ইনফোটেকলাইফ ডেস্ক:
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ রবিবার । সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীন একযোগে দেশের বড় এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করার কথা রয়েছে।
দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট, মোবাইলে এসএমএসের মাধ্যমে ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
ফল জানার উপায় :
মোবাইলে ফলাফল জানতে: যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। মোবাইল থেকে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম (SSC/ALIM/TEC) লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
আরও সহজে জানতে:
এসএমএস এ ফলাফল পেতে SSC < স্পেস > বোর্ডের Name এর প্রথম তিন অক্ষর < স্পেস >
রোল নম্বর < স্পেস > পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
যেমন: ঢাকা বোর্ডের জন্য, SSC Dha 223657 2018 এবং Send করবেন 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানানো হবে।
Step 1: Go to Education Board’s official result website: www.educationboardresults.gov.bd
Step 2: Select “SSC/Equivalent” under the “SSC Examination” tab.
Step 3: Select the year 2018 under the “Year” tab.
Step 4: Select your board under the “Board” tab.
Step 5: Enter your roll number as printed on your hall ticket.
Step 6: Fill in the Captcha Form to verify that you’re a human.
That’s it! Now you can view your results and take a print out if you want. Just click the “Print” button.
SSC result marksheet 2018 BY SMS
All Education Board SMS Short Code Name:
DHA = Dhaka Board SSC result marksheet 2018
COM = Comilla Board SSC result marksheet 2018
JES = Jessore Board SSC result 2018
BAR = Barisal Board SSC result 2018
SYL = Sylhet Board SSC result 2018
RAJ = Rajshahi Board SSC result marksheet 2018
DIN = Dinajpur Board SSC result marksheet 2018
CHI= Chittagong Board SSC result 2018
MAD = Madrasah Board SSC result marksheet 2018
ওয়েবসাইট থেকে ফলাফল জানতে : ইটারনেটে এস এসসির ফলাফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো: www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করতে পারবে।




No comments:
Post a Comment