সকলকে আমার পক্ষ থেকে অনেক শুভেচছা, আশা করি সকলে ভাল আছেন, কিছু ব্যস্ততার কারনে লিখতে একটু দেরি হয়ে গেল। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা অনলাইনে আয়ের সহজ পথ খুজতে থাকি অনবরত। আসলে অনলাইনে আয়ের অনেক সহজ পথ আছে অনেক। কিন্তু এতে আমাদের একটি সমস্যা ও আছে, আর তা হল আমরা সহজ অতি দ্রুত আয় করা যায় এমন সব পথ খুঁজে বেড়ায়। আর এটা করতে গিয়ে আমরা কোন বাচ-বিচার না করেই কোন একটি প্লাটফরম সম্পর্কে না জেনেই হুট করে কাজ শুর করে দেই। এই যেমন ধরুন পিটিসি সাইটের কথায় বলি, যারা অনলাইনে নতুন তারা প্রথমে আয়ের মুখ দেখার জন্য এই সব পিটিসি সাইটের দিকেই বেশি ঝুকে পড়েন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন এখানে বেশির ভাগ সময় যেটা হয়, একজন নতুন অনলাইনার চটকদার বিজ্ঞাপন দেখে, আর ক্লিক Value বেশি দেখে হুট করে কাজ শুরু করে দেই। রাত-দিন ষাঁড়ের মত খেটে যখন শেষে পেমেন্ট নিতে গেলেন তখন দেখলেন তখন তারা আর আপনাকে পেমেন্ট দিচ্ছে না। আপনার সব মাটি হল তো? আর আমাদের দেশে Dolancer এ কাজ করে অনেক টাকা পয়সা বিনিয়োগ করে সর্বশান্ত হয়ে আজ কাল অনেকে বলা শুরু করেছেন সব পিটিসি সাইটকে ভাওতাবাজি মনে করেন। এখানেই সমস্যা অনেক আসল পিটিসি সাইট রয়েছে যারা প্রতিদিন তাদের মেম্বারদের কোটি কোটি টাকা পেমেন্ট দিচ্ছে। আসল কথা হল আসলে সাইট আপনাকে চিনে কাজ করতে হবে। আর না জানলে অনলাইনে যারা পিটিসি সাইট হতে আর্ন করছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আজ আমি আপনাদের এমন একটি সাইটের সম্পর্কে বলব যার নাম হয়তবা আপনার অনেক শুনেছেন, সাইটির নাম Ojooo। সারাবিশ্বের নামি-দামি পিটিসি সাইটগুলোর মধ্যে এটি অন্যতম।
নিউবাক্স(Neobux),
ক্লিক্সসেন্স(Clixsense), অজো(Ojooo) সাইটগুলো আপনাকে প্রতি ক্লিকের জন্য প্রথমেই হয়ত High value দিবেনা কিন্তু এগুলোর সাথে আপনি চোখ বন্ধ করে দীর্ঘ মেয়াদে সম্পর্ক গড়ে তুলতে পারবেন, সময় পরিক্রমায় একসময় High Click Value ও পাবেন।
আবার ফিরে আসি Ojooo.com বিষয়ে। এখানে আপনি সাইন আপ করলে প্রতিদিন প্রচুর এ্যাড পাবেন। এবং এদের ক্লিক Value ও মুটামুটি ভাল। বিষষটা হল Ojooo তে এখন অনেকেই একাউন্ট খলতে গিয়ে IP সমস্যায় পড়েন। আজ আমি আপনাদের জানাব কিভাবে এই IP সমস্যা পাশ কাটিয়ে Ojooo তে একাউন্ট খুলতে বা সাইন আপ করতে হয়।
ধাপেধাপে আমি আপনাদের দেখাব কিভাবে এই কাজটি করবেন।
ধাপ-১ : প্রথমে আপনাকে বিশ্বখ্যাত ব্রাউজার Google Chrome এর লেটেস্ট ভারসন নামিয়ে নিতে বা ডাউনলোড করতে হবে। এই কাজটি করতে এই খানে ক্লিক করুন আর ডাউনলোড করুন। আমি এখানে অফলাইন ইনস্টলার দিলাম। ডাউনলোড করুন আর ইনস্টল করে নিন।
ধাপ-২ : Chrome পিসি বা ল্যাপটপে ইনস্টল দেওয়ার পর, এখন এই ব্রাউজারে hola Addon নামের একটি Extension ইনস্টল করে নিতে হবে। এটি একটি ফ্রি ভিপিএন যা খুবই কাজের। আপনি যদি এই পোস্টটি গুগুল ক্রোম ব্রাউজারে খুলে থাকেন তবে নীচের লিংকে ক্লিক করুন তাহলে স্বয়ংক্রিয়ভাবে hola Add-on পেজে চলে যাবেন। আশা করি আর কিছু বলে বোঝাতে হবেনা।
ধাপ-৩ : এতক্ষনে নিশ্চয় আপনি Hola Addon টি ইনস্টল করেছেন। না হয়ে থাকলে কাজটি শেষ করে এখন আপনার ব্রাউজাবের ডান কোনে Hola Addon টি চালু করুন আর। এড অনটি অন করে Top Popular Sites লেখার উপর মাউস নিয়ে ক্লিক করুন আর এখানে নিচের এড্রেসটি কপি করে পেস্ট মারুন আর Enter Key চাপুন।
ব্রাউজারে আপনার আইপি লোকেশেন দেখাবে Bangladesh । এখান থেকে England/USA(America)/Russia যে কোন একটি কান্ট্রি সিলেক্ট করুন আর লক্ষ্য করুন আর দেখুন আপনার আইপি লোকেশন সেই কান্ট্রি দেখাচ্ছে কিনা। যদি আপনার সিলেক্ট করা কান্ট্রি দেখায় তাহলে এই লিংকে যান।
এই পেজে গিয়ে ব্যানারে ক্লিক করলেই আপনি চলে যাবেন Ojooo সাইন আপ পেইজে।
উপরের পেজ আসলে এখন আপনাকে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, একাউন্ট ইমেইল(যে ইমেইল দিয়ে আপনি এখানে একাউন্ট খুলতে চান), পে-পাল বা পায়জা ইমেইল( যে কোন একটি দিলেও হবে) সঠিক ভাবে দিতে হবে। আর নিচের Referrer বক্সে ।Goljar নামটি বসিয়ে দেবেন। এটি করলে আপনি আমার ডা্ইরেক্ট রেফারেল হবেন, যে কোন সহযোগিতা কাজ করার সময় পাবেন। এখন ক্যাপটা পুরন ও Yes সিলেকট করে নিচের বাটনটিতে ক্লিক করুন। আপনি নিচের পেইজটি প্রমোটেড হবেন। এখানে উপরের তথ্য Show করবে। নিচের তথ্যগুলো যেমন আপনার নাম ঠিকানা,টেলিফোন নম্বর, জন্মতারিখ, সঠিক ভাবে দিন। Secret Question সিলেক্ট করে তার উত্তর নিচের বাক্সে লিখুন এইটুকু নোটপ্যাডে আপনার একাউন্টের অন্যান্য তথ্যের সাথে এটিকেও সেইভ করে রাখুন।
সব ঠিক-ঠাক মত পুরন করে নিচের বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে, সে ঐ লিংকে ক্লিক করে আপনার একাউন্টটি ভেরিফাই করে নিন। এর পরবতী ধাপ খুব সোজা আাপনার একাউন্টে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ বা লগইন করুন।
কাজ করবেন যেভাবে:
এখানে কাজ করাও খুব সোজা, এড দেখার জন্য আপনার একাউন্টের সর্ব বামের মেনু হতে Paid to Click Ads অপশনে ক্লিক করুন। আপনি নিচের মত এড দেখতে পাবেন। এখানে প্রতি দিন কাজ করলে আপনি প্রচুর এড দেখতে পাবেন। নিচের ছবির মত(১নং) যে কোন একটি এড এর উপর ক্লিক করুন। ২ নং চিত্রে মত এখানে আপনার প্রতিটি এড দেখতে সর্ব নিম্ন ৫ সেকেন্ড হতে ৬০ সেকেন্ড সময় লাগবে।
এ্যাড দেখা শেষ হলে আপনার সামনে একটি প্যাটার্ন (৩নং) হাজির হবে আপনাকে সেটি মাউস ড্র্যাপ করে অংকন করতে হবে। সঠিকভাবে প্যাটার্ন আংকতে পারলে নীচের(৪নং) মত Your Click has been validated বার্তাটি দেখতে পারবেন। এখন ডানপাশে Close Window নামের রেড বাটনটিতে ক্লিক করুন। এভাবে প্রতিটি এড দেখুন।
কিভাবে আয় বাড়াবেনঃ
অন্যান্য পিটিসি সাইটের মত Ojooo এ আয় বাড়ানোর উপায় হল রেফারেল এর মাধ্যমে। বাম পাশে Referral Tools এ ক্লিক করলে আপনে একটা লিঙ্ক পাবেন। আপনার এই লিঙ্কটি ফেসবুক, টুিইটার, লিংকদিন ইত্যাদি সামাজিক মাধ্যম সহ আপনার যদি কোন ওয়েবসাইট বা ব্লগ যদি থাকে সেখানে শেয়ার করুন। এই লিঙ্ক টা দিয়ে কেউ জয়েন করলে সে যত টাকা আয় করবে তার একটা অংশ আপনি পাবেন। তার মানে যত রেফারেল তত আয়। আপনি ফেসবুক, ব্লগ, এমনকি সরাসরি আপনার বন্ধুদের কে Ojooo এর কথা বলতে পারেন। আপনি একাউন্ট খোলার পর থেকে রেফারেল করতে পারবেন। যদি রেফারেল না পান তাহলে কি করবেন?????
উপায় একটা আছে। আপনার যখন ০.২০ ডলার হবে (ভয় পাবেন না নিয়মিত ৩/৪ দিন কাজ করলেই আপনি ২০ সেন্ট ইনকাম করতে পারবেন) তখন আপনি এই টাকার বিনিময়ে ১ জন রেফারেল ভাড়া নিতে পারবেন। যারা ১ মাস আপনার জন্য কাজ করবে। তাহলে শুরুতে আপনাকে ০.২০ ডলার হওয়া পযন্ত একা একা কাজ করতে হবে। এভাবে প্রথমেই টাকা তুলে খাওয়ার চিন্তা বাদ দিন। এখানে ২০ সেন্ট থেকে ১ ডলার আয় করুন আর রেফারেল ভাড়া করতে থাকুন। আপনার রেন্টেড রেফারেল যত আপনি বাড়াতে পারবেন তারা আপনার কাজ করতে থাকলে আপনার আয়ও হুড় হুড় করে বাড়তে থাকেবে। এভাবে আয় বাড়াতে থাকুন আর $39 ডলার হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনার এই পরিমান আয় আসলেই আপনার মেম্বারশীপ ১ বছরে জন্য Standard থেকে Premium এ আপগ্রেড করে নিন। দেখবেন। আর এত ধৈর্য না থাকলে আর আপনার পে-পাল বা পায়জা তে যদি এই পরিমান ডলার থাকে তাহলে এখানে বিনিয়োগ করতে পারেন। নিশ্চয়তা দিচ্ছি আপনার অর্থ বিফলে যাবেনা। এটি এমনই একটি সাইট যাদের ২০২৫ সাল পর্যন্ত লাইসেন্স করা তাই এদের স্ক্যাম করার সম্ভাবনা নেই বললেই চলে।
1 comment:
সন্দেহ নেই, সময়ের সাথে সাথে আইপির গুরুত্ব বাড়ছে। এটি ইন্টারনেটে আপনার পরিচয় হিসাবে পরিণত হয়।
আপনাকে অবশ্যই সেই সরঞ্জামটি পরীক্ষা করতে হবে
https://iplocation.io/
আইপিটি সনাক্ত করতে সেই সরঞ্জামটির 4 টি ভৌগলিক ডেটাবেস রয়েছে।
Post a Comment