Speedup your internet: Click start > run > type gpedit.msc > computer configuration > administrative templates > network > QoS packet scheduler> double click on Limit reservable bandwidth > check/select the enabled radio button> in potios frame > bandwidth limit(%) to 0> apply > ok.
Infotech Ad Top new
Infotech ad post page Top

সবাইকে ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা। আজ আবার আপনাদের সামনে হাজির হলাম কম্পিউটার বিষয়ক ধারাবাহিক প্রকাশনা ‘যতনে রাখিব যন্ত্র’-এর ৩য় পর্ব নিয়ে। যারা বিগত পোষ্ট দুটি এখনো দেখেননি তারা ১ম পর্বটি পড়তে এইখানে ক্লিক করুন এবং ২য় পর্বটি পড়তে এইখানে ক্লিক করুন । আজকের প্রকাশনাটি মূলত ইন্টারনেট ও এর ব্রাউজার সম্পর্কিত। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ……..
১৩. উইন্ডোজ বড়ই চালাক| আপনি যে ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করবেন তার ২০% সে তার উইন্ডোজ আপডেট করার জন্য সবার অলক্ষে রেখে দেয়| যার ফলে ইন্টারনেট কানেকশনে আশানুরুপ স্পিড পাওয়া যায় না| তাহলে চলুন তার এই প্রসেসটা বন্ধ করে দেই|
আপনার ইন্টারনেট স্পিড ২০% বেড়ে গেল|
১৪. সিয়াম রুপালী নামক একটা ইউনিকোড ফ্রন্ট আছে যা আপনি Fonts ফোল্ডারে পেস্ট করুন। না থাকলে নিচে ক্লিক করে ডাউনলোড করুন।
আর Fonts ফোল্ডারটি পেতে ক্লিক করুন Start > Control Panel > Fonts > তারপর পেষ্ট করুন। পরবর্তি কিছু কাজের জন্য এই ফ্রন্ট দরকার হবে।
১৫. মোটামুটি উইন্ডোজের কাজ শেষ। এখন কিছু সফটওয়্যারের কথা বলব। যারা আমার মত নকিয়া মোবাইলকে মডেম হিসেবে ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করেন তারা অভি সুইট অথবা পিসি সুইট ইন্সটল করুন। লেটেস্ট নকিয়া সুইট ডাউনলোড করে ইন্সটল না করাই ভাল। কারন সম্প্রতি নকিয়া আর মাইক্রোসফট এক হয়ে কাজ করছে। তাই কথা একই নকিয়া সুইট ব্যবহার করতে হলে আপনাকে উইন্ডোজ ভ্যালিডেশন( validation) পরীক্ষায় পাস করতে হবে। তাই নকিয়া সুইট এড়িয়ে যান।
যারা নকিয়া বাদে অন্যান্য মোবাইল মডেম হিসেবে ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করেন তারা এখন ঐ মোবাইলের নির্দিষ্ট সুইট ইন্সটল দিন।
যারা মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তারা মডেম এর সফটওয়্যার সেটআপ দিন।
এই মডেম বা যেকোন সুইট, এক্সপিতে ইন্সটলের সময় একটি সমস্যার বার্তা দেখাতে পারে। আর তা হলো HOTFIX ফিক্স করা। এইটা ফিক্স না করলে সাধারনত মডেম এ কিছুটা স্পিড কম পাওয়া যেতে পারে বা মডেম ইউ এস বি তে ঠিকমত কানেক্ট নাও হতে পারে।
১৬. এবার মজিলা ফায়ারফক্স ইন্সটল দিন যার মাধ্যমে খুব স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। লেটেস্ট ভার্সনটা ইন্সটল দিন। তবে আমার কাছে মজিলার ৩৩ নং ভার্সনটাই সবচেয়ে ভাল লাগে। মজিলা অনেক সময় ক্রাশ ( crash) করতে পারে। এক্ষেত্রে আপনি তার ভার্সনটা পরিবর্তন করলেই সেই সমস্যার সমাধান হতে পারে ।মজিলার ইন্সটল হয়ে গেলে এবার এর একটা অ্যাড অন্স ইন্সটল করতে রিকমান্ডেড (recommend) করবো। অ্যাড অন্সটির নাম Multifox.
অনেকেই আমরা মজিলা ঠিকই ব্যবহার করি, কিন্তু এটি দিয়ে যে ইন্টারনেটের সকল ওয়েব সাইটের ক্লিয়ার কাট বাংলা ভাষা দেখা যায় তা জানি না। তো চলুন সেই সেটিংটা একটু ঠিক করে নেই, যাতে মাতৃভাষা বাংলা স্পষ্ট, স্বচ্ছ ও বড় বড় অক্ষরে দেখতে পারি।
মজিলা ফায়ারফক্স চালু করুন। ক্লিক করুন Tools > Options > Content Tab > তারপর Fonts and Colors সেটিংসের আন্ডারে যে Advanced… আছে তাতে ক্লিক করুন। এখন ড্রপডাউন মেনু থেকে এই সেটিংস গুলো চেন্জ করুন।
Fonts for : এখানে Bengali সিলেক্ট করুন।
Proportional: Sans Serif
Serif: Siyam Rupali (খুজেঁ না পেলে পয়েন্ট নং ১৪ আবার দেখুন
Sans-serif: Siyam Rupali
Monospace: Siyam Rupali size: 16
তারপর নিচের একটা সেটিংস
Default Character Encoding: Unicode (UFT-8)
এর পর Ok. ব্যস শেষ।
Settings for Speed up Mozilla:
go to address bar type about:config press enter.
Then firefox configuration will come. Change the value of TRUE of these network.http.pipelining,
network.http.proxy.pipelining, network.dns.disableIPv6 and
plugin.expose_full_path .
then change the value 8 instead of 4 of network.http.pipelining.maxrequests.
now creater a new integer preference named nglayout.initialpaint.delay give value 0.
Same way content.notify.backoffcount > 5, ui.submenuDelay > 0, content.max.tokenizing.time > 2250000, content.notify.interval > 750000 , browser.cache.memory.capacity > 65536 ,
now create two buliean preference named content.interrupt.parsing and content.notify.ontimer give the value true … now you see your firefox speed up.
১৭. মজিলা ফায়ারফক্স চালু করার পর একটি কাজ আমি সবসময় করি যা এখন আমি আপনাদের করে দেখাবো। Task Manager চালু করবো। কিবোর্ডের তিনটা বাটন Ctrl+Alt+Delete একসাথে ক্লিক করলেই তা চালু হবে। এরপর এর Application ট্যাব এ দেখবেন আপনার নেটওয়ার্ক কানেকশনের এপ্লিকেশন আছে। তাতে মাউজের রাইট ক্লিক করুন। go to process এ যান । প্রসেস ট্যাবে আপনার নেটওয়ার্ক কানেকশনের প্রসেসটি দেখাবে। এখন সেই প্রসেসটির উপর মাউজের রাইট ক্লিক করে Set Priority থেকে AboveNormal সিলেক্ট করে দিন।
একই ভাবে আবার process ট্যাবে Firefox.exe নামক একটা প্রসেস দেখতে পারবেন। যাতে মাউজ রেখে রাইট ক্লিক করুন। set priority থেকে high সিলেক্ট করে দিন। প্রতিবার মজিলা চালু করে এটি করতে হবে। কারন মজিলা বন্ধ করলে এই সেটিংস টা থাকে না। এই সেটিংসটা শুধু মাত্র এ্যাডভান্স ব্যবহারকারীদের জন্য। নতুনরা এই ১৭ নং পয়েন্টটা এড়িয়ে যান।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন আর আপনার প্রিয় যন্ত্রটিকে যতনে রাখুন।
Tags
# কম্পিউটার
Share This
About www.infotechlife.com
কম্পিউটার
Ярлыки:
কম্পিউটার
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
2 comments:
ধন্যবাদ ভাই রিয়াজ, আপনার লেখা অসাধারন। তবে আপনার লেখা এডিট করতে গিয়ে মনে হচ্ছে আপনার লেখাটা বিভিন্ন ফরম্যাটের হচ্ছে। কারনটা আপনিই ভাল বলতে পারবেন। এর ফলে কোন লেখার ফন্ট ছোট আবার কোনটা বড় আকারের দেখা যাচ্ছে। এটি আপনি নিজেই ঠিক করতে পারবেন। আপনি সমস্ত লেখাটা সিলেকট্ করুন, তারপর উপরের এডিটরের Tx চিহ্নটির উপর ক্লিক করুন। দেখবেন আপনা সমস্ত লেখা একই ফরমাটের হয়েগেছে। এর পর আপনার পছন্দ অনুযায়ী আবার ফরমাট করুন। পাবলিশ করার আগে Automatic permalink এড়িয়ে চলুন কারন সেটা মোটে এসই্ও বান্ধব নয়। Custom Permalinkএ গিয়ে আপনার পোস্ট রিলেটেড key word বসান। আর হ্যা একাধিক Keywords বসাতে হাইফেন(-) ব্যবহার করুন। আরও ভাল জানতে আমার এই টিউটোরিয়ালটি পড়ুন-http://www.infotechlife.com/2015/07/seo-before-publishing-post-at-blogger.html
লেখার পাশা-পাশি আমার কমেন্ট এর রেসপন্স করলে খুশি হব। এটি ও একজন ভাল ব্লগারের বৈশিষ্টি। আমার লেখাগুলো গিয়ে পড়ুন আর কমেন্টকরুন।
Post a Comment