কলা / মোঃ কামাল হোসেন। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

কলা / মোঃ কামাল হোসেন।

কলা / মোঃ কামাল হোসেন।

Share This
"কলা"
  <<-------------------------->>
     মোঃ কামাল হোসেন।
                               তারিখ: ০৩/০৫/১৮ ইং

কলাতে আছে যতো জাদুকরী গুন,
বিশ্বব্যাপি জনপ্রিয় ফলটির অনেক গুন।
মিষ্টি স্বাদের এই ফলটি বেশ সুস্বাদু,
পুষ্টিকর খাবার এটি কাঁচা পাকায় জাদু।

কলাতে আছে যতো জাদুকরী গুন,
মন খুলে বলি শোনো আছে যতো গুন।
ভুটভাট শব্দ করে আরও পেট ফাঁপা,
সমাধান হবে খেলে মারছিনাতো চাপা।

কলাতে আছে যতো জাদুকরী গুন,
পাকস্থলীতে ক্ষতিকর ব্যাকটেরিয়া খুন।
নিয়মিত খেলে কলা বুক জ্বালাপোড়া কমে
ভরা পেটে খেলে কলা সুফল হজমে।

কলাতে আছে যতো জাদুকরী গুন,
নিকোটিন দূর করতে কলার অনেক গুন।
আছেন যতো বিষন্নতা ভুক্তভুগী গন,
কলা খেলে উপকার শুনুন বন্ধু গন।

কলাতে আছে যতো জাদুকরী গুন,
ক্যালোরি ক্যালসিয়ামে ভরা আয়রন।
শরীরে শক্তি যোগায় হাড়ের অনেক গুন,
রক্ত শূন্যতা দূর করে দেয় খনিজ লবণ।

কলাতে আছে যতো জাদুকরী গুন,
দাঁতকে সাদা করতে খোঁসার আছে গুন।
ডায়রিয়া পানি শূন্যতার অভাব করে দূর,
রক্তচাপ নিয়ন্ত্রণে কলা খাও ভরপুর।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages