এডবি ফ্ল্যাশ প্লেয়ারে বড ধরনের ত্রুটি ধরা পড়েছে, এখনই আপনার কম্পিউটারের এডবি ফ্লাস প্লেয়ার আনইনস্টল করে ফেলুন। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

এডবি ফ্ল্যাশ  প্লেয়ারে বড ধরনের ত্রুটি ধরা পড়েছে, এখনই আপনার কম্পিউটারের এডবি ফ্লাস প্লেয়ার আনইনস্টল করে ফেলুন।

এডবি ফ্ল্যাশ প্লেয়ারে বড ধরনের ত্রুটি ধরা পড়েছে, এখনই আপনার কম্পিউটারের এডবি ফ্লাস প্লেয়ার আনইনস্টল করে ফেলুন।

Share This
কমিউটার আছে অথচ এডবি ফ্লাস প্লেয়ার সম্পর্কে জানেন না এমন লোকের সংখ্যা খুবই কম পাওয়া যাবে। বিশেষ করে অনলাইনে আপনি যখনই কোন ভিডিও রান করাতে চান, তখন অধিকাংশ ক্ষেত্রেই আপনার কম্পিউটার আপনাকে ফ্ল্যাশ প্লেয়ার নামে একটি সফটওয়ার ইনস্টল করতে বলে। এটি ছাড়া আপনি অনলাইনে বেশকিছু ভিডিও দেখতে বা রান করাতে পারবেননা। তাই বাধ্য হয়ে কোন উপায়ান্তর না দেখে আমরা এই ফ্লাশ প্লেয়ার নামক সফটি নিজেদের কম্পিউটারে ইনস্টল দেই। কিন্তু কম্পিউটার বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি এডবি ফ্লাশ প্লেয়ারে একটি বড়-সড় গলদ ধরা পড়েছে, যা আপনার কম্পিউটারের পুরো সিস্টেম, বিকল করে দিতে পারে।  এসম্পর্কে তারা জানাচ্ছেন, এটা ঠিক যে, বেশ কিছু ভিডিও আপনি এডবি ফ্লাশ ছাড়া দেখতে পারবেন না, তথাপি আপনার কম্পিউটারটি বাঁচাতে আপনাকে আপাতত এ সফটওয়ারটির মায়া ত্যাগ করতে হবে। কারন এটিতে সম্প্রতি বড় ধরনের গলদ ধরা পড়েছে। 

এডবি ফ্লাশ নিয়ে সতর্ক করেছেন, ফেসবুকের নিরাপত্তাবিভগের প্রধান আধিকারিক সহ অন্যান্য আধিকারিকগন, ফেসবুকের পক্ষ থেকে এ সফটওয়ারটির নির্মাতা এডবি কর্পোরেশনকে জানানো হয়েছে, তারা চিঠিতে জানাছেন,  অবিলম্বে এডবি ফ্লাশ প্লেয়ার প্লাগিনটি ব্রাউজার হতে শাট ডাউন করা হউক, এবং এটি করার জন্য একটি নির্দিষ্ট তারিখ ঠিক করে দেওয়া হউক।

কিন্তু কম্পিউটার বিশেষজ্ঞরা কেন এত ভয় পাচ্ছেন এ সফটিকে? কারন, সফটওয়ারটি কম্পিউটারে ইনস্টল করলে আপনার কম্পিউটারের নিরাপত্তার বিঘ্নিতি হওয়ার পাশা-পাশি এটি প্রথমে আপনার কম্পিউটারটিকে ধীরে ধীরে স্লো করে ফেলবে। পরবতীতে তা আপনার পুরো সিস্টেমকে বিকল করে দিতে পারে। 
সফটওয়ারটি যখন আপডেট চাইবে, তখন আপডেট না দিলে এটি আপনার কম্পিউটারকে একেবারে ভালনারেবল করে ফেলবে। এটি আপনার পিসিকে একবারে বিকল করেদিতে পারে।

যেভাবে এটি কম্পিউটার থেকে মুছে ফেলবেন।  

কিভাবে কম্পিউটার থেকে আপনার এসফটি ডিলিট করে দেবেন? আপনার কম্পিউটাররে Chrome ব্রাউজারের এড্রেসবারের গিয়ে  chrome://plugins/ টাইপ করে এনটার দিন।  এখানে plugin এর একটি লিস্ট দেখতে পারবেন। এখান থেকে ফ্ল্যাশ সিলেক্ট করে ডিজ-এবল করে দিন। 

কম্পিউটার বোদ্ধাগন আরও বলছেন, কম্পিউটারে বেশি প্লাগিন ইনস্টল না দেওয়াই ভাল, কার আপনার অলেক্ষেই হয়তবা এটি আপনার তথ্য চুরি করে অন্যত্র ট্রান্সফার করে দিতে পারে, আপনার কম্পিউটারটিকে স্লো করে দিতে পারে। যারা Mozilla Firefox নামের  এই ব্রাউজারটি ব্যবহার তাদের অবশ্য কোন চিন্তা নেই, কারন এটি এই plugin টিকে স্বয়ংক্রিয়ভাবে ডিজেবল করে দেবে। তারপরও নিরাপত্তার জন্য Tools menu তে গিয়ে  Add ons এ ক্লিক করুন এবং সেখানে ফ্ল্যাশ সিলেক্ট করে  'never activate' করে দিন।

[লেখাটি ছিল সচেতনতা মুলক তাই আপনাদের সচেতন করতে পেরেছিলাম কিনা জানিনা। তবে সম্পতি আপডেট খবর এ্যডবি কর্পোরেশন এ্যডব ফ্লাশ  প্লেয়ারের এই সমস্যা সমাধান করে দিয়েছে। তাই আতঙ্কিত না হয়ে এখন হতে আবার নিশ্চিন্তে এটি ব্যবহার করুন কোন সমস্যা নেই ধন্যবাদ সবাইকে। তারিখঃ ১৭.০৯.১৫ ইং]

3 comments:

www.infotechlife.com said...

গুরুত্বপূর্ণ একটি টিউন। এরিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে।

Goljar- The Patroblogger said...

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। মন্তব্য বা কমেন্টই একজন অনলাইন রাইটারের বড় পাওয়া। এটা থেকে বঞ্চিত হবেন না এবং কাউকে বঞ্চিত করবেন না।

www.infotechlife.com said...

ধন্যবাদ। আপনি কী সব সময় সাড়া দেয়ার জন্য প্রস্তুদ হয়েই থাকেন??

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages