প্রাথমিক সমাপনী প্রস্তুতি পর্ব-২৩:Seen Passage "Liberation War Museum" এর সকল প্রশ্ন, ডাউনলোড করুন এক্ষণই! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

প্রাথমিক সমাপনী প্রস্তুতি পর্ব-২৩:Seen Passage "Liberation War Museum" এর সকল প্রশ্ন, ডাউনলোড করুন এক্ষণই!

প্রাথমিক সমাপনী প্রস্তুতি পর্ব-২৩:Seen Passage "Liberation War Museum" এর সকল প্রশ্ন, ডাউনলোড করুন এক্ষণই!

Share This
আমরা আমাদের গৌরবজ্জ্বল সাধীনতা যুুদ্ধের কথা হয়তবা সকলেই জানি। পঞ্চম শ্রেনীর শিশুদের সাধীনতা ও স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে জানানোর জন্য নতুন ইংরেজী পাঠ্য বইয়ে এই সংক্রান্ত একটি পাঠ "The Liberation War Museum" সন্নিবেশিত হয়েছে যাতে করে আমাদের কোমল মতি শিশুরা আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী ইত্যাদি শব্দের সাথ পরিচিত হতে পারে।  এবং মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদান সম্পর্কে, তার জীবনী সম্পর্কে সম্যক ধারনা লাভ করতে পারে। এবার সমাপনী পরীক্ষায় অর্থাৎ ২০১৭ সালের সমাপনী পরিক্ষায় এই অধ্যায় হতে প্রশ্ন আসার সম্ভাবনা অতি প্রবল। তাই চটজলদি এই অধ্যায় হতে কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে তা জানার জন্য আমার তৈরী করা এই অধ্যায়ের যাবতীয় প্রশ্ন এক সঙ্গে ডাউনলোড করে নিন। আপনার সন্তান/ছাত্র-ছা্ত্রীদের দিয়ে এগুলো নিয়মিত প্র্যাকটিস বা অনুশিলন করান। দেখবেন তারাও এই পরীক্ষার জন্য নিজেকে পজিটিভ হিসেবে তৈরী করে নিতে পারছে। তবে হ্যাঁ প্রাকটিস করানোর পুর্বে শিক্ষার্থীদের অবশ্যই পাঠ্যবইয়ের পাঠের অংশটি ভালভাবে পড়িয়ে নিবেন। কেননা পাঠ্য বইয়ের সাথে সম্পর্কহীন কোন শিক্ষার্থী পরীক্ষায় ভাল ফলাফল করলেও তার ভীত অতি দুর্বল থাকে। তো আর কথা নয় এক্ষনি নামিয়ে নিন আমার তৈরী করা এই মুল্যবান শিট টি। 


নিচের  এই  শিটটি ডাউনলোড করতে, পপ আউট বাটনটিতে ক্লিক করুন, 

দেখবেন আপনি Pdf পেইজটিতে পৌছেগেছেন, সেইখানেই ডাউনলোড লিংক পাবেন। ডান পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন।

[ বি:দ্র:- অবশ্যই প্রিন্ট করার সময় ৯/১৪ সাইজের কাগজ  দিয়ে প্রিন্ট করবেন।]





No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages