নিমুজ্জীত প্রাণ। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

demo-image
cover+page

নিমুজ্জীত প্রাণ।

Share This
নিমুজ্জীত প্রাণ।
                  _____মোঃ কামাল হোসেন।

আমিতো গভীর অন্ধকারে থাকতে চেয়েছিলাম।
বিভোর আমি!
তবে কোন নদীর চ্ছল চ্ছল শব্দে জেগে উঠলাম আবার।
পূর্নিমার চাঁদ, কেনো অলস হৃদয়ে আঁছড়ে পড়ছে বারবার।
আমি বিস্মিত হয়ে গেলাম।
আমিতো ভেবে নিয়েছিলাম জাগবনা কোনোদিন। অন্ধকারে সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি।
তবে কেনো ?
হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলোও নও, স্বপ্নও নও, তাহলে কোন আশার আলোই তুমি নিমুজ্জীত প্রাণ ?নিমুজ্জীত প্রাণ।
                  _____মোঃ কামাল হোসেন।

cover+page

Comment Using!!

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages

undefined