সংগ্রহে রাখুন ব্লগিং করার অব্যর্থ অস্ত্র FastStone Capture নামক সফ্টওয়ারটি যা আপনার কাজে আসবেই। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

সংগ্রহে রাখুন ব্লগিং করার অব্যর্থ অস্ত্র FastStone Capture নামক সফ্টওয়ারটি যা আপনার কাজে আসবেই।

সংগ্রহে রাখুন ব্লগিং করার অব্যর্থ অস্ত্র FastStone Capture নামক সফ্টওয়ারটি যা আপনার কাজে আসবেই।

Share This



Fast stone Capture সম্পর্কিত উপরের ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রন রইলো। ভাল লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ।
সবাই কে ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। অাশা করি ভাল আছেন সবাই। আজ আপনাদের মাঝে একটি সফ্টওয়ার শেয়ার করব। যা ব্লগিং করার জন্য আপনার সর্বক্ষন কাজে আসবে। ব্লগিং করেন অথচ এই অস্ত্রটি নেই এমন ব্লগার খুব কমই খুজে পাওয়া যাবে। ব্লগিং করতে গিয়ে একজন ব্লগারকে অনেক সময় তার লেখাকে সুন্দর তথ্যবহুল ও গ্রহনযোগ্য করার জন্য প্রচুর ইমেজ বা ভিডিও ব্যবহার করতে হয়। ভিডিও টিউটোরিয়াল, ইমেজ কাটিং অর্থাৎ এডিটিং করার জন্য এ সফ্টওয়রটি একটি অব্যর্থ অস্ত্র। সফ্টওয়ারটির নাম FastStone Capture।আমার লেখা সহ অনেক ব্লগারে লেখা আপনি ‍যদি পড়ে থাকেন তবে অবশ্যই লক্ষ্য করবেন তার বা তাদের লেখার মাঝে কিছু না কিছু ইমেজের ব্যবহার অবশ্যই আছে। আমার এ লেখাটির মাঝেও ইমেজের ব্যবহার রয়েছে। যা এই সফ্টওয়ারটির দ্বারাই তৈরী বা এডিট করা। 

সফ্টওয়ারটির দ্বারা কি কি কাজ করা যাবে?

আসুন এবার এ সফ্টওয়ারটির দ্বারা আমরা কি কি কাজ করা যায় বা এর বৈশিষ্ট্য কি তা জানা চেষ্টা করি। FastStone Capture নামক সফ্টওয়ারটি একটি ছোট্ট, হালকা অথচ শক্তিশালী স্ক্রিন ক্যাপচার ও স্ক্রিন ভিডিও রেকর্ডার যার দ্বারা আপরি অনায়াসেই আপনার কম্পিউটারে থাকা যে কোন ভার্চুয়াল অবজেক্টকে আপনার ইচ্ছেমত কেটে তাকে আপনার মত করে এডিট করতে এবং তাতে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। অথবা আপনি কম্পিউটারে চলমান কোন মুভি বা ছবি রেকর্ড করতে পারবেন। এবং তা এডিট করে তা আবা ইউটিউবে আপলোড করতে পারবেন। এবং এসব  আপনার লেখায় বা প্রতিবেদনে ব্যবহার করতে পারবেন। FastStone Capture নামক এই সফ্টওয়ারটির সবচেয়ে যে বৈশিষ্ট্যটি আমার ভাল লাগে তা হল, যে কোন আনাড়ি কম্পিউটার চালক বা অপারেটর যারা কোন ইমেজ এডিটিং করেন নি তিনি ও এটাকে চালাতে পারবেন। 
নিচের ছবিটি ভালকরে লক্ষ্য করুন। 


উপরের চিত্র থেকে আমরা এতটুক বুঝতে পারছি এর তিনটি অপশন রয়েছে। যথা:
ক) স্ক্রীন ক্যাপচার
খ) স্ক্রীন ভিডিও রেকর্ডার
গ) ক্যাপচার কৃত যে কোন ইমেইজ বা ভিডিও যে কোন এডিটর বা ফাইলে স্থানান্তর। 
আসলে সত্যি কথা হল আমার ব্লগিং জীবনে এই সফ্টওয়ারটির প্রেমে আমি প্রথম থেকে পডেছি আজও ছাড়তে পারিনি। আপনারাও ব্যবহার করতে পারেন এটিকে। তাই শেয়ার করতে ভুল করলামনা।

কীন্তু এর দাম কত পড়বে?

সফ্টওয়ারটি কাজ ও এর কার্যকারীতায় বলে দেয় এটি একটি মূল্যবান সফটওয়ার। এটির বর্ত মান বাজার মুল্য ২০ ডলার বা তার কিছু কমবেশি হতে পারে।বিশ্বাস না হলে একবার ঘুরে আসুন তাদের ওয়েব সাইট থেকে। কিন্তু আমাদের মত তৃতীয় বিশ্বের দেশের নাগরিকের পক্ষে এত দামি সফটওয়ার কিনে ব্যবহার করাটা একটা বিলাসিতা মনে হতে পারে তাই আমি আপনাদের সফটওয়ারটি একদম ফ্রি দেব। চিন্তা নেই আমাদের দেশে অভাব থাকলেও মেধার অভাব একেবারে নেই। তাই আমাদের দেশের মেধাবী প্রগ্রামারগন এটিকে হ্যাক করে চালাচ্ছেন। নিয়ে নিন এই সফ্টওয়ারটি এখান থেকে একদম ফ্রি।

কীভাবে আমি ইন্সটল করলে আমি এ সফ্টওয়ারটি ফ্রি চালাতে পারব?

তো এবার আসুন কিভাবে ইন্সটল করলে আপনি এটিকে ফুল ভারসন করতে পারবেন সেই গোপন রহস্যটা বলি। ডাউনলোড করার পর ফাইলটি আনজিপ করুন। আপনার কম্পিউটারে যদি নামক সফ্টওয়ারটি ইন্সটল করা থাকে তবেই এটিকে আনজিপ বা ওপেন করতে পারবেন। যদি এ সফ্টওয়ারটি না থাকে তবে নামিয়ে নিন এখান খেকে আর ইন্সটল করে ফেলুন। এবার আবার আগের আলোচনায় ফিরে যায়। আনজিপ করার পর আপনি এর মাঝে দুটি ফাইল দেখতে পাবেন। FSCaptureSetup74.exe নামক এই ফাইলটিতে ডাবল ক্লিক করে ইন্সটল করে ফেলুন। ইন্সটল শেষে সফ্টওয়ারটি রান করালে আপনার নিকট রেজিস্টেশন চাইবে। যা নিম্নরুপ: 


এবার দ্বিতীয় ফাইলটি খুলুন যার নাম keygen.exe. ডাবল ক্লিক করলে দেখবেন নিচের মত একটি উইনোড আপনার সামনে হাজির হবে। 


এখন এখান হতে উপরোক্ত সিলেক্ট করা শব্দটি Username  এর ঘরে কপি করে পেস্ট করুন। Gimme বাটনে ক্লিক করে রেজিষ্ট্রেশন কোডটি কপি করে তার পর উপরের চিত্রে দেখানো রেজিস্ট্রেশন কোড এর ঘরে পেস্ট করুন। সব শেষে বাটনে ক্লিক করে দেখুন আপনা সফ্টওয়ারটি ফুল ভারসন হয়ে গেছে। এখন নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন আজীবন। 

2 comments:

www.infotechlife.com said...

আমার মত নতুনদের জন্য একটি অসাধারণ জিনিস।

Goljar- The Patroblogger said...

ধন্যবাদ ভাই রিয়াজ, আপনাদের কাজে আসলেই আমার স্বার্থকতা। আমি আপনাদের মত প্রযুক্তি নির্ভর একটি শিক্ষক কমিউনিটি গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দোয়া রাখবেন। আর হ্যা আর একটি কথা প্রতি মাসে ৪০ টি পোস্ট লিখলে আপানার ছবি সহ উপরের এ্যাড বোর্ডে আপনার ছবি সহ ধারাবাহিক প্রকাশনার বৃত্তান্ত প্রকাশ করা হবে। এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করুন। নিজের দক্ষতার প্রমান রাখতে থাকুন্। ইনফোটেক লাইফ সম্পর্কে নিউজ লেটার লিখে ফেসবুকে যত শিক্ষক গ্রুপ আছে তাদের মাঝে ছডিয়ে দিন বা তাদের টাইম লাইনে লিখুন। এই ভাবে আপনার মত যদি কেউ থাকে তারাও এসে ইনফোটেক লাইফকে সমৃদ্ধ করুক।

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages