ভ্রান্ত স্বপ্ন / মোঃ কামাল হোসেন। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

ভ্রান্ত স্বপ্ন / মোঃ কামাল হোসেন।

ভ্রান্ত স্বপ্ন / মোঃ কামাল হোসেন।

Share This
"ভ্রান্ত স্বপ্ন"
           <<<♥>>>
*-মোঃ কামাল হোসেন-*
                       তারিখ: ১১/০৪ /১৮ ইং

আমি আর স্বপ্ন দেখতে চায়না
কারণ স্বপ্ন কখনো আপন হয়না।
আমি আর বিভোর ঘুমাতে চায়না
ঘুম যে আমার স্বপ্নের বায়না।

আমি স্নপ্ন দেখেছিলাম এ দু'টি নয়নে!
দু'দন্ড শান্তি এসেছিল মনোপ্রাণে
আমি যে স্বপ্ন দেখেছি ভালোবেসে!
স্বপ্নরা কি আমায় ভালোবাসে?

আমি স্বপ্ন পূরণে এক ব্যর্থ মানব
মিথ্যে আশায় দেখেছি কত চমক!
আমি এক কুলাঙ্গার স্বপ্নচারী
অকারণে স্বপ্ন কত করেছি চুরি।

আমি স্বপ্নের কাছে প্রশ্ন রাখি
ভুল টা কি শুধু আমারই সখী?
আমি স্বপ্ন দেখা এক ক্লান্ত মানুষ
স্বপ্নরা আমায় করেছে বেহুঁশ।

আমি পংকিল পথে অসহায় আঁধারে
ছুটে যেতাম তোমার স্বপ্নের করিডোরে!
আসবে কত মুক্ত প্রাণের মেলা
যারা দেখেছো স্বপ্ন ভাঙার খেলা।



আমি বাঁচতে চায়না স্বপ্নের মাঝে
নিশিদিন নির্জনতায় শুধু অশ্রুসাজে।
আমি কাঁদতে এসেছি দিনের আলোয়
ভ্রান্ত স্বপ্নগুলো হয়ে গেল এলোমেলো।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages