চোরাবালি। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

চোরাবালি।

চোরাবালি।

Share This
 চোরাবালি
<<<<<<<<<♥>>>>>>>>>
    *-মো: কামাল হোসেন-*
®^^^^^^^^^^^^^^^^^^^^^®
     তারিখ: ১৪/১২/১৭ ইং

আমি জানিনা নিশ্চিত গন্তব্য কোথায়,
চলছে তো  চলছেই  আছে সে যেথায়।
হয়তো সমস্ত  কিছুই  অচেনা সে  তাই,
খুঁজে কি পাবো সেই  সীমানা কোথায়।

তবে আমার ভাবনাটাও কিন্তু মন্দ নয়,
তোমারা কেউ বলনা যে আমি ছয়নয়।
আমি নিরুপায় চলায় কোনো নেই ভয়
চোরাবালির শেষ পথে যেনো হয় জয়।

আমি  হতাশা ভর  তাই  চোখে ক্রন্দন,
অবিশ্রান্ত  জীর্ণ মন  তুমি করো খন্ডন।
যত শোভা  যত প্রেম  করো  আলিঙ্গন,
জীবনের সর্বত্রে তুমি আমার অবলম্বন।

তান্ডব  মনের  যতো ভাঙা চোরা  ক্ষণ,
প্রত্যাশিত নিরব কিছু কষ্টের  আগমন।
নিজের অজান্তে  হলো বিভীষিকা মন,
আবেগের যে  ভালবাসা কাঁচের মতন।

দিনে  দিনে বড় হলো চোরাবালির চর,
ওগো  আমার প্রেয়সী বলো তুমি কার?
সদা কাঁপে তনু যে আমার অঙ্গ থরথর,
প্রেতচ্ছায়া  হয়ে ভেঙে দাও ভীরু দ্বার।



No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages