Infotech Ad Top new
Infotech ad post page Top

সকলকে ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে আবার ও প্রাণঢালা অভিনন্দন। আজ আপনাদের রবির একটি ইন্টারনেট অফার সম্পর্কে জানাব। এমন সব অফার আমরা এর পুর্বে গ্রামীনফোন দিত। এবার রবি দিচ্ছে মাত্র ৯ টাকাই ১ জিবি ইন্টারনেট।
শর্ত:
এ জন্য আপনার দরকার হবে একটি রবির বন্ধ সিম।
- যাদের রবি সিমটি ৬০ দিনের বেশি বন্ধ ছিল শুধুমাএ তারা এ অফারটি পাবেন।
আপনি অফারটির জন্য যোগ্য কিনা Check করতে যে কোন রবি নম্বর থেকে বিনামূল্যে এসএমএস পাঠান A ০১৮XXXXXXXX লিখে ৮০৫০ তে।
* এই প্যাক কেনার জন্য ডায়াল করোন * 8666 * 090 #
- প্যাক মূল্য 9 টাকা (+ + এসডি ভ্যাট)।
-- এই প্যাক জন্য বৈধতা ক্রয়ের তারিখ থেকে 7 দিন।
- গ্রাহক 7 দিনের মধ্যে শুধুমাত্র একবার এই প্যাক কিনতে পারেন।
- রাত 12 থেকে দিন 12am এই প্যাক ব্যবহার করতে পারবেন।
- ডেটা ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করোন * 8444 * 88 #
*ট্যারিফ প্ল্যান ডিফল্ট:
যদি কোনো গ্রাহক 9 টাকা বা ৳ রিচার্জ না. 29 তারা কোন লোকাল অপারেটরে 16 পয়সা / 10 সেকেন্ড ভয়েস ট্যারিফ এবং 50 পয়সা এসএমএস ভোগ করবে. এসডি + ভ্যাট প্রযোজ্য. এই গ্রাহকদের অন্য কোন ট্যারিফ প্ল্যানে মাইগ্রেট করেন, তারা এই অফারের আওতায় বিশেষ শুল্ক সুবিধা পেতে যোগ্য হবে না.
*এছাড়াও বায়োমেট্রিক ভেরিফাইড সিমে ৩জিবি ফ্রি ইন্টারনেট শর্ত নিম্নলিখিত :
১. প্রতি মাসে 1 জিবি প্রতিটি 3 কিস্তিতে ভাগ করা মোট 3 গিগাবাইট ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারবেন।
২. পুনরায় বন্ধ সিম 7 দিন মধ্যে বায়োমেট্রিক প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে ৯টাকা/ ২৯টাকায় এবং কাজ পুনরায় যাচাইকরণের রিচার্জ করে তার সিম পুনরায় সক্রিয় করা হলে 1 গিগাবাইট ডাটা বোনাস (1 ম কিস্তি) পেতে হবে. 1 ম কিস্তি (1 গিগাবাইট ডাটা) বায়োমেট্রিক পুনরায় রেজিস্ট্রেশনের 72 ঘন্টার মধ্যে যোগ করা হবে।
৩. মাসিক সর্বনিম্ন ব্যবহার সাপেক্ষে পরবর্তী 2 পরবর্তী মাসগুলোতে ২০ টাকা incurs পরবর্তী 2 মাসের মধ্যে ২গিগাবাইট ডাটা (১গিগাবাইট / মাস) পেতে হবে।
-৪. ১ম কিস্তি ১গিগাবাইট বোনাস জন্য যোগ্য নয় এমন গ্রাহক ২য় & ৩য় কিস্তি পাবেন না।
Tags
# ইন্টারনেট
Share This

About Goljar- The Patroblogger
ইন্টারনেট
Ярлыки:
ইন্টারনেট
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment