অভাব দমাতে পারেনি অদম্য মীরাকে - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

অভাব দমাতে পারেনি অদম্য মীরাকে

অভাব দমাতে পারেনি অদম্য মীরাকে

Share This

সিলেটের ওসমানীনগরে পিতৃহীন মীরা দাসের পরিবারে অভাব নিত্য সঙ্গী। কিন্তু অভাবের কালো থাবা রুখতে পারেনি অদম্য মিরাকে। বুকে লালিত আগামীর আলোর স্বপ্ন এবং নিজেরে মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে চলতি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। সার্বিক ফলাফল বিপর্যয়ের কারণে তার শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয় ঘটলেও একমাত্র সে কৃতিত্বপূর্ণ ফলাফল করতে সক্ষম হয়েছে।

ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মীরা দাস। সহায়-সম্বলহীন পরিবারে জন্মের পর থেকে অভাবের সাথে পরিচয় তার। ২০১৫ সালে তার বাবা মনি লাল দাস মারা গেলে ২মেয়ে ও ১ ছেলেকে নিয়ে সাগরে ভাসেন তার মা শংকরি দাস। মানুষের বাড়িতে কাজ করে এবং প্রতিবেশীদের সহযোগীতা নিয়ে ঘরভাড়াসহ সংসার চালিয়ে আসছেন তিনি। অভাবের কারণে অর্ধাহার অনাহারে কাটে তাদের জীবন। পরিবারের এই দূর্দশা ঘোছাতে ছোট বেলা থেকেই জীবনে বড় হওয়ার স্বপ্ন লালন করে আসছে মেধাবী মীরা। পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে মেধার স্বাক্ষর রাখে তবে জেএসসিতে অল্পের জন্য জিপিএ-৫ থেকে বঞ্চিত হয়। মেধাবী হওয়ার সুবাধে শিক্ষকদের কাছ থেকে অনেক সুবিধা নিতে সক্ষম হয় সে। ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলেও অভাব তার স্বপ্ন বাস্তবায়নের অন্তরায় জেনে প্রশাসনিক ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছে এখন।

মীরার সাথে আলাপকালে সে তার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক, বিনা পারিশ্রমিকে পড়ানো প্রাইভেট শিক্ষক, প্রতিবেশী ও সহপাঠী রিমা গুপ্তসহ অনেকের সহযোগীতার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জানায়। রীমা সুরমানিউজকে বলে, যত প্রতিবন্ধকতা থাকুক না কেন ইচ্ছা থাকলে লেখাপড়ায় ভাল ফলাফল করা সম্ভব। ভাল শিক্ষার্থী হলে সকলের সহযোগীতা পাওয়া যায়। নিজের ভবিষ্যত স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলের আর্শিবাদ কামনা করে সে।

রীমার মা শংকরী দাস বলেন, অভাবের সাথে যুদ্ধ করে চলে আমার সংসার। মেয়ের কৃতিত্বপূর্ণ ফলাফল আমার কষ্টকে সার্থক করে তুলেছে।

গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছ সুরমানিউজকে বলেন, ইচ্ছা থাকলে যেকোন শিক্ষার্থী শত প্রতিবন্ধকতার মধ্যেও ভাল ফলাফল করতে পারে এর উজ্জ্বল দৃষ্টান্ত মীরা দাস। অভাবী পরিবারের মেয়ে হলেও সে খুব মেধাবী। ফলাফল বিপর্যয়ের মধ্যে বিদ্যালয় থেকে একমাত্র সে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে সক্ষম হয়েছে।

সুত্রঃসুরমানিউজ২৪

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages