প্রাথমিক সমাপনী প্রস্তুতি পর্ব-১৫: ৪ টি অতি গুরুত্বপুর্ন Paragraph পার্ট-১ -- এক্ষনই ডাউনলোড করুন ! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

প্রাথমিক সমাপনী প্রস্তুতি পর্ব-১৫: ৪ টি অতি গুরুত্বপুর্ন Paragraph পার্ট-১ -- এক্ষনই ডাউনলোড করুন !

প্রাথমিক সমাপনী প্রস্তুতি পর্ব-১৫: ৪ টি অতি গুরুত্বপুর্ন Paragraph পার্ট-১ -- এক্ষনই ডাউনলোড করুন !

Share This
সকলকে আমার পক্ষ হতে একরাশু শুভেচ্ছা। আশা করি ভাল আছেন সবাই। আজ আবারও আপনাদের মাঝে ফিরে এলাম প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতি নিয়ে।  আজ এ পর্বে আমি আপনাদের মাঝে সমাপনী পরীক্ষার জন্য অতি গুরুত্বপুর্ন কয়েকটি প্যারাগ্রাফ নিয়ে হাজির হলাম। আজ পার্ট-১ এ আপনাদের জন্য ৪টি অতি গুরুত্ব পুর্ন প্যারাগ্রাফ যথা ১. My Family ২. Food Pyramid ৩. My home district  ৪. A Firefighter/Firefighter দিলাম। যা কোমল মতি শিক্ষার্থীদের কাজে আসবে ১০০ ভাগ।  আমরা জানি এ বছর হতে Unseen Passage হতে আর কোন Paragraph দেওয়া হবে না। তার পরিবর্তে এবার ৯ নং প্রশ্নে Wh question অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু ৪নং প্রশ্নের Seen passage এর আওতাধীন Paragraph বা Short composition লিখা রীতিমত রয়েই গেছে। সুতরাং একবাক্যেই বলে দেওয়া যায় প্যারাগ্রাফ পাঠ্যবই হতেই হবে। তাই মেধাবীরা একটু পরিশ্রম করলেই প্যারাগ্রাফ হতে ভাল নম্বর পাওয়া রাখে। কিন্তু কোন প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে সে সম্পর্কে সুষ্পষ্ট দিক-নির্দেশনা আমাদের শিক্ষার্থীরা তেমন একটা পায়না। এক্ষেত্রে দেখা যায় আমাদের কোমলমতি শিক্ষাথীরা Seen passage হতে হুবহু লাইন কোট করে দেয়। এতে করে তারা নম্বর কম পায়। আমার লেখা উপরোক্ত ৪ টি প্যারাগ্রাফ শিক্ষার্থীদের কিছুটা হলেও দিক-নির্দেশনা দেবে আশা রাখি।  তো আসুন কথা না বাড়িয়ে চট জলদি এক্ষণই ডাউনলোড করে ফেলুন। 

নিচের  এই  শিটটি ডাউনলোড করতে, পপ আউট বাটনটিতে ক্লিক করুন, 

দেখবেন আপনি Pdf পেইজটিতে পৌছেগেছেন, সেইখানেই ডাউনলোড লিংক পাবেন। ডান পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন।

[ বি:দ্র:- অবশ্যই প্রিন্ট করার সময় 9"/14" সাইজের কাগজ  দিয়ে প্রিন্ট করবেন।]






No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages