কুঞ্জবন - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

কুঞ্জবন

কুঞ্জবন

Share This
কুঞ্জবন
                       ========
                 মোঃ কামাল হোসেন।

তিল তিল করে গড়ে ওঠা আমার ভালোবাসা
কঠিণ পথগুলো পেরিয়ে বেঁধেছি ছোট্ট বাসা ।
অবহেলা করিনি কখনো তোমার পথচলাই
তোমার একটু হাঁসির জন্য আমি পাগলপারা ।
                            ----------
অসহ্য বেদনা ভরা মন সুখের প্রদীপ খোঁজে
তোমার একটু ছোঁয়াই মন আমার সাজে ।
বহু কাল আগে বোধ পেয়েছি ওগো উর্বসি
আমি যে তোমাই এত্ত এত্ত ভালো বেসেছি ।
                            -----------
তোমাকে পাওয়ার ব্যাকুলতায় ছিল যে মন
একটু চেয়ে দেখো আমি উদাসী কেমন ।
যখন তখন তোমার আদেশ করব সমর্থন
ভেবনা তুমি তোমার জন্য আমিই সমার্পণ ।
                            -----------
জ্বালাবো সুখের প্রদীপ তোমার অন্ধ মনে
রাখিব হৃদ-কমল মাঝে তোমার কুঞ্জবনে ।
তোমার অনুভূতি, আর চাওয়া পাওয়ার ক্ষণে
আমার কাব্যিক কথাগুলো রেখো গেঁথে মনে ।
                            ------------
পাইনি ভালোবাসা পেয়েছি কতো অনুপ্ররনা
ভালোবাসা পাইনি তাতে কি! তুমি নয়না ।
এতো অবহেলা আজ তোমার ব্যস্ততার ছলে
এড়িয়ে চলা নিষ্ঠুরতা আমি অবুঝ বলে ।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages