Infotech Ad Top new
Infotech ad post page Top

"ভূল প্রেম প্রাথমিক শিক্ষা"
পৃথিবীতে এমন কোনো নর-নারী নাই তার জীবনে ভূল হয়নি বা ভূল করেননি। ভূলের করন বিভিন্ন ভাবে হতে পারে,সবগুলোর ব্যাক্ষা বা বিশ্লেশণ করার কালি আমার নেই। তায় প্রেমে পড়া আর ভাললাগা নিয়ে কিছু বলতে চাই।
""আমার মতের সঙ্গে আপনার,মিল নাও হতে পারে""
ভূলতো মানুষের জীবনের কোনায় কোনায়, এই ভূলের কারনেই আজ আপনি যানতে শিখেছেন, বুজতে শিখেছেন। ভূল কিন্তু করতেই হবে!! খুব অবাক হচ্ছেন? ভাবছেন ভুল করার কথা বলছি, ভূলকে আমরা যতই খারাপ বলিনা কেনো, আসলে আমার দৃষ্টিতে "ভূুল হচ্ছে প্রাথমিক শিক্ষা" আসলেই কিন্তু ভূল করতেই বলছি। কারণ ভুল না করলে কী করে বুঝবেন যে শুদ্ধ কোনটা।
আপাতদৃষ্টিতে এগুলো খুবই ছোট ভূল, কিন্তু এই ছোট্ট ভূলগুলো জীবন সম্পর্কে আমাদেরকে দেয় বিশাল সব শিক্ষা। হ্যাঁ, যদি তা গ্রহণ করার মত মন আপনার থাকে।
আমি বলতে চেয়েছিলাম ভূল মানুষের প্রেমে পড়া নিয়ে কিছু কথা। জীবনের প্রথম ভূুল কারো প্রেমে পড়া। আর পড়েন বলেই জানতে পারেন, বুঝতে পারেন যে নিজের জীবনে ঠিক কেমন মানুষ চাই,ঠিক কেমন মানুষের সাথে আপনি জীবন গড়বেন।
ভূল মানুষকে বিশ্বাস করে না-ঠকলে আসলে বোঝা যায় না, আপন মানুষগুলোর কত মূল্য। ভুল মানুষেরা বিশ্বাস-ঘাতকতা করে বলেই বিশ্বাসের মূল্যটা স্পষ্ট হয়ে ওঠে।
আজ ভূলের রঙ কালো বলেই আলোর সন্ধান পেয়েছি।
সঠিক ভাবে বাঁচতে শিখেছি, চিনতে শিখেছি, যানতে শিখেছি, এসবকিছু ভূলেরই অবদান, তবে কেনো এই ভূলকে নিয়ে এত উৎকন্ঠা আর হাসাহাসি?
আমরা প্রাই দেখি একজন ব্যক্তি যখন ভূল করে বসে, তখন আর একজন, হাততালি দেয়, মুখে বড়বড় কথার ফলুঝুড়ি ছড়ায়, আরে বেটা তোমার-তো বুঝা উচিৎ আজ যাকে ভূলের কারনে কথা শুনাচ্ছো,সেই একি ভূুল তুমি নিজেও একসময় করেছো,আর করেছো বলেই তুমি আজ মহা-মানব। তায় হাসতে হাসতে ভূল করো, সঠিক আলোর সন্ধান করো, ভালভাবে জীবন গড়ো, হাসতে হাসতে বাঁচতে শিখো।
______মোঃ কামাল হোসেন।
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment