জাতীয়করণে গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর চিঠি - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

জাতীয়করণে গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর চিঠি

জাতীয়করণে গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর চিঠি

Share This


বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। তাই ঈদ পর্যন্ত অপেক্ষা করা হবে। এসময়ের মধ্যে দাবি মেনে নেয়া না হলে ঈদের পরে বড় ধরনের আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়া হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনের সভাপতি মামুনুর রশিদ (খোকন)।

রশিদ বলেন, এখন রমজান চলছে। এছাড়া জাতীয়করণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী একটি চিঠি দিয়েছেন। তাই ঈদ পর্যন্ত অপেক্ষা আমরা করব। তারপর আমরা বৈঠক করে কর্মসূচি ঘোষণা করব। ঈদের পরে বড় ধরনের আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়া হবে।

সভাপতি আরো বলেন, এখনও সারাদেশে জাতীয়করণযোগ্য ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় ও এর কর্মরত শিক্ষকরা জাতীয়করণ থেকে বঞ্চিত। তাদের এ যৌক্তিক দাবি মেনে না নিলে ঈদের পরে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই দফায় প্রায় ৩৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ৯ জানুয়ারি জাতীয় প্যারেড স্কয়ারে প্রাথমিক শিক্ষক মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২৬ হাজার ১৯৩টি স্কুলকে জাতীয়করণের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব কামার হোসেন, সদস্য মো. বদরুল আমিন ফরহাদ, মো. ফিরোজ উদ্দিন, হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্রঃ এডুকেশন বাংলা ডট কম

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages