উপহার / মোঃ কামাল হোসেন। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

উপহার / মোঃ কামাল হোসেন।

উপহার / মোঃ কামাল হোসেন।

Share This
""উপহার"'
মোঃ কামাল হোসেন।

_______উপহার তো উপহারই! সবাই চাই প্রিয়জনকে যে কোনো উপহার দিলে সে খুশি হবে। শুধু তাই নয়,দিতে পারাটার মধ্যেও আনন্দের কমতি থাকেনা। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভালবেসে প্রিয় মানুষটাকে উপহার দিতে পছন্দ করেন। পাশাপাশি এমনও মানুষ আছে উপহার পেলে খুশি হয়। আর এটাই হওয়া স্বাভাবিক বলে আমি মনে করি।

কিন্তু যখন দেখবেন আপনার সেই শখের উপহারটি ফেরৎ দিয়ে বলে sorry তখন আসলে নিজেকে ছোট আর নির্বধ বলে মনে হয়। নিজেকে লুকানোর তখন আর জায়গা থাকেনা। এমন আচরণে তখন মনে হবে কেউ কারও না। সত্যি অর্থে, প্রিয়জনকে উপহার দেয়ার জন্যে কোনো দিনক্ষণ লাগেনা,সময়ও নির্ধারন করতে হয়না। সেটায় শুনে আসছি। সেটা যে কোনো ক্ষন,যে কোনো মুহুর্ত হতে পারে।

তবে হ্যাঁ,অসৎ উদ্দেশ্যে যদি কিছু উপহার দেওয়া হয়, আর সেটায় যদি সন্দেহমূলক বিযয় বোঝা যায়,তবে সেটা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আর যদি উপহারটা স্বাবলিল ভাবে গ্রহন যোগ্য হয়,তাহলে ফেরত না দেয়াটাই ভাল। বেশির ভাগ ক্ষেএে কেউ অসৎ উদ্দেশ্যে প্রিয়জনকে উপহার দেয়না,মূলতো ভালবেশেই বা ভাললাগা থেকেই দিয়ে থাকে।

____সবাইকে ধন্যবাদ।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages