অনুগল্পঃ তারা অনেক ভাগ্যবান - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

অনুগল্পঃ তারা অনেক ভাগ্যবান

অনুগল্পঃ তারা অনেক ভাগ্যবান

Share This

এক অন্ধ বালক একটি বড় ব্যাংকের সামনে বসে ছিল।তার সামনে ছিলো একটি থালা আর হাতে ছিল একটিকাগজ, যাতে লেখাঃ
"আমি অন্ধ অনুগ্রহ করে আমাকে সাহায্যকরুন।"
সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটি পয়সাই জমেছিলো।ব্যাংকের এক চাকুরিজীবী ব্যাংকে ঢোকার সময় অন্ধটিকে দেখলেন। তিনি তারমানিব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিলেন, তার হাতের কাগজটি নিলেন এবং এর পেছনে কিছু লিখলেন। এর পর ছেলেটির হাতে তা ধরিয়ে দিলেন যাতে সবাই
নতুন লেখাটি দেখতে পায়। এরপর আশ্চর্যজনক ভাবে সবার সাহায্যের পরিমান বেড়ে গেল। অনেক বেশি লোক অন্ধ ছেলেটিকে সাহায্য করতে থাকলো, তার থালাও টাকায় ভরেউঠলো। বিকেলে সেই ব্যাংকার তার অফিস থেকে বেড়িয়ে ছেলেটিকে দেখতে এলেন। তার গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করলো,"আপনি কি সেই লোকযে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলেন? কি লিখেছিলেন আপনি?"
লোকটি বললেন, আমিও সত্যটাই লিখেছিলাম তবে একটু ভিন্ন ভাবে।লিখেছিলাম, ‘‘আজ খুব সুন্দর একটি দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না।’’

দুটো লেখাই মানুষকে বলে যে 'ছেলেটি অন্ধ।'
কিন্তু প্রথমটি শুধু বলে যে, 'সে অন্ধ।' কিন্তু দ্বিতীয় লেখাটি মানুষকে বলে 'তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয়।'

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages