ফাটাফাটি অফার! এবার রবি(Axiata) দিচ্ছে ৯ টাকায় ১ জিবি ইন্টারন্টে! এক্ষনই নিয়ে রাখুন..... - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

ফাটাফাটি অফার! এবার রবি(Axiata) দিচ্ছে ৯ টাকায় ১ জিবি ইন্টারন্টে! এক্ষনই নিয়ে রাখুন.....

ফাটাফাটি অফার! এবার রবি(Axiata) দিচ্ছে ৯ টাকায় ১ জিবি ইন্টারন্টে! এক্ষনই নিয়ে রাখুন.....

Share This
সকলকে ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে আবার ও প্রাণঢালা অভিনন্দন। আজ আপনাদের রবির একটি ইন্টারনেট অফার সম্পর্কে জানাব। এমন সব অফার আমরা এর পুর্বে গ্রামীনফোন দিত। এবার রবি দিচ্ছে মাত্র ৯ টাকাই ১ জিবি ইন্টারনেট।  


শর্ত:
এ জন্য আপনার দরকার হবে একটি রবির বন্ধ সিম।
- যাদের রবি সিমটি ৬০ দিনের বেশি বন্ধ ছিল শুধুমাএ তারা এ অফারটি পাবেন।
আপনি অফারটির জন্য যোগ্য কিনা Check করতে যে কোন রবি নম্বর থেকে বিনামূল্যে এসএমএস পাঠান A ০১৮XXXXXXXX লিখে ৮০৫০ তে।
* এই প্যাক কেনার জন্য ডায়াল করোন * 8666 * 090 #
- প্যাক মূল্য 9 টাকা (+ + এসডি ভ্যাট)।
-- এই প্যাক জন্য বৈধতা ক্রয়ের তারিখ থেকে 7 দিন।
- গ্রাহক 7 দিনের মধ্যে শুধুমাত্র একবার এই প্যাক কিনতে পারেন।
- রাত 12 থেকে দিন 12am এই প্যাক ব্যবহার করতে পারবেন।
- ডেটা ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করোন * 8444 * 88 #
*ট্যারিফ প্ল্যান ডিফল্ট:
যদি কোনো গ্রাহক 9 টাকা বা ৳ রিচার্জ না. 29 তারা কোন লোকাল অপারেটরে 16 পয়সা / 10 সেকেন্ড ভয়েস ট্যারিফ এবং 50 পয়সা এসএমএস ভোগ করবে. এসডি + ভ্যাট প্রযোজ্য. এই গ্রাহকদের অন্য কোন ট্যারিফ প্ল্যানে মাইগ্রেট করেন, তারা এই অফারের আওতায় বিশেষ শুল্ক সুবিধা পেতে যোগ্য হবে না.
*এছাড়াও বায়োমেট্রিক ভেরিফাইড সিমে ৩জিবি ফ্রি ইন্টারনেট শর্ত নিম্নলিখিত :
১. প্রতি মাসে 1 জিবি প্রতিটি 3 কিস্তিতে ভাগ করা মোট 3 গিগাবাইট ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারবেন।
২. পুনরায় বন্ধ সিম 7 দিন মধ্যে বায়োমেট্রিক প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে ৯টাকা/ ২৯টাকায় এবং কাজ পুনরায় যাচাইকরণের রিচার্জ করে তার সিম পুনরায় সক্রিয় করা হলে 1 গিগাবাইট ডাটা বোনাস (1 ম কিস্তি) পেতে হবে. 1 ম কিস্তি (1 গিগাবাইট ডাটা) বায়োমেট্রিক পুনরায় রেজিস্ট্রেশনের 72 ঘন্টার মধ্যে যোগ করা হবে।
৩. মাসিক সর্বনিম্ন ব্যবহার সাপেক্ষে পরবর্তী 2 পরবর্তী মাসগুলোতে ২০ টাকা incurs পরবর্তী 2 মাসের মধ্যে ২গিগাবাইট ডাটা (১গিগাবাইট / মাস) পেতে হবে।
-৪. ১ম কিস্তি ১গিগাবাইট বোনাস জন্য যোগ্য নয় এমন গ্রাহক ২য় & ৩য় কিস্তি পাবেন না।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages