Neobux এর অনেক মেম্বার আমাকে কল করে জানতে চান, “স্যার আমার ৩০-৪০ টি রেফারেল আছে কিন্তু আয় সেভাবে আসছে না কেন?” এই প্রশ্নের উত্তর অনেক হতে পারে যেমন-
- আপনার রেফারেল হয়তবা ঠিক মত ক্লিক করছে না। সেও হয়তবা আপনার মত আগ্রহ হারিয়ে ফেলেছে। সে ক্ষেত্রে আমার পরামর্শ হল আপনি আরও কিছু দিন আপনার রেফারেল গুলোকে ভালভাবে পর্যবেক্ষন করুন। কোন ফল না আসলে তারা যদি Rented Referral হয়ে থাকেন তবে Inactive Referral গুলো Recycle করে নিন।
- এই প্রশ্নের উত্তর হল আপনার অজ্ঞতা। আপনি নিশ্চয় জানেন রেফারেল ইনকাম পেতে হলে আপনাকে অবশ্যই প্রতিদিন সবার আগে Fixed Ads অপশনে হলুদ রঙের চারটি Ads সবার আগে সার্ফ করতে হবে। না করলে আপনি আপনার referrals হতে কোন ইনকাম পাবেন না। তাই সবার আগে একটি নির্দিষ্ট সময়ে এই চারটি Ads সার্ফ করুন।
- ”প্রতিদিন হলুদন রঙের চারটি Ads সময় মত দেখার পর ও আমার উল্লেখযোগ্য রেফার ইনকাম আসছে না কেন?” এই প্রশ্নের উত্তরে আমি বলব আপনি হয়তবা সার্ভার টাইম অনুযায়ী এই চারটি হলূদ Ads সার্ফ করছেন না। আপনি হয়ত বা দিনের মাঝে যে কোন একটি সময় এই Ads দেখছেন। ফলে আপনি দিনের একটি নির্দিষ্ট সময়ের রেফারেল ইনকাম পাচ্ছেন পুরো দিনের ইনকাম পাচ্ছেন না । এর ফলে আপনার রেফারের ইনকাম আশানুরুপ হচ্ছেনা। আসুন আজকে আমরা এই বিষয়টি আলোচনা করি যা আপনার রেফা্র ইনকাম বাড়াতে কিছুটা হলেও সাহা্য্য করবে।
কিভাবে সার্ভার টাইম অনুযায়ী Ads এ ক্লিক করতে হয়?
Local Time মেনে Ads ক্লিক করতে হবে। আপনি হয়তবা প্রায়ই Ads সার্ফ করার সময় উপরে একটি Warning দেখতে পান যেমন:
আপনি হলূদ রঙের চারটি Ads এ ক্লিক করার পরও ঐ দিন আপনি পুনরায় এই মেসেজ দেখতে পান, কিন্ত আপনি তোতো ঐদিন Ads এ ক্লিক করেছেন তবুও কেন এই বার্তাটি দেখাছে? কারন আপনি আপনার লোকাল টাইম অনুযায়ী
আপনার সার্ভার টাইম সেট করে নেন নি। যার ফলে আপনি কেবল দিনের একটি খন্ডাংশের রেফার ইনকাম পাচ্ছেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্ভার টাইম জোন এবং লোকাল টাইম জোনের পার্থক্যটা বুঝতে হবে।
সার্ভার টাইম অনুযায়ী Ads এ ক্লিক করা বা সার্ফ করা আপনার ইনকামকে প্রভাবিত করবে যদি আপনার রেফারেল থাকে, তাই এটি অত্যন্ত গুরুত্বপুর্ন।
Neobux এ তার সকল মেম্বারদের যাদের রেফারেল রয়েছে তাদের Active রাখার জন্য একটি নির্দিষ্ট নিয়ম আছে, আপনি যেমন চান আপনার রেফারগন নিয়মিত এক্টিভ থাকুন তেমনি তারাও আপনার নিকট তেমনটি আশা করেন। নিচের নিয়মটি একবার ভাল করে পড়ে নিন-
If you click at least 4 advertisements being a Standard / Pioneer member or you click at least 9 advertisements being a Golden member, you'll receive all clicks made from your referrals.
If you click below that, the maximum you will receive is only the amount of clicks you've made multiplied by the number of referrals you have.
The referral clicks will be calculated based on the clicks you made on the previous day.
These calculations are based on the server time which can be seen in the "View Advertisements" page.
This basically means that you need to click by the server's time everyday and not by your own time (unless you live in the same time zone).
The only advertisements that will count are: Extended Exposure, Standard Exposure, and Orange Fixed Advertisements.
প্রথমতঃ আজকের দিনের ক্লিক(লোকাল ও সার্ভার টাইম উভয় অনুযায়ী) শুন্য হতে অবশ্যই শুরু হতে হবে।
ক্লিকিং উইন্ডোকে ভালভাবে বুঝতে নিচের লিংকে দেওয়া সার্ভার ক্যালকুলেটরটি ব্যবহার করুনঃ
দুটি আলাদা ক্লিকিং উইন্ডো( লোকাল টাইম উইন্ডো, সার্ভার টাইম উইন্ডো)-র পার্থক্য বুঝতে আপনি এই ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারেন।
এটি ব্যবহার করে আপনাকে যে কাজটি করতে হবে তা হল, আপনার লোকাল টাইম, সার্ভার টাইম, ক্লিক রিসেট টাইম এর মধ্যে একটু সমন্বয় করুন আর ফলাফলটা নিজের চোখেই দেখুন। আর বেশী বেশী করে এই সাইট নিয়ে আরও গবেষণা করুন। দেখবেন সফলতা আপনার হাতের মুঠোয়।


Other Useful Thread
No comments:
Post a Comment