প্রধানমন্ত্রী বরাবর একজন প্রাথমিক শিক্ষকের খোলাচিঠি - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

প্রধানমন্ত্রী বরাবর একজন প্রাথমিক শিক্ষকের খোলাচিঠি

প্রধানমন্ত্রী বরাবর একজন প্রাথমিক শিক্ষকের খোলাচিঠি

Share This

মাননীয় প্রধানমন্ত্রী, প্রাগম মন্ত্রী, অর্থমন্ত্রী, জনপ্রসাশন মন্ত্রী, প্রাথমিক শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত সকলের কাছে খোলা আবেদন।

বিষয়ঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমস্যা সমাধানে  আপনাদের সদয় দৃষ্টি আকর্ষন পূর্বক ব্যবস্থা গ্রহণ প্রসংগে।

মহাত্মন,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় নিবেদন এই যে, এ দেশের লাখো সহকারী শিক্ষকবৃন্দের পক্ষ থেকে অতি বিনিয়ের সহিত আপনাদের সদয় অবগতি ও বেতন বৈষম্য সমন্বয়ের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ৮ম পে-স্কেলে বেতন নির্ধারনের পর সিনিয়র শিক্ষকদের চেয়ে জুনিয়র শিক্ষকদের মুল বেতন বেশী হওয়ার বাস্তব ক্ষেত্র গুলো এবং বাড়ী ভাড়া ভাতাসহ অন্যান্য অসংগতি গুলো তুলে ধরলাম।

চাকুরীতে আগে যোগদান করেও বেতন কম==============================১৪/০৯/২০১০ এ সরকারি প্রাথমিকে যোগদান----------------------------------------------------------------০৯/০৩/২০১৪ উন্নীত স্কেলে বেঃনিঃ=৫২০০/-
১৪/০৯/২০১৪ বার্ষিক ইনক্রিমেন্টসহ=৫৫২০/-
০১/০৭/২০১৫ পে-ফিক্সেশনে বেঃনিঃ=১০৭১০/-
১৪/০৯/২০১৫ ইনক্রিমেন্টসহ বেতন=১১২৫০/-
০১/০৭/২০১৬ ইনক্রিমেন্টসহ বেতন=১১৮২০/-
২১/০৫/২০১২ এ নব সরকারি প্রাথমিকে যোগদান----------------------------------------------------------------------০৯/০৩/২০১৪ উন্নীত স্কেলে বেঃনিঃ=৫২০০/-
২১/০৫/২০১৪ বার্ষিক ইনক্রিমেন্টসহ=৫৫২০/-
২১/০৫/২০১৫ বার্ষিক ইনক্রিমেন্টসহ= ৫৮৪০/-
০১/০৭/২০১৫ পে-ফিক্সেশনে বেঃনিঃ=১১২৫০/-
১৫/১২/২০১৫ ইনক্রিমেন্টসহ বেতন=১১৮২০/-
০১/০৭/২০১৬ ইনক্রিমেন্টসহ বেতন=১২৪২০/-

১। এখানে পরিলক্ষিত হয় যে, ১৪/০৯/২০১০ এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকারী একজন সহকারী শিক্ষকের ০১/০৭/২০১৬ তারিখের মুল বেতন ১৪তম গ্রেডে ১১৮২০/- টাকা। 
আবার ২১/০৫/২০১২ তারিখে রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকারী একজন সহকারী শিক্ষকের মুল বেতন ০১/০৭/২০১৬ ঐ ১৪ গ্রেডে ১২৪২০/- টাকা। এখানে লক্ষনীয় প্রায় দুই বছর পরে যোগদান করেও একই গ্রেডে জুনিয়র শিক্ষকের মুল বেতন বেশী। 
২। সহকারী শিক্ষক হিসেবে ২০০৩ সালে ৩০ জুন পর্যন্ত যারা যোগদান করেছেন তারা ২ টা টাইম স্কেল নিয়ে ১২তম গ্রেডে ০১/০৭/২০১৬ তারিখে মুল বেতন ১৫১৮০/- টাকা। 
আবার ২০০৩ সালে জুলাই মাস হতে যারা একই পদে যোগদান করেছেন,  তারা জুলাই বা এর পরে ২য় টাইম স্কেল নিয়ে ১২ তম গ্রেডে ১৫৯৪০/- টাকা মূল বেতন দাড়িয়েছে। তাহলে এখানেও সিনিয়রদের চেয়ে জুনিয়রদের মুল বেতন বেশী।। 
৩। এমনি ভাবে আরও লক্ষনীয় ৩/৪ বছরের ব্যবধানে একই পদে একই গ্রেডে যোগদান করেও মূল বেতন সমান হয়ে গেছে। তাহলে জুনিয়র সিনিয়রদের সার্বিস বেনিফিট কি থাকলো।
৪। একই পদে চাকরী করে ১৪ ডিসেম্বর/১৫ পর্যন্ত টাইম স্কেল প্রদান করায়, আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত টাইম স্কেল না প্রদান করায় বেতন বৈষম্য সৃষ্টি হয়েছে।
৫। যারা একই পদে তিনটা উচ্চতর গ্রেড পেয়ে গেছে। তাদেরতো তিনটাই বহাল থাকবে। আর এখন পাবে একই পদে দুইটা উচ্চতর গ্রেড। তাহলে একই পদে কেউ দুইটা আর কেউ তিনটা উচ্চতর গ্রেড !
৬। বাড়ি ভাড়ার ক্ষেত্রে ৮ম বেতন স্কেলে ১৬০০০/- টাকা থেকে ৪০% নির্ধারন করা আছে। তবে এটা সিটির বা মহানগরীর বাইরে চাকরীজীবিদের জন্য, আর এখানে সর্বনিম্ন বাড়ী ভাড়ার পরিমান ৭০০০/- টাকা।  এখানে লক্ষনীয় ১৫ গ্রেডে যার মূলবেতন ১৫৮৭০/- টাকা, সে বাড়ি ভাড়া পায় ৭১৪১.৫০ টাকা। তার পরবর্তী বছরের মূল বেতন ১৬৬৭০/- টাকায় সে কি করে ৭০০০/- টাকা বাড়ি ভাড়া ভাতা নিবে। 
১২ গ্রেডে যার মূলবেতন ১৫৯৪০/- টাকা, সে বাড়ি ভাড়া পায় ৭১৭৩/- টাকা। তার পরবর্তী বছরের মূল বেতন ১৬৭৪০/- টাকায় সে কি করে ৭০০০/- টাকা বাড়ি ভাড়া ভাতা নিবে। ১১ গ্রেডে যার মূলবেতন ১৫৯৮০/- টাকা, সে বাড়ি ভাড়া পায় ৭১৯১ টাকা। তার পরবর্তী বছরের মূল বেতন ১৬৭৮০/- টাকায় সে কি করে ৭০০০/- টাকা বাড়ি ভাড়া ভাতা নিবে। আর বাড়ি ভাড়া ভাতা ৭০০০/- টাকার স্থলে ৭২০০/- টাকা হলে মনে হয় এ সমস্যা থাকবে না।
৭। পিটিআই সংলগ্ন পরীক্ষন বিদ্যালয়ের শিক্ষকগন ৫ম শ্রেণি পর্যন্ত পাঠ দান করেন,  অথচ সেখানে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে ১৬০০০/- টাকা আর প্রাথমিক বিদ্যালয়ে বেতন দেওয়া হয় ১৪ তম গ্রেড ১০২০০/- টাকা বেতন প্রদান করা হয়। তাছাড়া তারা প্রমোশন পেয়ে ইন্সট্রাক্টর হয়। আর প্রাথমিক সহকারী শিক্ষকগন একই পদে অনেকে সারা জীবন চাকুরী করেন।
৮। সরাসরি প্রধান শিক্ষক পদে প্রাথমিক বিদ্যালয় ব্যাতিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ করা হয়। প্রাথমিকেও সরাসরি নিয়োগ বন্ধ করে অভিজ্ঞতার ভিত্তিতে সিনিয়র সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক নিয়োগের আবেদন জানাই। 
৯। পদোন্নতি বা চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে দেখা যায় কোন কোন উপজেলায় ৩/৪ বছরে পদোন্নতি হচ্ছে, আবার কোন কোন উপজেলায় ২৫/৩০ বছরে পদোন্নতি, আবার কোন কোন উপজেলায় পদোন্নতি না পেয়ে সহকারী শিক্ষক হিসেবে অবসরে গমন। এই সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনয়ের সাথে আবেদন জানাই।
১০। বর্তমানে প্রধান ও সহকারী শিক্ষকদের মধ্যে বিদ্যমান ৩ ধাপ হওয়ার কারণে প্রধান শিক্ষকদের সাথে মূল বেতনে ১০ হাজার টাকার বেশী বেতন বৈষম্য হয়েছে। ৯ মার্চ ২০১৪ তারিখ থেকে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড আপগ্রেড না করলে এই বিশাল বৈষম্য দূরীকরন করা সম্ভব নয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের নিকট বিনয়ের সহিত জোর আবেদন জানাইতেছি।
১১। প্রাথমিক শিক্ষকদের উন্নিত বেতন স্কেলে ধাপে মিললে ধাপে, না মিললে নিম্ন ধাপে বেতন নির্ধারণের জন্য প্রায় প্রত্যেক শিক্ষকের মূল বেতন পুর্বে প্রাপ্ত বেতনের চেয়ে কমে যায়। এমনিতে আমরা নিম্ন গ্রেডে বেতন পাই। গ্রেড বাড়িয়ে প্রাপ্ত বেতন হতে বেতন কম পেলে খুবই কষ্ট লাগে। তাই উচ্চ ধাপে বেতন নির্ধারণের জন্য বিনয়ের সহিত আবেদন জানাই।
১২। আমরা শিক্ষকগন নন-ভ্যাকেশনাল চাকুরীজীবীদের সমান ছুটি ভোগ করেও ভ্যাকেশনাল হিসাবে অর্ধগড় বেতনে ছুটি গননা করে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থসহ ১৮ মাস অবসর প্রস্তুতি ছুটি থেকে বঞ্চিত হই। বিষয়টি আপনাদের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিনয়ের সাথে আবেদন জানাই।

১৩। অতীব দূঃখের সাথে আরও একটি বিষয় অবগত করতে চাই যে, যেখানে দুপুরে খাবার বাবদ প্রতি কর্মকর্তা/কর্মচারীকে দৈনিক ২০০/- টাকা করে প্রতি কর্মদিবসে প্রদান করা হয় সেখানে আমাদের মাসিক টিফিন ভাতা মাত্র ২০০/- টাকা। এটা হয় মান সম্মত করা হোক, না হলে বন্ধ করে দেওয়া হোক।
১৪। বিদ্যালয় সময় সূচী সকাল ৯.১৫ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত হওয়ায় কোন সচেতন অভিভাবক তাদের ছেলে মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে চান না। তা ছাড়া দীর্ঘক্ষন শিশুদের বিদ্যালয়ে রাখার কারণে অনেক শিশুই অসুস্থ হয়ে পড়ে। তাই বিদ্যালয়ের সময় সূচী কমানোর জন্য বিনয়ের সাথে আবেদন জানাই।

এতএব মহোদয় সমীপে আকুল আবেদন, আমাদের সমস্যা গুলো দ্রুত সমাধান পুর্বক প্রাথমিক শিক্ষাকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনাদের সদয় মর্জি হয়। 

বিনীত নিবেদক
আপনাদের একান্ত অনুগত
মোস্তফা জামাল উদ্দীন
মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক
কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি।
মোবাইল নং-০১৭১১-২০৮৭৫১.

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages