Infotech Ad Top new
Infotech ad post page Top


Home
পে-স্কেল
প্রাথমিক শিক্ষক আন্দোলন
প্রাথমিক শিক্ষা
এই মাসেই আসছে সংশোধিত পেস্কেল। শিক্ষকদের জন্য থাকতে পারে নতুন কোন চমক!
এই মাসেই আসছে সংশোধিত পেস্কেল। শিক্ষকদের জন্য থাকতে পারে নতুন কোন চমক!
Share This
ফেব্রুয়ারিতেই আসছে সংশোধিত নতুন পে স্কেল। একই সঙ্গে থাকছে একগুচ্ছ পরিবর্তন। সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনবর্হালের সম্ভাবনাও থাকছে। অন্যদিকে শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের ব্যাপারেও চিন্তাভাবনা চলছে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ ব্যাপারে তারা আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
জানা গেছে, পে স্কেলে মূলত প্রধানমন্ত্রীর সুপারিশগুলোই পর্যালোচনা করা হচ্ছে। আর তা করতে গিয়ে শিক্ষকদের মর্যাদাই সবার উপরে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কেউ যাতে বঞ্চিত না সেদিকে খেয়াল রাখা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি অনুযায়ী, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনবর্হাল না করা হলেও টাইমস্কেলের বদলে পদোন্নতির বিষয়ে কাজ করেছে কমিটি। এরসঙ্গে থাকতে পারে বিশেষ ইনক্রিমেন্টের ব্যবস্থাও। এছাড়া নতুন বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা তাদের মর্যাদাহানির যে অভিযোগ করে আসছিলেন, তার বিপরীতে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে কীভাবে তাদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা বাড়ানো যেতে পারে।
সংশোধিত পে স্কেলে যেসব পরিবর্তন আসতে পারে
অষ্টম জাতীয় বেতন কাঠামোয় টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বিলুপ্ত করায় শুরু থেকেই প্রতিবাদ এসেছে বিভিন্ন মহল থেকে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মূলত দুর্নীতি রোধে এমন ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এরপরও পেস্কেল নিয়ে অসন্তোষ থেকে যাওয়ার পরিপ্রেক্ষিতে তাতে সংশোধন আনা হচ্ছে। এখনো পর্যন্ত যে পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে তার মধ্যে রয়েছে- টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের বিকল্প সুবিধা দিয়ে নির্ধারিত একটি সময়ের পর নবম থেকে তদুর্ধ চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের বেতন স্কেল স্বয়ংক্রিয়ভাবে একধাপ এগোবে। এছাড়া কর্মচারীরা দুটি পদোন্নতির সুযোগ পেতে পারেন। জাতীয় অধ্যাপকদের বেতন নির্ধারিত হতে পারে সিনিয়র সচিবদের সমান।
এর আগে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে বলা হয়েছে, অষ্টম গ্রেডের একজন কর্মকর্তা তিন বছর চাকরি করলে তার বেতন স্কেল স্বয়ংক্রিয়ভাবে সপ্তম গ্রেডে চলে যাবে। একইভাবে এরপরের দুই বছরেও তার বেতনস্কেল এক গ্রেড করে উন্নীত হবে। আর ওই ব্যক্তি ১০ বছর চাকরি করার পর বেতন পাবেন চতুর্থ গ্রেডে। এই গ্রেডে ১২ বছর চাকরি করার পর তিনি বেতন পাবেন তৃতীয় গ্রেডে, তৃতীয় গ্রেডে ১৪ বছর চাকরি করার পর বেতন পাবেন দ্বিতীয় গ্রেডে। এরপর ১৭ বছর চাকরি করার পর ওই কর্মকর্তা স্বয়ংক্রিয়ভাবে প্রথম গ্রেডে উন্নীত হবেন।
Tags
# পে-স্কেল
# প্রাথমিক শিক্ষক আন্দোলন
# প্রাথমিক শিক্ষা
Share This

About Goljar- The Patroblogger
প্রাথমিক শিক্ষা
Ярлыки:
পে-স্কেল,
প্রাথমিক শিক্ষক আন্দোলন,
প্রাথমিক শিক্ষা
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment