মানুষ বড় একা / মোঃ কামাল হোসেন। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

মানুষ বড় একা / মোঃ কামাল হোসেন।

মানুষ বড় একা / মোঃ কামাল হোসেন।

Share This
"মানুষ বড় একা"
           <<<♦>>>
*-মোঃ কামাল হোসেন -*
                       তারিখ: ১৭/০৩/১৮ ইং

আমি মানুষ চিনিনা,
এতো কোলাহল
এতো লোকালয়
মানুষ বড় আজব।

জেনে রেখো শুধু
এটাই সত্য
মানুষ হল
প্রয়োজনে তোষামদ।

যখন স্বার্থ ফুরাবে
করবে আড়াল
নিঃস্বার্থ ভার
বেঈমানের চরিত্র।

তুমি কতটুকু পেলে
জীবনের ডাইরীতে
শত ব্যস্ততায়
করে আমন্ত্রণ।

মানুষ বড় একা
নিঃস্বঙ্গ দ্বীপ
পড়ে রয় যেন
অদৃশ্য কালিতে।

আমি যে মানুষ
ক্লান্তভারে খুঁজেফিরি
স্বজন প্রিয়জন
একাকীত্ব অনুমন।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages