Infotech Ad Top new
Infotech ad post page Top

নিমুজ্জীত প্রাণ।
_____মোঃ কামাল হোসেন।
আমিতো গভীর অন্ধকারে থাকতে চেয়েছিলাম।
বিভোর আমি!
তবে কোন নদীর চ্ছল চ্ছল শব্দে জেগে উঠলাম আবার।
পূর্নিমার চাঁদ, কেনো অলস হৃদয়ে আঁছড়ে পড়ছে বারবার।
আমি বিস্মিত হয়ে গেলাম।
আমিতো ভেবে নিয়েছিলাম জাগবনা কোনোদিন। অন্ধকারে সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি।
তবে কেনো ?
হে নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলোও নও, স্বপ্নও নও, তাহলে কোন আশার আলোই তুমি নিমুজ্জীত প্রাণ ?নিমুজ্জীত প্রাণ।
_____মোঃ কামাল হোসেন।
Tags
# কবিতাগুচ্ছ
Share This
About Unknown
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
Newer Article
ইউটিউবে ৪ হাজার ঘন্টা ওয়াচটাইম ও ১০০০ সাবস্ক্রাইবার পাওয়ার সিক্রেট উপায়!
Older Article
নারীর ছলনা।
কবিতাগুচ্ছ
Ярлыки:
কবিতাগুচ্ছ
No comments:
Post a Comment