ডিনারের আগে তিন ফোঁটা– এই ভাবে কিন্তু খেলে হিতে বিপরীত হবে। বিজ্ঞানীদের দাবি, এই ভেষজ মিশ্রণ ওয়েট লস করতে সাহায্য করে, পাশাপাশি চোখের দৃষ্টি ও শ্রবণ ক্ষমতাও বাড়ে।
নির্দেশনা :-  অনেকেই আমাদের ফেইসবুক পেইজে প্রশ্ন করছেন অ্যালকোহল বা রাম কোথায় পাওয়া যায়। আপনি যেকোন পাইকারী হোমিও ঔষধ বিক্রেতাদের কাছ থেকেই কিনে নিতে পারবেন। তবে হোমিওপ্যাথিতে এটি RS নামে পরিচিত।

2 comments:

Holiday Travel & Tour said...

Thanks a lot for this post. Plz give more informative post like that. Best luck of you.

Goljar- The Patroblogger said...

অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার মুল্যবান কমেন্ট এর জন্য। আসুন ভাই আমরা সবাই বাংলা চর্চা করি।

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages