সকলকে ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা। বরাবরের মতই এবারও আসলাম পঞ্চম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের জন্য Unseen passage নিয়ে। এবারে এই Unseen passage হতে ৩১ নম্বরের প্রশ্নোত্তর লিখতে হবে। পরিমার্জিত কাঠামো ২০১৮/এপ্রিল অনুযায়ী এবারে প্রশ্নে এমসিকিউ(MCQ) বাদ দেওয়া হয়েছে। এবং ইংরেজী প্রশ্নে True/False সংযোজন করা হয়েছে। প্রশ্নকাঠামোর নম্বর বিন্যাসেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ইনফোটেকলাইফ সবার আগে অনলাইনে পঞ্চম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের জন্য এবারের সমাপনী পরিক্ষার জন্য সম্ভাব্য Unseen passage মডেল টেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলো । আপনার কোমল মতি শিশুদের এই শিটগুলো অনেক কাজে দেবে। আজকের এই শিটটি গরিব কাঠুরে ও পরীর গল্প নিয়ে । আশা করি এই শিটগুলো প্র্যাকটিসের মধ্যদিয়ে আপনার শিশুটি নিজেকে যাচাই করে নিতে পারবে।
নিচের এই শিটটি ডাউনলোড করতে, পপ আউট বাটনটিতে ক্লিক করুন,
No comments:
Post a Comment