![]() |
মোঃ গোলজার হোসেন- অনলাইন রাইটার এন্ড কলামিস্ট |
সকলকে আমার ব্লগে স্বাগতম। আশা করি সকলে ভাল আছেন। বর্তমান পৃথিবী বিশেষ করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো বিশ্ব মোড়ল ও তাদের ক্রীড়ানকদের দ্বারা সৃষ্ট এক অশান্ত ও অস্তিতিশীল পরিস্থিতি প্রত্যক্ষ করছে। বলা হয়ে থাকে যে, আমরা আরব বিশ্বে যে অস্থিতিশীল ও অশান্ত পরিবেশ লক্ষ্য করছি তার মূলেই রয়েছে ফিলিস্তিন-ইসরায়েল সংকট। বিশ্ব মোড়ল আমেরিকার একচোখা নীতি ক্রমাগতভাবে মুল পরিস্থিতিকে এড়িয়ে চলার কারনেই আজ ফিলিস্তিনীরা নিজ দেশে অস্তিত্বের সংকটে পড়েছে, যেখানে তারা বহুকাল আগে থেকে বসবাস করে আসছিল। আমি আমার এই লেখনীতে সাধ্যমত চেষ্টা করেছি একটি প্রশ্নের উত্তর খুঁজতে আর তা হল কেন ইসরায়েল আর ফিলিস্তিন দুটি জাতি একটি ভুখন্ডকে নিয়ে তাঁদের নিজ নিজ দাবিতে অনড়? আর কেনই বা ইসরায়েল ফিলিস্তিনীদের অধিকারকে পায়ে দলে একে অপরের অধিকার ছিনিয়ে নিতে তৎপর? আশা করি আমার এই ধারাবাহিক লেখনী আপনাদের জ্ঞান তৃঞ্ষার সামান্যতম হলেও মেটাবে। আর তা পারলেই আমি আমার শ্রমকে স্বার্থক বলে মনে করব। গঠন মুলক মন্তব্য পেলে উৎসাহিত হব।
No comments:
Post a Comment