Infotech Ad Top new
Infotech ad post page Top

স্মৃতির পাতা_____
আমি চলে যাবো____
মায়াবী পৃথিবী ছেড়ে চলে যাব যেদিন,
থাকবে জানি তুমি সুখে আর আনন্দে সেদিন।
করবো না "নক" হবেনা ভুলভ্রান্তি থাকবেনা জ্বালাতন,
ভেবনা তুমি পেয়ে যাবে অফুরন্ত শান্তি নিকেতন।
কখনো হবেনা হতে আমার প্রশ্নের মুখোমুখি,
হয়তো জানি, তুমি থাকবে সেদিন ভীষণ ভাবে সুখী।
কি মজাই-না পাবে তুমি_____!!
আপদটা মোরে বিদায় নিয়েছে,ভাল থেকো তুমি।
আমি চলে যাবো____
থাকবনা শুধু পড়ে রবে স্মৃতির আঙিনা,
রেখে যাবো বাঁধভাঙা বিরহী বিষাদে অজস্র কান্না।
আমি আজ তোমার প্রেমে পরাস্থ__!!
আমি চলে যাবো থাকবেনা কোনো প্রাণের অস্তিত্ব।
ও প্রিয়বন্ধু স্মৃতি তনয়া,,,! এখনও বোঝনি কতটা__
ভালবেশিছি নিঃস্বার্থে তোমাই।
অশান্ত আমি প্রতিটি মুহূর্তেই বোঝাতে চেয়েছি তোমায়।
বুঝেছো,,বোঝাতে পারনি ভালবাসিনা ক্ষমা কর আমায়,
তুমি জানোনা? তোমার সুখটায় যে ছিল আমার কামনা।
আমি চলে যাবো____
যানি তুমি আমার নও,তবুও ভালো-তো-বাসি,
অভিশাপ দেবনা হৃদয় থেকে বলছি সুখি হও তুমি।
আমি ফিরবনা আর চলে যাব যেদিন নাফেরার দেশে,
সেদিন যদি ইচ্ছে হয় খুঁজে নিও আমার কবরে।
রিমঝিম বৃষ্টির মাঝে এসো তুমি আমার আঁখিতে,
আমি দেখব তোমায় হয়তো পারবনা দু'হাত বাড়াতে।
তুমি বাড়িয়ে দিও তোমার দু'হাত আমার কবরে,
আমি থাকবনা তবু রয়ে যাবো সাত রঙের রঙধনু হয়ে।
আমি চলে যাবো____
যাবার আগে তোমাই শুধু বলে যেতে চাই,
মুক্তি দিলাম বিরহী আত্মার প্রেমানলের দায়।
আমার যত লেখা, যতো কথা তোমাই ভেবে হয়,
বন্ধু তুমি,,,! তোমার শ্বরনে উৎসর্গ করিলাম তায়।
আমার যতো অভিমান,যতো মায়াবী নিষ্ঠুরতা,
শুধু তোমারি কারনে তোমারি নিঃচুপতায়।
বলতে পারিনি মুখ ফুটে কোনোদিন ভালবাসি তোমায়,
সযতনে রেখে দিও,না বলা কথাগুলো স্মৃতির পাতায়
______মোঃ কামাল হোসেন
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment