যুগের সঙ্গে আপডেট থাকুন, এখনই নামিয়ে রাখুন Microsoft Office 2016 , Activator সহ আর নিজের করে নিন এই সফটওয়াটি আজীবনের জন্য! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

যুগের সঙ্গে আপডেট থাকুন, এখনই নামিয়ে রাখুন Microsoft Office 2016 , Activator সহ আর  নিজের করে নিন এই সফটওয়াটি আজীবনের জন্য!

যুগের সঙ্গে আপডেট থাকুন, এখনই নামিয়ে রাখুন Microsoft Office 2016 , Activator সহ আর নিজের করে নিন এই সফটওয়াটি আজীবনের জন্য!

Share This
প্রিয় পাঠকগণ কেমন আছেন, আজ আর কোন অতি-কথন নয়। আজ আমি আপনাদের একটি সু-সংবাদ দিতে এসেছি। সম্প্রতি মাইক্রোসফট কোম্পানী তাদের অতি পরিচিত ও বহুল ব্যবহৃত Microsoft Office এর ২০১৬ ভারসন বের করেছেন। বের হয়েছে  বহুল আকাঙ্খিত Windows10 যা ইতোমধ্যেই বিস্তর কৌতুহল তৈরী করেছে অনলােইন প্রেমীদের মনে। যুগের পরিক্রমায় প্রতিঘন্টায় নতুন নতুন প্রযুক্তি তার জায়গা দখল করছে। আজ যেটা নতুন কাল সেটা পুরোনো। বিজ্ঞানের এই দ্রুত আপডেটে আমরা নিজেকে আপডেট রাখতে প্রস্তুত তো? কেন নয়? তা না হলে যে , আমরা পিছিয়ে পড়ব আর সবার থেকে। তাহলে আপনিই বা পিছিয়ে থাকবেন। তাই আপনাকে আপডেট রাখতে ইনফোটেকলাইফ.কম সবসময় আপনাদের পাশে আছে, খাকবে ইনশাআল্লাহ্ । Windows10  রিলিজ হওয়ার পরপরই Microsoft Office এর ২০১৬ ভারসনের রিলিজ দেওয়া হল। বুঝতেই পারছেন এটি কতটা আপডেট। Microsoft Office ২০০৩, ২০০৭, ২০১০ এবং সবশেষে আসলো ২০
১৬ যা আপনার পুর্বের লেখার ধারনাকে পাল্টে দিতে প্রস্তুত। তাই আর কাল বিলম্ব না করে এখনই নামিয়ে রাখুন। এটির মুল্য অনেকেরই জানা, মাইক্রোসফটকোনকিছুই আমাদের ফ্রি দেয়না। এটি একটি দামী সফটওয়ার এবংএটি  ছাড়া বর্তমান বিশ্বে লেখা-লেখির কাজ এখন প্রায় অসম্ভব। কিন্তু আমাদের মত তৃতীয় বিশ্বের দেশে কয়জনই বা এই মহামুল্যবান সফটওয়াটি কিনে ব্যবহার করার সাম্যর্থ রাখে। তাই বলে কি আমরা এই নতুন সফটওয়াটি ব্যবহারের সাধ থেকে বঞ্চিত থাকব? মোটেই না আমাদের মেধাবী আর কৃতি সন্তানরা আছে না, তারা চাইলে কি না করতে পারে? তাদের বদৌলতেই তো আমরা Windows10 এর মত আপডেট ভারসন ফ্রি-তে চালাতে পারছি। একমাত্র আমাদের দেশেই মনে হয় বিল-গেট্স  বাবাজি কোন লাভ করতে পারেনা। 
তো ভাই আর কথা নয় নিয়ে নিন এবার আপনার কাঙ্খিত সেই সফটওয়ারটি আর ব্যবহার করতে থাকুন নিশ্চিন্তে। আর ডাউনলোডের পর সবার নিচে Microsoft Office এর ২০১৬ ভারসনের এক্টিভেটর দেওয়া হল। এটি দিয়ে আপনি এই লেটেস্ট সফটওয়ারটিকে একটিভেট করে নিতে পারবেন আজীবনের জন্য। 

মাইক্রোসফট অফিস ২০১৬
ভারসন
মাইক্রোসফট অফিস ২০১৬ ডাউন লোড লিংক

MS Office 2016
Professional-Plus

প্রদত্ত লিঙ্কগুলি Micosoft Official ওয়েবসাইট থেকে নেওয়া, স্পীড ৪-১০মেগাবাইট/সেকেন্ড এবং আজীবন রিজিয়ুম সমর্থিত।  কিছু ক্ষেত্রে মিররর লিঙ্ক দেওয়া হয়েছে, ডাইরেক্ট লিঙ্ক কাজ না করলে ট্রাই করবেন।

নিচের লিঙ্ক থেকে Activator ডাউনলোড করে নিন, এটি উইন্ডোজ এবং অফিস এর সকল ভার্সন অ্যাক্টিভ করতে পারে। সাইজ মাত্র ১ এমবি।

Activator

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages