এখন চারিদিকে একটি গুজব ছড়িয়ে পড়েছে, Recyclix.com কি একটি Scam সাইট, এটি সত্যি সত্যি কি পেমেন্ট করে? এটি কতটুকু বিশ্বাস যোগ্য? কিন্ত এতসব আলোচনা না গিয়ে আমাদের জানতে হবে এই সাইটটি কি এই কোম্পানীর আসল উদ্দেশ্য কি? আর এই জন্য আমার এই সাইটটি সম্পর্কে লিখতে বসা। আমার রিভিউতে আমি আজ খোজার চেষ্ট করব, এই কোম্পানীর আসল উদ্দেশ্যটা কি? তাদের আসলে স্ক্যাম করার সম্ভাবনা কতখানি? আমার মতে এটি একটি HYIP সাইট। যার পুরো রুপ A high-yield investment program যার অর্থ দাড়ায় এটিতে বিনিয়োগ করলে ঝুকি আছে। আমি আপনাদের এই সাইটে প্রথমেই বিনিয়োগ করতে বলব না, কারন তাদের স্বচ্ছতার ব্যাপার টি পরিস্কার নয় এবং এটি কতদিন টিকে থাকবে তাও আমরা নিশ্চিতভাবে বলতে পারিনা। আসুন আমরা আলোচনা করে দেখি এটি অর্থাৎ এই HYIP সাইটটিকে কতটুক বিশ্বাস করা যায় না কি আর দশটা HYIP সাইটের মত এটি ও শিঘ্রই স্ক্যাম করবে।
তাহলে Recyclix কি? Recyclix একটি ইউরোপিয় হাইপ(HYIP ) কোম্পানী যেটি পোল্যান্ডে অবস্থিত(এই কোম্পানীর সি. ই.ও Dmitri Paladi )। শেয়ার ক্রয় এর মাধ্যমে এই কোম্পানীটি তার মেম্বারদের অর্থ উপার্জন করতে সহায়তা করে। এটি একটি স্বয়ংক্রিয় প্রসারমান কোম্পানী যা ৩ বছর পুর্বে যাত্রা শুরু করে প্রচুর স্থানীয় সাপোর্ট নিয়ে অদ্যবধী টিকে আছে। আপনি একবার এতে জয়েন করলেই আপনি তাদের পরিবেশ বান্ধব বিজনেসের একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবেন। পরিবেশ বান্ধব বলছি কি কারনে তা নীচের চিত্র দেখলেই আপনার নিকট অনেক খানি পরিস্কার হয়ে যাবে।
Recyclix কীভাবে কাজ করে?
উপরের চিত্রে নিশ্চয় বুঝতে পারছেন এটি কিভাবে কাজ করে? না বুঝলে আমি বুঝিয়ে দিচ্ছি- Recyclix এর কৌশলের সাথে অভ্যস্থ্য হতে আপনার কিছুটা কঠিন মনে হতে পারে। কিন্তু এই কোম্পানীর মুল মন্ত্র হল- “পরিবেশকে সাহায্য কর, বিনিময়ে পরিবেশও তোমাকে সাহায্য করবে। সহজ উপায়ে প্লাস্টিক আবর্জ্নাকেও লাভজনক ব্যবসায় পরিনত করা যায়!” অন্য ভাষায় বলতে গেলে এটি একটি পরিবেশ পরিবর্তনের একটি বৈপ্লবিক ধারনা নিয়ে তৈরী একটি প্লাটফরম যা মানুষের ব্যবহার করা আবর্জনা ক্রয় করে সেগুলো রিসাইকেল এর মাধ্যমে সেগুলোকে উচ্চ মু্ল্যে বিক্রয় করে। যার লভ্যাংশের কিছু তার মেম্বারদের মাঝে শেয়ার করে।
Recyclix এ রেজিস্ট্রেশন পদ্ধতি কি?
এই সাইটে মেম্বার হওয়া অত্যন্ত সহজ এটি মাত্র তিনটি ধাপেই সম্পন্ন করা যায়।
১. এই লিংকে যান আর সাইন আপে ক্লিক করুন, এখানে গিয়ে ফরমে আপনার প্রয়োজনীয় তথ্য দিন তারা আপনার সরবরাহকৃত ই-মেইলে একটি এক্টিভেশন লিংক পাঠাবে।
২. এই লিংকে ক্লিক করলেই আপনি আপনার
Recyclix সাইটের ড্যাসবোর্ড়ে পৌছে যাবেন।
৩. এখানে আপনি আপনার জন্ম তারিখ দেওয়ার সংগে সংগে আপনি ২০ ডলার বোনাস পাবেন।
তো সম্পন্ন হয়ে গেল আপনার কাঙ্খিত রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সাথে সাথে আপনি পেয়ে গেলেন ২০ ডলার তাও আবার একদম ফ্রি-তে। চাইলে আপনি এই ডিপোজিট বোনাস ডলার দিয়ে এখানে ইনভেস্ট করতে পারেন।
[ বিঃদ্র- যদি আপনি এখানে কিছু ইনভেস্ট করতে চান তাহলে পে-পাল, ব্যাংক ওয়্যার অথবা বিট কয়েনের ইত্যাদি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এখানে ইনভেস্ট করতে পারেন। আমরা জানি পে-পাল কোন HYIP কোম্পানীতে তাদের পেমেন্ট গেটওয়ে সুবিধা দেয় না। তাই এই সুবিধায় আসলে বলে দেয় এটি কতখানি জনপ্রিয় একটি সাইট। ]
কীভাবে ফ্রি-মেম্বার হিসাবে এখানে অর্থ উপার্জন করা যায়?
এখানে আপনি দুটি উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন-
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে আপনি আপনার পাওয়া ২০ ডলার দিয়ে, রিসাইক্লেবেল ওয়েস্ট বা আবর্জনা কিনতে পারেন। আর কিছু করতে হবেনা আপনাকে শুধু কিনুন Start Recycling বাটনটি চাপুন পরের সবটুকু হবে অটোমেটিক ওযেতে।
আপনার বিনিয়োগ করা ২০ ডলার সহ আপনার উপার্জন বাড়তে থাকবে প্রতিট সাইকেল পিরিয়ডে(Cycle Period)। প্রথম সাইকেল পিরিয়ড শেষ হবে (১ সাইকেল পিরিয়ড= ২০ দিন)
- ৩ সপ্তাহ পর যখন সাইকেল যখন শেষ হবে তখন,তারা আপনাকে আপনার বিনিয়োগের ৬% শেয়ার করবে।
- তারপর যখন দুই সপ্তাহ পর যখন আপনার ২য় সাইকেল শেষ হবে তখন তারা আপনাকে আপনাকে আপনার বিনিয়োগের ৮% রেভিনিউ শেয়ার করবেন।
- পুর্ন সাইকেল শেষ( আরও ৫ সপ্তাহ ) হলে তারা আপনার বিনিয়োগের ১৪% শেয়ার করবেন।
- এই সাইট হতে আয়ের দ্বিতীয় পদ্ধতিটি হল রেজিষ্ট্রেশন করার সাথে সাথে আপনি এখানে একটি রেফার লিংক পাবেন, যা আপনি আপনার ব্লগ, ফেসবুক, টুইটার, সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন। Recyclix আপনাকে আপনার ডাউনলাইন হতে ৪ টি লেভেলে কমিশন প্রদান করে থাকে যা আপনি তাদের সাইটেই দেখতে পারবেন।
এই সাইটের আর কি কি ইনভেস্টমেন্ট প্লান আছে এবং সেগুলো হতে আপনি কিভাবে আর্ন করতে পারবেন?
আপনি আপনার আর্নিং ১৪% থেকে বাড়িয়ে সেটিকে ৫০% পর্যন্ত নিয়ে যেতে পারবেন যদি আপনি তাদের পাঁচ ধরনের শেয়ার ক্রয় করেন যেমন- Forklift, Sorting, Shredder, Washing, Granulator ।
বি:দ্র: প্রথমত আপনার কাজ হল যত পারেন তাদের দেওয়া Waste বা Wastage কিনে রাখুন। প্রথমেই আপনার ইকুয়েপমেন্ট (equipment shares) কেনার কোন প্রয়োজন নেই। আপনি আপনার সাইকেলের শেষ সীমায় পৌছানোর সক্ষমতা অর্জন করলেই তবে এই চিন্তা মাথায় আনবেন। কেননা এগুলো আপনাকে কোন লাভ দেওয়ার পরিবর্তে আপনার রেভিনিউ শেয়ার ও রি-সাইক্লিং ক্যাপাসিটিকে বাড়াবে। যেমন ধরুন-
FORKLIFT- এটি আপনার প্রতিটি শেয়ারে ২৫ কেজি রিসাইকেল কোটা(quota) বাড়াবে কেবল, কোন রেভিনিউ শেয়ার নয়।
SORTING- এটা কেবল আপনার রেভিনিউ শেয়ার ০.০১% বাড়াবে কিন্তু প্রতিটি শেয়ারে রিসাইকেল কোটা ৬০ কেজি করবে।
SHREDDER- এটা কেবল আপনার রেভিনিউ শেয়ার ০.০২% বাড়াবে কিন্তু প্রতিটি শেয়ারে রিসাইকেল কোটা ১০০ কেজি করবে।
WASHING- এটা কেবল আপনার রেভিনিউ শেয়ার ০.০৪% বাড়াবে কিন্তু প্রতিটি শেয়ারে রিসাইকেল কোটা ১৪০ কেজি করবে।
GRANULATOR- এটা আপনার রেভিনিউ শেয়ার ০.০৫% বাড়াবে কিন্তু প্রতিটি শেয়ারে রিসাইকেল কোটা ১৫০ কেজি করবে।
Recyclix এর ভালদিক সমুহ কি কি?
- পরিবেশ বান্ধব বিজনেস প্লান।
- রেভিনিউ শেয়ারের আনুপাতিক হার বৃদ্ধিতে ই্ক্যুয়েপমেন্ট ইউনিটের সংযোজন।
- Waste কিনতে বা কেনার জন্য রেজিস্ট্রেশন বোনাস ব্যবহারের সুবিধা।
- বিভিন্ন ভাষায় টেকনিক্যাল সাপোট সিস্টেম
- রেভিনিউ শেয়ার ২৫% হতে ৫০ % পর্যন্ত এবং লভ্যাংশ শেয়ার ২% পর্যন্ত।
Recyclix এর নেতিবাচক দিকসমুহ কি কি?
শুধু মাত্র শেয়ার কেন আর বসে বসে লাভের টাকা গোনা, আমি মনে করি এত ভাল ভাল নয়। যখন কোন HYIP সাইটে আপনি বিনিয়োগ করবেন, খেয়াল করবেন যে, তারা ঠিকঠাক পেমেন্ট দিচ্ছে কি না। যদি না দেয় তবে মানে মানে কেটে পড়ায় ভাল। তবে আমি বলব এটি অনেক ভাল একটি সাইট যারা এ পর্যন্ত পে করে আসছে।
উপসংহার : তাহলে কি আপনি একবার চেষ্টা করে দেখবেন?
এবার আবার সেই পুরোনো প্রশ্নে ফিরে আসি Recyclix কি তাহলে একটি স্ক্যাম সাইট। উত্তর হল না, আবার এই প্রশ্নের উত্তর দেওয়া কিছুটা কঠিনও বটে, আজ এই সাইটটি পেমেন্ট ঠিকঠাক মত দিচ্ছে বলে আমরা বলে দিতে পারিনা যে, এটি আগামী ১০০ বছর ধরে পেমেন্ট দিয়ো যাবে। আমার পরামর্শ হল প্রথম দিকেই হুট করে এই সাইটে ইনভেস্ট করার মত সিদ্ধান্ত নিতে যাবেন না। যদি তাদের মুল মন্ত্রে আপনি কনভেনস্ড হয়ে থাকেন তো আমি বল রেজিস্ট্রেশনের সময় পাওয়া ২০ ডলার দিয়ে আপনার বিজনেস শুরু করুন। তার পর ভেবে চিন্তে গতি বিধি লক্ষ করে তার ইনভেস্টে যাবেন।
তো বন্ধুরা ভেবে চিন্তে সঠিক সিদ্ধান নিন !!!
আমার পরামর্শ
একবার চেষ্টা করে দেখতে চাইলে নিচের লিংকে যান রেজিষ্ট্রেশন করে নিয়ে নিন ২০ ডলার বোনাস। শুরু করে দিন বিজনেস-
No comments:
Post a Comment