এক নজরে এক পাতায় সকল Tense এর গঠন ও এর ব্যাখ্যা যা আপনার ছাত্র ও সন্তানের কাজে আসবেই! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

এক নজরে এক পাতায় সকল Tense এর গঠন ও এর ব্যাখ্যা যা আপনার ছাত্র ও সন্তানের কাজে আসবেই!

এক নজরে এক পাতায় সকল Tense এর গঠন ও এর ব্যাখ্যা যা আপনার ছাত্র ও সন্তানের কাজে আসবেই!

Share This

সকলকে আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা, আশা করি সকলেই ভাল ও সহি সালামতে আছেন। আপনারা হয়ত ইংরেজী গ্রামার বিশেষ করে Tense বা কাল নিয়ে বেশ চিন্তায় থাকেন বিশেষ করে পঞ্চম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা তো আরও অনেক বেশি। কারন এই সময়টি তাদের বাকী জীবনের ভিত গড়ে দেয়, এই স্তরে যদি কোন রকমের দুর্বলতা থাকে, তবে তাকে সেই অক্ষমতা সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়ায়। তাই একজন শিক্ষক বা অভিভাবক হিসাবে আপনি নিশ্চয় চাইবেন না, আপনার অতি প্রিয় শিক্ষার্থীর/সন্তানের Tense বিষয়ে কোন দুর্বলতা থাকুক। তাই আপনাদের ও শিক্ষার্থীদের সুবিধার্থে আমার তৈরী করা এক নজরে Tense শিটটি এক্ষনই নামিয়ে রাখুন। 

আপনার শিক্ষার্থীদের প্রথমে Tense সম্পর্কে সার্বিক ধারনা দিন, Tense সম্পর্কে একটি সার্বিক ধারনা পাওয়ার পর তাদের হাতে এই শিটটি তুলে দিন। এটি তাদের ভবিষ্যতে কাজে লাগবে। এই শিটটিতে সকল প্রকার Tense কে অতি সুন্দরভাবে উপস্থাপনে চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের খুব কাজে আসবে। 

নিচের এক পৃষ্ঠার শিটটি ডাউনলোড করতে, পপ আউট বাটনটিতে ক্লিক করুন, 

দেখবেন আপনি Pdf পেইজটিতে পৌছেগেছেন, সেইখানেই ডাউনলোড লিংক পাবেন। ডান পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন।

[ বি:দ্র:- অবশ্যই প্রিন্ট করার সময় ৯/১৪ সাইজের কাগজে Landscape দিয়ে প্রিন্ট করবেন।]



No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages