
সকলকে এই পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আবার প্রাথমিক সমাপনি পরিক্ষার প্রস্তুতি পর্বের ২১ তম পর্বের শুভারম্ভ করছি। আশা করি সকলে যে যার মত করে ভাল আছেন। প্রাথমিক সমাপনী পরিক্ষার একটি গুরুত্বপূর্ন বিষয় হল। বর্তমান বিশ্বে মাতৃভাষার পরে যে ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে পৃথিবীর সকল মানুষ গ্রহণ করেছে সে ভাষাটি হল English। প্রাথমিকের পঞ্চম শ্রেনীর কোমল মতি শিশুরা ইংরেজী ভাষাকে শুদ্ধরুপে বলতে, পড়তে, বুঝতে ও তদানুযায়ী যে কোন প্রশ্নের উত্তর দিতে যাতে পারে সে জন্য পঞ্চম শ্রেনীর সিলেবাসে Seen Passage অর্থাৎ পাঠ্যবই হতে একটি সিলেক্টেড টেক্সট দেওয়া হয়। যার উপর বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। কিন্তু আমাদের কোমল মতি শিশু শিক্ষার্থীরা সঠিক নির্দেশনার অভাবে প্রায় এই অংশের বিভিন্ন প্রশ্নের উত্তর করতে গিয়ে গলদঘর্ম হয়ে যায়। এর কারন হল প্রশ্ন সম্পর্কে তাদের নির্দেশনাসমুহ দিতে পারিনা বা দেইনা। এর কারন আমরা সব সময় প্রায়ই গতানুগতিক ধাচের পড়ায় ও শিক্ষাদানের অভ্যস্থ। প্রাথমিকের শিশুদের Seen Passage ও এই সংক্রান্ত যে যে সম্ভাব্য আসতে পারে তার নির্দেশনা ও প্রশ্ন নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হলাম। আজ এই পর্যায়ে আপনার ও আপনার শিশু/ছাত্র-ছাত্রীর জন্য Seen passage "Happy Birthday" এর নির্বাচিত অংশ হতে সম্ভাব্য সকল প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নিচের শিটটি ডাউনলোড করুন আর তাদের দিয়ে অনুশীলন করান।
নিচের এই শিটটি ডাউনলোড করতে, পপ আউট বাটনটিতে ক্লিক করুন,
দেখবেন আপনি Pdf পেইজটিতে পৌছেগেছেন, সেইখানেই ডাউনলোড লিংক পাবেন। ডান পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন।
[ বি:দ্র:- অবশ্যই প্রিন্ট করার সময় ৯/১৪ সাইজের কাগজ দিয়ে প্রিন্ট করবেন।]
No comments:
Post a Comment