Infotech Ad Top new
Infotech ad post page Top

কুঞ্জবন
========
মোঃ কামাল হোসেন।
তিল তিল করে গড়ে ওঠা আমার ভালোবাসা
কঠিণ পথগুলো পেরিয়ে বেঁধেছি ছোট্ট বাসা ।
অবহেলা করিনি কখনো তোমার পথচলাই
তোমার একটু হাঁসির জন্য আমি পাগলপারা ।
----------
অসহ্য বেদনা ভরা মন সুখের প্রদীপ খোঁজে
তোমার একটু ছোঁয়াই মন আমার সাজে ।
বহু কাল আগে বোধ পেয়েছি ওগো উর্বসি
আমি যে তোমাই এত্ত এত্ত ভালো বেসেছি ।
-----------
তোমাকে পাওয়ার ব্যাকুলতায় ছিল যে মন
একটু চেয়ে দেখো আমি উদাসী কেমন ।
যখন তখন তোমার আদেশ করব সমর্থন
ভেবনা তুমি তোমার জন্য আমিই সমার্পণ ।
-----------
জ্বালাবো সুখের প্রদীপ তোমার অন্ধ মনে
রাখিব হৃদ-কমল মাঝে তোমার কুঞ্জবনে ।
তোমার অনুভূতি, আর চাওয়া পাওয়ার ক্ষণে
আমার কাব্যিক কথাগুলো রেখো গেঁথে মনে ।
------------
পাইনি ভালোবাসা পেয়েছি কতো অনুপ্ররনা
ভালোবাসা পাইনি তাতে কি! তুমি নয়না ।
এতো অবহেলা আজ তোমার ব্যস্ততার ছলে
এড়িয়ে চলা নিষ্ঠুরতা আমি অবুঝ বলে ।
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment